কবি নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয়
Solution
Correct Answer: Option D
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’ প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ১১ই আগস্ট (বাংলা ২৬ শ্রাবণ, ১৩২৯)। মাত্র ৪ পৃষ্ঠার এই পত্রিকাটি প্রবল ব্রিটিশবিরোধী মনোভাব নিয়ে আত্মপ্রকাশ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার আশীর্বাণীতে লিখেছিলেন—
*“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয় রে ধূমকেতু / আঁধারে বাঁধ অগ্নিসেতু, / দুর্দিনের এই দুর্গশিরে / উড়িয়ে দে তোর বিজয় কেতন।”*
‘ধূমকেতু’ পত্রিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
• ‘ধূমকেতু’র প্রথম সংখ্যায় নজরুল লিখেন, *“স্বরাজ-টরাজ বুঝি না, কেননা ও-কথাটার মানে এক এক মহারথী এক এক করে থাকেন। ... ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা করার ভার ভারতবর্ষের ওপরই ন্যস্ত করতে হবে।”*
• এই পত্রিকায় ১৯২২ সালের ২৬শে সেপ্টেম্বর সংখ্যায় নজরুলের বিখ্যাত কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হয়।
• এই কবিতা প্রকাশের দায়ে নজরুল ইসলামকে রাজদোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
• বাংলা একাডেমি চরিতাভিধান ও বাংলাপিডিয়া মতে, পত্রিকাটি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা:
• ১৯২০ সালে সান্ধ্য ‘নবযুগ’ (যুগ্ম সম্পাদক হিসেবে মুজাফ্ফর আহমদের সাথে)।
• ১৯২৫ সালে সাপ্তাহিক ‘লাঙল’ (প্রধান পরিচালক ছিলেন নজরুল, এবং সম্পাদক ছিলেন মণি সিংহ)।
• ১৯৪১ সালে দৈনিক ‘নবযুগ’ (প্রধান সম্পাদক হিসেবে)।
কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
• অগ্নিবীণা (১৯২২ - প্রথম কাব্যগ্রন্থ)
• দোলনচাঁপা (১৯২৩)
• বিষের বাঁশি (১৯২৪)
• ভাঙার গান (১৯২৪)
• ছায়ানট (১৯২৫)
• প্রলয়শিখা (১৯৩০)
• সর্বহারা (১৯২৬)
• সিন্ধু হিন্দোল (১৯২৭)
উপন্যাস:
• বাঁধন হারা (১৯২৭)
• মৃত্যুক্ষুধা (১৯৩০)
• কুহেলিকা (১৯৩১)
গল্পগ্রন্থ:
• ব্যথার দান (১৯২২)
• রিক্তের বেদন (১৯২৫)
• শিউলি মালা (১৯৩১)
নাটক:
• ঝিলিমিলি (১৯৩০)
• আলেয়া (১৯৩১)