কোনো সামন্তরিকের একটি কোণ ৮০ ডিগ্রি হলে এর বিপরীত কোণটি কত?

A ১৮০ ডিগ্রি

B ৮০ ডিগ্রি

C ৯০ ডিগ্রি

D ১২০ ডিগ্রি

Solution

Correct Answer: Option B

আমরা জানি, সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
দেওয়া আছে, সামন্তরিকটির একটি কোণ = $80^\circ$
যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাই প্রদত্ত কোণটির বিপরীত কোণও $80^\circ$ হবে।
সুতরাং, নির্ণেয় কোণটি $80^\circ$

শর্টকাট টেকনিক:
সামন্তরিকের ক্ষেত্রে মনে রাখতে হবে:
১. বিপরীত কোণগুলো সর্বদা সমান হয়। (যেমন: $\angle A = \angle C$ এবং $\angle B = \angle D$)
২. পাশাপাশি দুইটি কোণের সমষ্টি সর্বদা $180^\circ$ হয়।

যেহেতু প্রশ্নে বিপরীত কোণ চেয়েছে, তাই প্রদত্ত কোণটিই উত্তর হবে।
অর্থাৎ, উত্তর $80^\circ$

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions