IORA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A যুক্তরাষ্ট্র
B মালয়েশিয়া
C মরিশাস
D ভারত
Solution
Correct Answer: Option C
- ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA) একটি আন্ত-সরকারী সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ৬ মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদস্য রাষ্ট্র ২২টি ।
- এর সদর দপ্তর মরিশাসে অবস্থিত।