নিউটনের গতিবিষয়ক সূত্র কয়টি?

A ৩টি

B ২টি

C ৪টি

D ১টি

Solution

Correct Answer: Option A

- বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ১৬৮৭ সালে তাঁর অমর গ্রন্থ 'Philosophiae Naturalis Principia Mathematica'-তে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন।
- এ তিনটি সূত্রকে নিউটনের 'গতির সূত্র' বলে।

১. বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
- প্রথম সূত্র থেকে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়।

২. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
- দ্বিতীয় সূত্র অনুযায়ী বল (F) = ভর (m) × ত্বরণ (a)।

৩. প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions