মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

A আগুনের পরশমণি

B পায়ের আওয়াজ পাওয়া যায়

C একাত্তরের দিনগুলি

D জাহান্নাম হইতে বিদায়

Solution

Correct Answer: Option B

সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায় ' । মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।
- 'শহিদ জননী' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' ।
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়'।
- হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions