যদি x + y = 2 হয়, তবে (x + y)2 = কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
x + y = 2
প্রদত্ত রাশি = (x + y)2
= 22 [মান বসিয়ে]
= 2 × 2
= 4
∴ নির্ণেয় মান 4
বিকল্প ব্যাখ্যা:
যেহেতু x + y এর মান সরাসরি 2 দেওয়া আছে, তাই এর বর্গ করলে ফলাফল হবে 2 এর বর্গ অর্থাৎ 22 = 4।