কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

A নয়-ছয়

B খাসজমি

C কনকচাঁপা

D ত্রিফলা

Solution

Correct Answer: Option A

- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব কথাটির সাধারণ অর্থ কলহ বা বিবাদ হলেও ব্যাকরণে এর অর্থ বা মিলন বা জোড়া।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর—এই তিনটি অব্যয় পদের ব্যবহৃত হয়।

উদাহরণ:
নয় ও ছয় = নয়-ছয় (বিরোধার্থক দ্বন্দ্ব সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions