গ্যালভানিক কোষে কোনটি ঘটে?
A রাসায়নিক-তড়িৎ শক্তি
B তড়িৎ-রাসায়নিক শক্তি
C তাপ-রাসায়নিক শক্তি
D তড়িৎ-তাপশক্তি প্রতিস্থাপন
Solution
Correct Answer: Option A
- গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
- এই কোষে স্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
- এর একটি সাধারণ উদাহরণ হলো ড্যানিয়েল সেল বা ব্যাটারি।
- গ্যালভানিক কোষে দুটি ভিন্ন ধাতব দণ্ড (ইলেকট্রোড) ভিন্ন ভিন্ন তড়িৎবিশ্লেষ্য দ্রবণে ডুবানো থাকে এবং তারা একটি তারের মাধ্যমে সংযুক্ত থাকে।
- কোষে অ্যানোডে জারণ (ইলেকট্রন ত্যাগ) এবং ক্যাথোডে বিজারণ (ইলেকট্রন গ্রহণ) ঘটে।
- ইতালীয় বিজ্ঞানী আলেকসান্দ্রো ভোল্টা ১৮০০ সালে সর্বপ্রথম এই ধরনের বৈদ্যুতিক কোষ আবিষ্কার করেন।