Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে খাসিয়া ও গারো হলো মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান সমাজভিত্তিক।
- মাতৃপ্রধান পরিবারে মায়ের দিক থেকে বংশ পরিচয় নির্ণয় করা হয় এবং মায়ের পর মেয়েই পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী হয়।
- এই সমাজে সাধারণত পরিবারের কর্ত্রী বা প্রধান হন মা এবং তাঁর নির্দেশেই পরিবার পরিচালিত হয়।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে মুরং, খুমি এবং চাকমা হলো পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান উপজাতি, যেখানে পিতার পরিচয়ই সন্তানের পরিচয় বহন করে।
- সিলেটের পাহাড়তলী অঞ্চলে বসবাসকারী খাসিয়া জনগোষ্ঠীর এই বিশেষ সমাজব্যবস্থা বাংলাদেশের নৃগোষ্ঠীদের বৈচিত্র্যের অন্যতম অংশ।