Solution
Correct Answer: Option C
- Budding হলো এক ধরনের অযৌন প্রজনন প্রক্রিয়া, যা প্রধানত Hydra তে দেখা যায়।
- এই প্রক্রিয়ায় প্রাণীর দেহ থেকে একটি কুঁড়ি বা Bud তৈরি হয়, যা পরবর্তীতে বৃদ্ধি পায়।
- পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর এই কুঁড়িটি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন স্বাধীন জীবে পরিণত হয়।
- হাইড্রা ছাড়াও কিছু এককোষী ছত্রাক যেমন—ইস্টের মধ্যেও এই বাডিং প্রক্রিয়াটি লক্ষ্য করা যায়।
- অপরদিকে, ইউগ্লেনাতে দ্বিবিভাজন (Binary Fission) পদ্ধতিতে প্রজনন ঘটে, বাডিং পদ্ধতিতে নয়।