Solution
Correct Answer: Option C
- Theology শব্দটি গ্রিক শব্দ 'Theos' (ঈশ্বর) এবং 'Logos' (অধ্যয়ন বা আলোচনা) থেকে এসেছে।
- তাই আক্ষরিক অর্থে ঈশ্বর ও ধর্ম সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত গবেষণা বা অধ্যয়নকে Theology বা ধর্মতত্ত্ব বলা হয়।
- এই বিদ্যায় ধর্মীয় বিশ্বাস, ঐশ্বরিক প্রকৃতি, ধর্মগ্রন্থ এবং ধর্মীয় অভিজ্ঞতার দার্শনিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকে।
- অন্যদিকে, Anthropology বা নৃতত্ত্ব হলো সামগ্রিকভাবে মানবজাতির উৎপত্তি, বিকাশ ও সংস্কৃতির অধ্যয়ন, যা শুধুমাত্র ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়।
- Apiology হলো প্রাণিবিদ্যার একটি শাখা, যা মৌমাছি বা মৌমাছি পালন নিয়ে আলোচনা করে।
- Religionology শব্দটি সাধারণভাবে প্রচলিত বা স্বীকৃত কোনো প্রাতিষ্ঠানিক শব্দ নয়, ধর্মের বৈজ্ঞানিক অধ্যয়নকে সাধারণত 'Religious Studies' বলা হয়।