Which is the most risky zone of earthquake in Bangladesh?
Solution
Correct Answer: Option D
ভূ-তাত্ত্বিক গঠন ও অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশ বিশেষত উত্তর ও পূর্ব দিক ভূমিকম্পণপ্রবণ অঞ্চল .
- ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে ।
- অঞ্চল -১; উত্তর ও উত্তর -পূর্ব অঞ্চল (মারত্মক ঝুঁকিপূর্ণ ,রিখটার স্কেল মাত্রা -৭);
- অঞ্চল-২ ;মধ্য অঞ্চল (মাঝারি ঝুঁকিপূর্ণ ,রিখটার স্কেল মাত্রা -৬) এবং
- অঞ্চল -৩ ;দক্ষিণ পশ্চিমাঞ্চল (কম ঝুঁকিপূর্ণ ,রিখটার স্কেল মাত্রা -৫) ।