বসনিয়া ও হার্জেগোভিনা রাজধানীর নাম কি?
A সারায়েভো
B সোফিয়া
C প্রাগ
D বন
Solution
Correct Answer: Option A
বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল। ১৯৯২ সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে। রাজধানী ও বৃহত্তম নগরী সারায়েভো।