Which of the following constitutions is labeled as "peace constitution”?

A Bhutanese Constitution

B Japanese Constitution

C Indian Constitution

D The US Constitution

Solution

Correct Answer: Option B

শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে।এটাকে আবার 'যুদ্ধোত্তর সংবিধান ' নামেও অভিহিত করা হয় ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে । মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল ।সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ 'জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে 'এবং ভূমি ,নৌ ,ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না ।এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে পরিচিত ।উল্লেখ্য ,১৭ সেপ্টেম্বর ,২০১৫ সালে দেশটির আইনসভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত সীমান্ত পেরিয়ে লড়াইয়ে সেনাবাহিনীকে আইন পাসের মাধ্যমে ক্ষমতা প্রদান করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions