যথাক্রমে ক্ষ,ষ্ণ ,এবং হ্ন-এর বিশ্লিষ্টরুপ -

A ক+ষ,ষ+ঞ,হ+ণ

B ক+ষ ,ষ +ণ ,হ+ন

C ক+খ, ষ +ঞ,হ+ন

D খ+খ ,ষ +ণ ,হ +ণ

Solution

Correct Answer: Option B

দুই বা তার অধিক ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপ বা সমষ্টিকে যুক্তবর্ণ বলে।। এখানে,
ক্ষ = (ক্+ষ), যেমন- রক্ষা, কক্ষ, শিক্ষা, দীক্ষা, পরিক্ষা, নিরিক্ষা।
ষ্ণ = (ষ্‌+ণ), যেমন- উষ্ণ, বিষ্ণু ।
হ্ন = (হ্+ন), যেমন- মধ্যাহ্ন, পূর্বাহ্ন, বহ্নি, চিহ্ন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions