পুরস্কার, না পুরষ্কার? নিস্কৃতি না নিষ্কৃতি
ধরা যাক, স/ ষ= S ধ্বনি
শব্দের উচ্চারণে "S" ধ্বনির এর ঠিক পূর্বের উচ্চারণ যদি "অ" ধ্বনিযুক্ত হয় তবে "স" হবে (১), অন্য ধ্বনি ("ই" ইত্যাদি)যুক্ত হলে "ষ" হবে (২)।
যেমন- পুরস্কার এবং পরিষ্কার।
পুর+অ-ধ্বনি+S ধ্বনি+কার > 'পুরস্কার'। (১)
কিন্তু, পর+ই-ধ্বনি+ S ধ্বনি+কার > পরিষ্কার (২)
(১) এর অনুরূপে,
নমস্কার, তিরস্কার, মনস্কামনা।
(২)এর নিয়মে,
আবিষ্কার, পরিষ্কার, বহিষ্কার, নিষ্কৃতি, নিষ্ফল, নিষ্কলঙ্ক, ভ্রাতুষ্পুত্র, চতুষ্কোণ।