'I have a dream' ভাষণটি কে প্রদান করেন?
A মার্টিন লুথার কিং জুনিয়ার
B আব্রাহাম লিঙ্কন
C জন এফ কেনেডি
D লিন্ডন বি জনসন
Solution
Correct Answer: Option A
- আফ্রো -আমেরিকান মানবাধিকারকর্মী লুথার কিং ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের অবিসংবাদী নেতা।
- ১৯৬৩ সালে আফ্রিকান-আমেরিকানদের 'সামাজিক অধিকার' প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটন অভিমুখে লং মার্চের নেতৃত্ব দেন এবং
- এ লংমার্চে 'I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed...We hold these truths to be self-evident; that all men are created equal .ভাষণটি প্রদান করেন ।
- ১৭ মিনিটের এ ভাষণের প্রভাবে ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে 'নাগরিক আইন' এবং ১৯৬৫ সালে ভোটাধিকার আইন প্রণীত হয় ।
- তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ৪ এপ্রিল ,১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে তিনি আততায়দের গুলিতে নিহত হন ।