Solution
Correct Answer: Option C
ক্যালেডীয় সভ্যতার অপর নাম নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এ সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার। এ সভ্যতায় নির্মিত ব্যাবিলনের শূন্য উদ্যান প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে এটি একটি। সাত দিনে এক সপ্তাহ গণনা শুরু করেন ক্যালেডীয় সভ্যতার লোকেরা। সভ্যতার পতনের কারণ পারস্য আক্রমণ।