শেক্সপিয়ারের 'টেমিং অব দি শ্রু' এর বাংলা অনুবাদ করেছেন-

A আবদুল গাফফার চৌধুরী

B সিরাজুল ইসলাম চৌধুরী

C মুনীর চৌধুরী

D কবীর চৌধুরী

Solution

Correct Answer: Option C

- মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু) অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে (১৯৭০)।
- এটি পাঁচ অঙ্ক বিশিষ্ট কমেডি।
- যা ১৯৬৯ সালে ‘পবিক্রম’ পত্রিকায় ধারাবাকিভাবে প্রকাশিত হয়।
- প্রন্থাকারে প্রকাশিত হয় ১০৭০ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions