নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?

A সেমিকোলন

B ড্যাস

C কোলন

D হাইফেন

Solution

Correct Answer: Option D

- মুখের কথাকে লিখিত রূপ দেয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে।
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। হাইফেনকে পদ সংযোগও বলা হয়।
- যেমন: এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার। মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions