He fought ____ to defeat the enemy.
Solution
Correct Answer: Option A
- শূন্যস্থানে Tooth and nail ( প্রাণপণে ) idiom-টি বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- 'Tooth and nail' একটি ইংরেজি idiom
- এর অর্থ হল 'প্রাণপণে চেষ্টা করা' বা 'সর্বশক্তি দিয়ে লড়াই করা'।
- Tooth' মানে দাঁত এবং 'nail' মানে নখ। এই দুটি শারীরিক অংশ যুদ্ধ বা সংগ্রামের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Set out- যাত্রা করা; to and fro- এদিক সেদিক; to the quick- প্রচণ্ড আঘাত পাওয়া।