Solution
Correct Answer: Option B
খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে ব্যাবিলন থেকে প্রায় ২০০ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে আসুর নগরে অ্যাসিরীয়রা সর্বপ্রথম বসতি স্থাপন করে। খ্রিস্টপূর্ব ১৩৬২ অব্দে তারা ব্যাবিলন দখল করে অ্যাসিরীয় সভ্যতা প্রতিষ্ঠা করে এবং আসুরকে রাজধানী করা হয়। আসুর শব্দের অর্থ সুজলা সমতল ভূমি। হাম্মুরাবির শাসনকাল পর্যন্ত আসুর ছিলো ব্যাবিলনীয় সম্রাজ্যের একটি করদরাজ্য। অ্যাসিরীয় রাজারা অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন। তাঁরা দেবতা আসুরের নামে দেশ শাসন করতেন এবং স্বৈরাচারী ছিলেন। রাজারা সিংহ শিকার করতেন এবং এর মাধ্যমে নিজেদের ক্ষমতা প্রমাণ করতেন। অ্যাসিরীয় সভ্যতায় চরম নিষ্ঠুরতা এবং সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হতো। সে সময় মানুষের হাত, পা, কান ইত্যাদি কেটে ফেলা হতো, এমনকি চোখ তুলে নেয়া ছিলো খুবই সাধারণ ঘটনা। আরও ভয়াবহ ঘটনা হলো জীবিতাবস্তায় মানুষের চামড়া তুলে নেয়া এবং মানুষকে পানিতে ডুবিয়ে মারা। অ্যাসিরীয় সভ্যতাটি খ্রিস্টপূর্ব ৬০৫ অব্দ পর্যন্ত টিকে ছিলো। অ্যাসিরীয়দের পতনের প্রধান কারণ ছিলো তাদের নিষ্ঠুরতা।
- ইরাক, সিরিয়া ও তুরস্কের অংশ নিয়ে ছিল অ্যাসিরীয় সভ্যতার বিস্তার ছিল। ২০১৫ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই সভ্যতার সবকিছু ধ্বংস করে দিয়েছে।