একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়-
A নগদ প্রবাহ বিবরণী
B উদ্ধৃতপত্র
C মালিকানা স্বত্ত বিবরণী
D লাভ-লোকসান হিসাব
Solution
Correct Answer: Option B
- উদ্বৃত্তপত্র আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাবের শেষ অংশ।
- এটি কোন হিসাব নয় বরং একটি বিবরণী মাত্র।
- এই বিবরণটির মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা দেখানো হয়।
- উদ্বৃত্তপত্রের মূল উদ্দেশ্য হলো সামগ্রিক আর্থিক অবস্থা প্রকাশ করা।