পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানাজার (অর্থ-হিসাব/অর্থ-রাজস্ব) - ২০১৮ (56 টি প্রশ্ন )
১ মিনিট বা ৬০ সেকেন্ড ঘুড়ে = ৯০ বার
               
                ১                   = ৯০/৬০

                                     = ৩/২

এখানে,

১ বারে ঘুড়ে = ৩৬০

৩/২          = ৩৬০× ৩/ ২   

                = ৫৪০
ধরি,
আসল   = 8x
মুনাফা  = ( 3/8 × 8x ) টাকা

          = 3x টাকা

প্রশ্নমতে, 8x + 3x = 5500

⇒ 11x = 5500

⇒ x = 500

আসল = ( 8 × 500 ) টাকা

         = 4000 টাকা

মুনাফা = ( 3 × 500 ) টাকা

         = 1500 টাকা

∴ 4000 টাকায় 3 বছরের মুনাফা = 1500 টাকা

∴   1             1                    = 1500/4000×3 টাকা

∴  100           1                   = 1500×100/4000×3 টাকা
             
                                         = 12.5 টাকা

     সুদের হার = 12.5%
এখানে,  
a - ১১ = ৪০ 
=> a = ৪০ + ১১
এখানে, সংখ্য তিনটি হতে পারে যথাক্রমে ১,২,৩; ২,৩,৪; ৩,৪,৫; ৪,৫,৬; ৫,৬,৭; .... । এখানে দেয়া যায় সংখ্য তিনটি ৪,৫,৬ হলেই গুনফল ১২০ হয় । সুতরাং এগুলোর যোগফল = ৪+৫+৬ = ১৫ ।

 ধরি , বৃত্তের ব্যাস d 

বৃত্তের ক্ষেত্রফল = d/৮ 

বৃদ্ধির পর বৃত্তের ব্যাস = ৩d 

 "     " ক্ষেত্রফল =  (৩d)/৮ = ৯d/৮ 

 ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ৯d/৮/d/৮   বা ৯ গুণ । 


-Although- যদিও। বাক্যটির শুরুতে Although (যদিও) ব্যবহৃত হলে বাক্যটি অর্থপূর্ণ হবে।
-Although glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
Cul-de-sac- কানাগলি অর্থাৎ dead end ।
The flow of traffic- যাতায়াতের প্রবাহ । এটা নিশ্চিত করা তোমার কাজ, কোনো বাধা ছাড়া যাতায়াতের প্রবাহ বজায় রাখা ।
Singular অথবা uncountable noun এর সমগ্রতা বোঝাতে all of ব্যবহৃত হলে এর দ্বারা singular noun- কে নির্দেশ করে । যার পর verb- এর singular form বসবে । All of it depends on you.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Arrive at + sth - কোনো লক্ষ্যে পৌঁছা । গতকাল রাতে মন্ত্রিরা একটি সিদ্ধান্তে পৌঁছালো ।
Brochure ( কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সংবলিত পুস্তিকা ) অর্থ- pamphlet ।
জনশ্রুতি সম্পর্কে লেখকের ব্যক্তিগত মনোভাবকে philosophical interest বলা যায় ।
To get along with- ( কারো সাথে ) মানিয়ে চলা অর্থাৎ to adjust ।
Achilles' heel- ক্ষুদ্র কিন্তু দুর্বল অংশ অর্থাৎ a weak point ।
কোনো ব্যক্তি সম্পর্কে উচ্চ প্রশংসাসমৃদ্ধ অথবা আনুষ্ঠানিক রচনাকে eulogy ( উচ্চ প্রশংসাসমৃদ্ধ রচনা ) বলে ।
Bring to pass- ঘটানো, অর্থাৎ Cause to happen ।
Travel on foot - পায়ে হেঁটে ভ্রমণ করা । তারা পায়ে হেঁটে সাভার গিয়েছিল ।
রাতের পূর্বে এবং সন্ধ্যার পর মুহূর্তকে dust ( গোধূলি ) বলে ।
Since- কারন । They suffered much since tornado had hit their village.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সম্ভাবনাময় ভবিষ্যতের প্রত্যয় ব্যক্ত করতে dream ব্যবহৃত হয় । যেমন- I have a dream .
Dye/color + sth - কোনো কিছু রং করা । চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয় । She has dyed her hair a beautiful shade of brown।
Stocking- আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা; stock- ছোট মোজা । Socks- এর পূর্বে long শব্দটি বসালে Stockings- এর সমার্থক অর্থ প্রকাশ করে । Stockings are long socks ।
The first English dictionary was published on 15 April 1755 and written by Samuel Johnson, A Dictionary of the English Language, sometimes published as Johnson's Dictionary, is among the most influential dictionaries in the history of the English language.
ই- মেইল প্রেরণ করার জন্য সাধারণত ব্যবহৃত প্রটোকলটি হলো SMTP ( Simple Mail Transfer Protocol ।
-আর ই- মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকলটি POP3 ( Post Office Protocol 3 ) ।
অ্যাানড্রয়েড হলো গুগল কর্তৃক উদ্ভাসিত স্মাটফোনের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিষ্টেম । এটি সাধারণভাবে লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত মোবাইল অপারেটিং সিষ্টেম ।
তাপ ইঞ্জিন ( Heat Engine )- এর কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করা । অন্যদিকে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে, হাতে হাত ঘষলে যান্ত্রিকশক্তি তাপশক্তিতে এবং দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগেস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত হয় ।
চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে অর্থাৎ আলোক রশ্মি বেঁকে যায় । চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন আলোক রশ্মি তুলনামূলক ভাবে অধিক পরিমাণে বেঁকে যায় । এ কারণে দিগন্তের নিকটে চাঁদ ও সূর্যকে ডিম্বাকৃতি এবং তুলনামূলকভাবে বড় দেখা যায় ।
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় । প্রেসার কুকারে বাস্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০C বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায় । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় ।
ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন ( Ethylene ) । লাইকোপেনের কারণে ফলের রং লাল হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় কিলোওয়াট ঘণ্টা একক ব্যবহার করে বিদ্যুৎ বিলের হিসাব করা হয় । এই একককে বোর্ড অফ ট্রেড ইউনিট ( B. O. T. Unit ) বা সংক্ষেপে শুধু ইউনিট বলে । ১ কিলোওয়াট ঘণ্টা = ৩৬০০ কিলো জুল ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0