বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী জেনারেল ম্যানেজার) - ০৯.০৩.২০২৪ (78 টি প্রশ্ন )
- ব্যাংকের জন্য ঋণ হলো একটি সম্পদ।
- বাণিজ্যিক ব্যাংকের মোট সম্পত্তির অধিকাংশ অংশই ঋণ সম্পত্তি হিসাবে থাকে।
- এক্ষেত্রে ব্যাংকের কাছে ভালো ঋণসমূহ হলো লাভজনক সম্পত্তি।
- আর খারাপ ঋণ ব্যাংকের জন্য ঝুঁকি বহন করে।
- আর্থিক বিবরণী নির্ভুল এবং সঠিকভাবে প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহুঘরবিশিষ্ট একপ্রস্থ কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কার্যপত্র বলে।
- সাধারণত বড় প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা ও সমন্বয় সংক্রান্ত দফার পরিমাণ বেশি থাকে।
- ফলে সেখানে রেওয়ামিলের পাশাপাশি কার্যপত্র প্রস্তুত করা হয়। তাই কার্যপত্রকে দ্বিতীয় পর্যায়ের রেওয়ামিল বলা হয়
- যে দেনাদার তার দেনা কখনও শোধ করবেন না বলে ধরা হবে সেটা কু-ঋণ হিসেবে সমন্বিত হবে।
- কিন্তু কিছু পাওনা এমন থাকে যা পাওয়া যেতে পারে, নাও পারে বলে সন্দেহ করা হয়।
- আর এমন পাওয়ার ক্ষতি যাতে ব্যবসায়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে এজন্য লাভ থেকে কিছু অর্থ-সঞ্চিতি হিসেবে রাখা হয়। একেই কু-ঋণ সঞ্চিতি বলে।
- একে লাভ-ক্ষতি হিসাবে ডেবিট করে বিবিধ দেনাদার থেকে বাদ দিতে হবে।
- অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে তার বিখ্যাত গ্রন্থ "The Wealth of Nations"-এ অদৃশ্য হাত (Invisible Hand) ধারণাটি প্রথম উপস্থাপন করেন।
- এই ধারণা অনুযায়ী, বাজারের ভেতর প্রতিটি ব্যক্তি যখন নিজের স্বার্থের জন্য কাজ করে, তখন তাদের কার্যক্রম একটি অদৃশ্য হাতের মতো পুরো অর্থনীতিতে স্বাভাবিক ভারসাম্য প্রতিষ্ঠা করে এবং সমাজের কল্যাণে সহায়ক হয়।
- অ্যাডাম স্মিথ মনে করতেন যে, মুক্তবাজার অর্থনীতি এমন একটি ব্যবস্থা, যেখানে সরকার বা অন্য কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই বাজার স্বাভাবিকভাবে পরিচালিত হয় এবং পণ্য, পরিষেবা, শ্রমের দাম স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়।

- অতএব, অদৃশ্য হাত ধারণাটি মুক্তবাজার অর্থনীতির মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়, এবং এটি অ্যাডাম স্মিথ-এর একটি গুরুত্বপূর্ণ অবদান।
- বস্তুত দামের ক্রমাগত বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি।
- A. W. Philips এর তথ্যমতে, মজুরি হারের সঙ্গে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক রয়েছে, আবার মজুরির বৃদ্ধির হারের সঙ্গে মুদ্রাস্ফীতির হারের ধনাত্মক সম্পর্ক রয়েছে। মজুরি নীতি দ্বারা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের হার প্রভাবিত হয়।
- সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বুঝায়।
- কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।
- উৎপাদন বলতে অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা বুঝায়।
- বস্তুত মানুষ কোনো পদার্থ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না।
- মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত কোনো বস্তু বা পদার্থকে রূপান্তর বা আকারগত পরিবর্তন ঘটিয়ে উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করতে পারে।
- একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে।
- এক মালিকানা পৃথিবীর প্রাচীনতম ব্যবসায় সংগঠন।
- এটি একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান।
- শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পাবলিক লিমিটেড কোম্পানি।
- ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী এ ধরনের কোম্পানি মূলধন বাজারে সাধারণ জনগণের নিকট শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে থাকে।
- সর্বনিম্ন ৩ জন ছাড়া এ ধরনের কোম্পানি গঠন করা যায় না।
- সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে সেটা নির্দিষ্ট নেই। তবে কোম্পানির শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। 
- পরিবারের ভবিষ্যৎ আয়-ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে পারিবারিক বাজেট বলে।
- প্রয়োজন এবং চাহিদা অনেক কিন্তু আয় সীমিত। তাই বাজেট প্রস্তুত করে সীমিত আয় দ্বারা পরিকল্পনা মাফিক নানাবিধ খরচ পরিশোধ করা সম্ভব হয়।
- একটি পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পারিবারিক বাজেট বিভিন্নমুখী সুবিধা প্রদান করে থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- সাধারণত যে হিসাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না তাকে অনিশ্চিত হিসাব বলে।
- অপর্যাপ্ত তথ্যের কারণে সাময়িক হিসাবের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট উভয় পার্শ্বের যোগফল অসমান হলে সমান করা হয়, এটি একটি সাময়িক হিসাব ব্যবস্থা মাত্র।
- পরবর্তীতে সঠিক খাত খুঁজে বের করে বিপরীত এন্ট্রি দিয়ে অনিশ্চিত হিসাবকে অবলোপন করতে হয়।
- IAS-7 হল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কিত আন্তর্জাতিক হিসাব মান (International Accounting Standard)।
- এই মানটি একটি কোম্পানির নগদ প্রবাহ (cash flow) এবং তার ব্যবহারের ধারা, অর্থাৎ, অপারেটিং, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহ কেমন ঘটছে তা প্রতিবেদন করার নিয়মাবলী নির্ধারণ করে।
- যে পদ্ধতিতে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয়ের সময় মজুদ পণ্য সম্পর্কিত গণনা সাথে সাথে না করে হিসাব কাল শেষে গণনা করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে।
- এখানে বিক্রয়যোগ্য দ্রব্যের ব্যয় থেকে নির্মিত সমাপণী মজুদ পণ্যের ব্যয় বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, তাই এ পদ্ধতিতে বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে বিক্রিত পণ্যের হিসাব থাকে না।
সমীকরণ A = L + E 
- A (Assets): সম্পদ
- L (Liabilities): দায়
- E (Equity): মালিকানাস্বত্ত (Owner's Equity)
- IAS-12 হলো Income Taxes সম্পর্কিত আন্তর্জাতিক হিসাব মান (International Accounting Standard), যা আয়ের কর (Income Tax) এবং তার রিপোর্টিং সম্পর্কিত নির্দেশনা প্রদান করে।
- এই মানটি করের বর্তমান ও ভবিষ্যৎ পরিমাণ নির্ধারণ, করের পরিশোধ এবং তার হিসাব ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা দেয়।
বাংলাদেশে বর্তমানে ২৫টি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (International Accounting Standards - IAS) অনুসরণ করা হয়। আগের সময়ে ১২টি মানদণ্ড ব্যবহার করা হতো, তবে এখন মোট ৪১টি IAS মানদণ্ড বিদ্যমান। এর মধ্যে ২৫টি মানদণ্ড ব্যবহৃত হচ্ছে, আর ১৬টি মানদণ্ড এখনো ব্যবহৃত হচ্ছে না বা অব্যবহৃত রয়েছে
- শেয়ার হলো একটি ডকুমেন্ট যা কোম্পানির আংশিক মালিকানা উপস্থাপন করে।
- সাধারণ শেয়ার হোল্ডারগণই একটি কোম্পানির প্রকৃত মালিক।
- যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির সাধারণ শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা লাভ করে, তবে এরা যে পরিমাণ শেয়ার ধারণ করে সে পরিমাণ অংশের মালিক হয়।
- সাধারণ শেয়ারে অর্থায়নের খরচ সর্বাধিক।
- লুকা প্যাসিওলি (Luca Pacioli) ছিলেন একজন ইতালীয় গণিতবিদ এবং হিসাববিজ্ঞানী, যিনি আধুনিক হিসাববিজ্ঞানের ভিত্তি স্থাপনকারী হিসেবে পরিচিত।
- তার বিখ্যাত গ্রন্থ "Summa de Arithmetica, Geometria, Proportioni et Proportionalita" (১৪৯৪) গণিত, গাণিতিক পদ্ধতি, এবং হিসাববিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করে।
- এই গ্রন্থেই তিনি ডাবল-এন্ট্রি বুককিপিং পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেন, যা আধুনিক হিসাববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

- তবে, যদিও তিনি হিসাববিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তিনি মূলত গণিতবিদ হিসেবেই পরিচিত।
- বিসিজি ম্যাট্রিক্সকে এমন একটি মডেল যা কোম্পানিগুলোকে তাদের পণ্য এবং পরিষেবাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গাইড করে।
- বিসিজি ম্যাট্রিক্সকে বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্সও বলা হয়।
- এটি কোম্পানিগুলোকে ৪টি দলে বিভক্ত করে।
যথা:
- Star (তারা),
- Dog (কুকুর),
- Cash Cow (নগদ গরু) ও
- Question mark (প্রশ্ন চিহ্ন)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য দীর্ঘ মেয়াদী ব্যয় সমূহকে মূলধন জাতীয় খরচ বা ব্যয় বলে।
- উৎপাদন কার্য পরিচালনার জন্য ভূমি, ইমারত, মেশিন, আসবাবপত্র ইত্যাদি মূলধন জাতীয় ব্যয়।
- যে সকল সম্পত্তি একটি হিসাবকালের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে স্থায়ী সম্পত্তি(Fixed Assets) বলে।
- এ ধরনের সম্পত্তি পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না।

স্থায়ী সম্পত্তি (Fixed Assets):
- আসবাবপত্র (Furniture)
- দালানকোঠা (Building)
- যন্ত্রপাতি (Machinery)
- ভূমি (Land)
- সুনাম (Goodwill)

চলতি সম্পত্তি (Current Assets):
- নগদ টাকা (Cash)
- ব্যাংক জমা (Bank Deposit)
- প্রাপ্য হিসাবসমূহ (Receivables)
- প্রাপ্য আয় (Accrued Income)
- অগ্রিম বীমা (Prepaid Insurance)


- একটি নির্দিষ্ট তারিখে খতিয়ানের ডেবিট উদ্বৃত্তের যোগফল এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোর যোগফল নির্ণয় করা হয়, তাকে রেওয়ামিল বলে।
- আর্থিক বিবরণী নির্ভুলভাবে তৈরি করার জন্য রেওয়ামিল নির্ভুল দরকার।
- অগ্রিম শিক্ষানবিশ সেলামি রেওয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয়।
- অর্থের সময়মূল্য (Time Value of Money) সূত্র প্রয়োগের মাধ্যমে সুযোগ ব্যয় নির্ধারণ করা যায়।

- সুযোগ ব্যয় হলো সেই লাভ যা কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে বিকল্প উপায় থেকে হারিয়ে যায়। অর্থের সময়মূল্য এই ধারণাটিকে সমর্থন করে, কারণ একটি অর্থ আজ হাতে থাকলে তা ভবিষ্যতে বেশি পরিমাণ অর্থ হতে পারে, আর একে কখনোই একটি নির্দিষ্ট মুহূর্তে দেরিতে পাওয়া অর্থের সমান হতে পারে না।

- অর্থের সময়মূল্য সূত্রের মাধ্যমে, আমরা একটি নির্দিষ্ট সময় পরে পাওয়া অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য হিসাব করতে পারি, যা সুযোগ ব্যয়ের একটি মাপকাঠি হিসেবে কাজ করে।
২০ বছরে শেষ হবে ১০০%
১ বছরে শেষ হবে ১০০/২০ = ৫% 
- যে সকল খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, তাকে পরোক্ষ খরচ বলা হয়।
- যেমন- ভাড়া, বেতন, অফিস খরচ, কমিশন, বহিঃ পরিবহন ইত্যাদি। 
- যে আয় ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলীর মাধ্যমে অর্জিত নয় এবং পুনঃপুন পাওয়া যায় না তাকে মূলধন জাতীয় আয় বলে।
- যেমন- অধিকহারে শেয়ার বিক্রয়লব্ধ আয়, স্থায়ী সম্পত্তির বিক্রয় জনিত মুনাফা, ভূমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় ইত্যাদি।
- এ আয় মূলত লাভের সাথে সংশ্লিষ্ট।
ভ্যাটের পরিমাণ = ১০০০০ এর ১৫%
                    = ১০০০০ x (১৫/১০০)
                    = ১৫০০ 
- কোনো পণ্যের বিভিন্ন স্তরে সংযোজিত মূল্যের উপর আরোপকৃত করকে মূল্য সংযোজন কর বা মূসক বলা হয়।
- ১ লা জুলাই, ১৯৯১ সাল থেকে বাংলাদেশে ভ্যাট বা মূসক আইন চালু হয়।
- ভ্যাট চূড়ান্তভাবে ভোক্তাকে পরিশোধ করতে হয়।
- আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি ইতালিতে।
- ১৪৯৪ সালে ইতালিয়ান গণিতবিদ লুকা প্যাসিওলি গণিতশাস্ত্রে 'সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরসোনিয়েট প্রোপরসনালিটা'র উপর একটি বই লেখেন।
- এই বইয়ের পঞ্চম অধ্যায়ে তিনি হিসাববিজ্ঞানের মূল ভিত্তি দু তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
- এজন্য তাকে আধুনিক হিসাববিজ্ঞানের জনক বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদনকারীকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে সেগুলো ব্যবহার করতে হয়। উপাদানসমূহের উৎপাদন কাজে লাগাতে যে খরচ হয় এটাকে উৎপাদন ব্যয় বলে।
- সাধারণ উৎপাদনের উপাদান ব্যয় ৩টি।
যথা:
১. কাঁচামাল (প্রত্যক্ষ ও পরোক্ষ),
২. শ্রম বা মজুরি (প্রত্যক্ষ ও পরোক্ষ),
৩. অন্যান্য ব্যয় (প্রত্যক্ষ ও পরোক্ষ)।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0