0,1,2,3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম সংখ্যা = 3210 0,1,2,3 দ্বারা গঠিত চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 1023 --------------------------------------------------------- বিয়োগফল= 2187 Note: ক্ষুদ্রতম সংখ্যা লেখতে হলে প্রথমে শূণ্য বসানো যাবে না। শূণ্যের চেয়ে যে সংখ্যা বড় সেই সংখ্যাটি প্রথমে এবং পরে শূণ্য বসাতে হবে।
দীর্ঘ ৯ বছর সাধনার পর ১৭৫৫ সালে 'A
Dictionary of the English Language'
Samuel Johnson ইংরেজি ভাষার প্রথম ডিকশনারি
(অভিধান) রচনা করেন। এ অসামান্য অবদানের জন্য তাকে
‘ইংরেজি ডিকশনারির জনক' বলা হয়।
দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার
গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এটি ১৯৯৬
সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।
দক্ষিণ এশিয়ায় তৃতীয় আর বিশ্বের ১৩তম দেশ
হিসেবে বাংলাদেশ ২১ মার্চ, ২০২২ সালে Ultra Super
Critical Technology ব্যবহার করে পায়রা তাপ বিদ্যুৎ
কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্ৰ’ বাংলাদেশের সবচেয়ে বড়
কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর উৎপাদন ক্ষমতা
১৩২০ মেগাওয়াট। এটি পটুয়াখালী জেলায় কলাপাড়া
উপজেলার ধানখালী এলাকায় অবস্থিত। ২০১৬ সালে
এখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
আর ২১ মার্চ, ২০২২ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এটি উদ্বোধন করেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-
সামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ
বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় সরকার বিদ্যুৎ বিভাগকে
স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রদান করে।
নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ। এটি চীন থেকে পূর্ব-পশ্চিম-দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর) নির্মাণের ঘোষণা দেন। প্রথমদিকে এই যৌথ প্রকল্পের নামকরণ করা হয় ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর)। ২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) রাখা হয়।
বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত (Infrared) সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থিত গ্রিন হাউস গ্যাসগুলো হলো: - কার্বন ডাই অক্সাইড (CO2), - মিথেন (CH4), - নাইট্রাস অক্সাইড (N2O), - ওজোন (O3) - জলীয় বাষ্প (Water Vapor) ও - ক্লোরো ফ্লোরো কার্বন (CFCs)।
বিশ শতকের বিখ্যাত পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব
গবেষণা কেন্দ্রের প্রধান স্টিফেন হকিং ৮ জানুয়ারি, ১৯৪২
সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে প্রকাশিত
তাঁর বিখ্যাত গ্রন্থ A Brief History of Time. এ গ্রন্থে
তিনি ‘বিগব্যাঙ' তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন।
তিনি ১৪ মার্চ, ২০১৮ সালে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।
পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী। ১৯৬২ সালে মিয়ানমারে সামরিক শাসন জারি হলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয় এবং ১৯৮২ সালে নাগরিকত্ব হারিয়ে গন্তব্যহীন হয়ে পড়ে। ১৯৭৮ সালে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক অপারেশন ‘ড্রাগন কিং’ পরিচালিত হয়। এই নির্যাতনের ফলে ১৯৭৮ সালে প্রথম রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে। সর্বশেষ ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে সাত লাখ (মোট প্রায় ১০ লাখ) বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ১১ নভেম্বর, ২০১৯ সালে ‘দি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)' এ মামলা দায়ের করে আফ্রিকার মুসলিম দেশ গাম্বিয়া। ১০ ডিসেম্বর, ২০১৯ সালে এ মামলার শুনানি শুরু হয়। শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারি তাম্বাদু ও মিয়ানমারের পক্ষে অংসান সুচি। ২৩ জানুয়ারি, ২০২০ আইসিজে মামলার রায় প্রদান করে। এ রায়ে আইসিজে মিয়ানমারকে গণহত্যা বন্ধ করা সহ ৪টি নির্দেশনা দেয়।
১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে ‘ব্রেটন উডস অনুষ্ঠিত হয়। এতে ৪৪টি দেশ অংশগ্রহণ করে। বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যব যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক (World Bank, IMF, ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয়। ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে; এর ভিত্তিতেই IMF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এনারহোদার শহরে
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। এটি
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
ইউক্রেনের এক-চতুর্থাংশ বিদ্যুৎ এই কেন্দ্র থেকে সরবরাহ
করা হয়ে থাকে।
২০১২ সালে আফ্রো-আমেরিকান কিশোরী ট্রেভন
মার্টিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসামী জর্জ
জিম্মারম্যানকে খালাস দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায়
Black lives matter হ্যাশট্যাগটি ব্যবহার করে ২০১৩
সালে আন্দোলন শুরু হয়। এটি বর্ণবাদ বিরোধী অনলাইন
ভিত্তিক আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় এ আন্দোলনের
সূত্রপাত করেন অ্যালিসিয়া গারজা, প্যাট্রিস কুলারস এবং
ওপাল তোমেটি।
Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। - এ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয়। - ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। - ইন্টারনেট এর শব্দগত বিশ্লেষণ করলে তাকে International Network এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পাওয়া যায়। - প্রথম নেটওয়ার্ক হলো Advance Research Projects Agency Network (ARPANET) যা ১৯৬৯ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর চালু করে। - ১৯৯৪ সালে ARPANET এর পরিবর্তে Internet শব্দটি ব্যবহৃত হয়।
-Worldwide Interoperability Microwave Access (WiMAX) একটি উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। -এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.161 WiMAX এর মাধ্যমে WMAN নেটওয়ার্ক তৈরি করা হয়।
Hypertext Transfer Protocol Secure
(HTTPS) হচ্ছে ওয়েব ডাটা ট্রান্সফার করার জন্য একটি
প্রটোকল। এটি ওয়েবসাইটের মধ্যে ডেটা ট্রান্সফারে
নিরাপত্তা বাড়ানোর জন্য encrypted করে। এর ফলে
ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে কোন ব্যক্তি ডেটা পড়তে পারে
না। অন্যদিকে, FTP (File Transfer Protocol) হলো
একটি নেটওয়ার্ক প্রটোকল, যা কোনো কম্পিউটার
নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কম্পিউটার ফাইল
স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়। কম্পিউটার নেটওয়ার্কের
জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে protocol.
ইন্টানেটে বহুল ব্যবহৃত প্রটোকল হচ্ছে Transmission
Control protocol/ internet protocol (TCP/IP). এ
protocol-টি ১৯৮২ সালে উদ্ভাবিত হয়। TCP/IP
প্রটোকলে ৪টি স্তর রয়েছে।
ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন এক ধরনের
সফটওয়্যার, যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত থাকে। এতে
সোর্স কোড উন্মুক্ত থাকায় ব্যবহারকারী সফটওয়্যারটিকে
পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে। Google
Chrome, VLC Media Player, Mozilla Firefox,
GIMP, Linux Operating System, Open Office
ইত্যাদি ওপেন সোর্স সফটওয়্যারের উদাহরণ। অন্যদিকে,
Microsoft Windows, Zoom, Adobe Photoshop.
Mac OS, HP-Unix ইত্যাদি Closed Source Software এর উদাহরণ।
অপারেটিং সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার,
যা কম্পিউটারের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে। MS DOS,
OS/2. MS Windows NT, CP/M. XENIX প্রভৃতি
হলো অপারেটিং সিস্টেম। আর C হলো তৃতীয় প্রজন্মের
উচ্চতর ভাষা।
- শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল পরিবর্তন। এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হয়। ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।
- ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে যায়।
- ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার শিল্প উৎপাদনে এক নতুন গতির সঞ্চার করে, যা দ্বিতীয় শিল্পবিপ্লব নামে। পরিচিত। এ বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানাগুলো তড়িৎ ও আসেম্বলি লাইনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করে।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের ব্যাপ্তি ছিল উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত।
- মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা ঘটে ১৯৬০ এর দশকে। তৃতীয় শিল্প বিপ্লবকে কম্পিউটার বিপ্লবও বলা হয়। সেমি কনডাক্টর, মেইনফ্রেম কম্পিউটার ও ইন্টারনেট এ বিপ্লবের ধারক ও বাহক।
- ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার তৃতীয় শিল্পবিপ্লবকে চূড়ান্ত গতি দান করে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)
সংবিধিবদ্ধ সরকারি সংস্থা, যার দায়িত্ব হলো বাংলাদেশের
গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বিআরইবি দেশে
৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এই কাজ পরিচালনা
করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ২৯
অক্টোবর, ১৯৭৭ সালে গঠিত হয় এবং ১৯৭৮ সালে
কার্যক্রম শুরু করে। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।
এটি দেশের প্রধান ও সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণকারী সংস্থা।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।