পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেত্রকোনা (মিটার রিডার কাম মেসেঞ্জার) - ০৬.০৯.২০২৪ (60 টি প্রশ্ন )
আমরা জানি,
সাইকেলের চাকায় উৎপন্ন মোট কোণের পরিমাণ ৩৬০º 

∴নির্ণেয় শলার সংখ্যা = ৩৬০º/১৫ = ২৪ টি  
৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু'ই নহবে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজার সময়।

৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু =  ৮৪০ সেকেন্ড
= ৮৪০/৬০ মিনিট [যেহেতু ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ১৪ মিনিট
দেওয়া আছে, মুনাফার r = ১০%
আসল P = ৩০০০ টাকা
সময় n = ১ বছর

আমরা জানি,
সুদাসল, C = P(1 + r)n
              = ৩০০০ (১ + ১০/১০০)
             = ৩০০০ × ১.১
             = ৩৩০০ টাকা।
দেওয়া আছে,
a(x - a) = b(x - b)

বা, ax - a² = bx - b²

বা, ax - bx = a² - b²

বা, x(a - b) = (a + b)(a - b)
 
বা, x = a + b
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫
ধরি, কোণগুলো হল ৩ক, ৪ক, ৫ক

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

∴ ৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = ১৮০/১২ = ১৫°

অতএব, ক্ষুদ্রতম কোণটির মান = ৩ক = (৩ × ১৫°) = ৪৫°
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = r
বৃত্তের ব্যাসার্ধ = r/2

অতএব, ক্ষেত্রফল = π(r/2)² = π × r²/4 = πr²/4
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
- বৃত্তস্থ সামন্তরিক বলতে এমন একটি সামন্তরিক বোঝায়, যার সব কোণ সমকোণ হয়।
- শুধুমাত্র আয়তক্ষেত্রই একটি সামন্তরিক, যার চারটি কোণ ৯০° এবং সেটি একটি বৃত্তে আঁকা যায় (অর্থাৎ আয়তক্ষেত্রের চারটি কোণই পরস্পর সম্পূরক)।
- অন্যদিকে, রম্বস এবং সাধারণ সামন্তরিকের কোণ ৯০° নাও হতে পারে। তাই বৃত্তস্থ সামন্তরিক = আয়তক্ষেত্র।
মনে করি, দ্বিতীয় সংখ্যাটি = ক
তাহলে, প্রথম সংখ্যাটি = ২ক
তৃতীয় সংখ্যাটি = ৪ক 
প্রশ্নমতে,
(২ক+ক+৪ক)/৩ = ৫৬
⇒ ৭ক/৩ = ৫৬
⇒ ৭ক = ৫৬*৩
⇒ ৭ক = ১৬৮
⇒ ক = ১৬৮/৭ 
⇒ ক = ২৪
∴ দ্বিতীয় সংখ্যাটি = ২৪
প্রথম সংখ্যাটি = ২*২৪ = ৪৮ 
তৃতীয় সংখ্যাটি = ৪*২৪ = ৯৬ 
সুতরাং, ছোট সংখ্যাটি = ২৪ 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনে করি, বৃত্তটির ব্যাসার্ধ = r
প্রশ্নমতে, πr² = ৩১৪
বা, ৩.১৪ × r² = ৩১৪
বা, r² = ১০০
বা, r = ১০

ব্যাস = ২r = ২ × ১০ = ২০ সে.মি.
মনে করি,
নির্ণেয় শতকরা = x

প্রশ্নমতে, ২০ এর x% = ১ এর ২০%

বা, ২০ χ  x/১০০ = ১ χ ২০/১০০

বা, x/৫ = ১/৫

বা, x = ১

 নির্ণেয় শতকরা = ১%
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি 
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
দেয়া আছে, x - 1/x = 4
∴ x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2 . x2 . 1/x2
= (x2 + 1/x2)2 - 2
= {(x - 1/x)2 + 2 . x . 1/x}2 - 2 
= (42 + 2 )2 -2
= (18)2 - 2
= 324 - 2
= 322 
দুইটি কোণের পরিমাপের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°

∴ ৫০ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৫০° = ৪০° 
১ম পদ = ৭
২য় পদ = ৭ + ৩ = ১০
৩য় পদ = ১০ + ৬ = ১৬
৪র্থ পদ = ১৬ + ১২ = ২৮
৫ম পদ = ২৮ + ২৪ = ৫২
৬ষ্ঠ পদ = ৫২ + ৪৮ = ১০০ 
a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - {-1}
= a + 1
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৩০ × অপর সংখ্যা = ১৫ × ৯০
অপর সংখ্যা = (১৫ × ৯০)/৩০ = ৪৫
- কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)।
- মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে।
- এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।

- রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়।
- যেমন: নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL), উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও ট্রাই-গ্লিসারাইড (Tryglyceride)।

- LDL-কে খারাপ কোলেস্টেরল বলা হয়।
- কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

- HDL-কে ভালো কোলেস্টেরল বলা হয়।
- এটি হৃদরোগের ঝুঁকি কমায়।

- ট্রাই-গ্লিসারাইড চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে।
- মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ার মেলানিনের ‍উপস্থিতির উপর।
- চামড়ার মেলানোসাইট নামক একপ্রকার কোষ মেলানিন তৈরি করে।
- চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।
- এটাই অ্যালবিনিজম নামে পরিচিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO
- এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত।
- পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস,শামুক,ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান।
- অ্যাড্রিনালিন হরমোনের অভাবে গায়ের লোম খাড়া হয়ে যায়।
- এটি অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষারিত হয় এবং আপদকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।
- তাই এটিকে আপদকালীন হরমোন বলা হয়।
অনুচ্ছেদ কোর্ট অব রেকর্ড বলা হয় কেও আদালত অবমাননা বা আদালত প্রসঙ্গে কটূক্তি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার। বাংলাদেশের সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে এই এখতিয়ার দেওয়া হয়েছে।
 
বিচার বিভাগ থেকে বেশিরভাগ শর্টনোট এসে থাকে। এই বিভাগের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো হলো-
৯৪. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
৯৫. সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা
১০২. রীট
১০৩. আপীল বিভাগের এখতিয়ার
১০৮. কোর্ট অব রেকর্ড

- বিভিন্ন ধরনের মূল্যবোধের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম।
- নৈতিকতা, সহমর্মিতা, আত্মসংযম, পরমত সহিষ্ণুতা গণতান্ত্রিক মূল্যবোধের বৈশিষ্ট্য।
- মূলত উদারতাবাদ নামক মতবাদ থেকেই এর উৎপত্তি।

- অধ্যাপক জর্জ এইচ সেবাইন বলেন-ব্যক্তিস্বাধীনতা, আইনি সুরক্ষা এবং সাংবিধানিক রাষ্ট্রীয় ব্যবস্থার তত্ত্ব ও অনুশীলন হচ্ছে উদারতাবাদ।
- মানুষের মানবিক ব্যক্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা সহজাত যুক্তিবোধ ও গুণ এবং পারস্পরিক সম্মতিসহ এমন আরো কয়েকটি গুণের চর্চাই হলো উদারতাবাদ।
- যার সবকটিই গণতান্ত্রিক মূল্যবোধ।
- গণতন্ত্র ব্যর্থ হওয়ার পেছনে গণতান্ত্রিক মূল্যবোধের অভাবকেই দায়ী করা হয়।
- বাংলাদেশে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম ২০২১ সালের ২৭ জানুয়ারি শুরু হয়
- প্রথম টিকা দেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে।
- এই টিকা ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা- কোভিশিল্ড।
- ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি যৌথভাবে তৈরি করেছে।
দেশ - আইনসভাঃ 
• ইসরাইল - নেসেট
• যুক্তরাজ্য, কানাডা - পার্লামেন্ট
• জাপান - ডায়েট
• ইতালি - সিনেট
- "কাইজার" শব্দটি জার্মান সাম্রাজ্যের সম্রাটদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল, যা ছিল একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যা ১৮৭১ থেকে ১৯১৮ সাল পর্যন্ত বিদ্যমান ছিল।
- জার্মান সাম্রাজ্যের সম্রাটরা আনুষ্ঠানিকভাবে "সম্রাট" নামে পরিচিত ছিলেন। 
- শক্তিশালী ইউরোপীয় রাষ্ট্রের শাসক ছিলেন যা বর্তমানে আধুনিক জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ডের কিছু অংশ এবং অন্যান্য অঞ্চল অন্তর্ভুক্ত করে।

- জার্মান সাম্রাজ্য ১৮৭১ সালে অটো ভন বিসমার্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- প্রথম কায়সার, বা সম্রাট ছিলেন উইলহেলম প্রথম, যিনি ১৮৭১ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন।
- তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর পুত্র, তৃতীয় ফ্রেডরিখ, যিনি ক্যান্সারে অকাল মৃত্যুর কারণে মাত্র ৯৯ দিন রাজত্ব করেছিলেন।
- সবচেয়ে সুপরিচিত এবং বিতর্কিত কায়সার ছিলেন দ্বিতীয় উইলহেম, যিনি ১৮৮৮ থেকে ১৯১৮ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং যিনি প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ঘটনাগুলির সাথে ব্যাপকভাবে জড়িত ছিলেন।
- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২২ নভেম্বর, ১৯৬৫ সালে United Nations Development Programme (UNDP) প্রতিষ্ঠা লাভ করে।

- এ সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত
- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।

- মানব উন্নয়ন সূচক (Human Developmant Index-HDI) হলো বিশ্বের সকল দেশসমূহের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয় প্রভৃতির তুলনামূলক সূচক।
- মানব উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতিবছর United Nations Development Programme (UNDP) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- ১৯৯০ সালে পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুব উল হক ও ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মানব উন্নয়ন সূচক তৈরি করেন।
বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে।
যথা:
(১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)
(২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
(৩) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি)
(৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো)
(৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)
(৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যা 'স্বস্তি পরিষদ' নামে পরিচিত । 
অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় ।
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ ।

- জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫-২৬ মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ অস্থায়ী সদস্যকে নির্বাচিত করেছে। দেশগুলো হলো: পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্ক ভোটাভুটিতে জয়লাভ করে।
- নতুন নির্বাচিত সদস্যরা ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে কাজ করবে।
- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য।
- এছাড়াও নিরাপত্তা পরিষদে রয়েছে দুই বছরের জন্য নির্বাচিত ১০ অস্থায়ী সদস্যও। প্রতি বছর পাঁচজন করে নির্বাচিত হন। তারা আগের ১০ জনের মধ্যে পাঁচজনের জায়গায় অবস্থান নেন। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র হলো দেশের প্রথম কয়লা নির্ভর তাপ বিদ্যুৎকেন্দ্র।
- এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত ভবানীপুরের বড়পুকুরিয়ায় অবস্থিত।
- এর উৎপাদিত বিদ্যুৎ ২০০৬ সালে জাতীয় গ্রিডে যুক্ত হয়।
- বর্তমানে ২টি ইউনিটের মাধ্যমে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0