পল্লী বিদ্যুতায়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা - ১8.০৯.২০১৫ (50 টি প্রশ্ন )

2/3 = 0.666667

A) 33/50 = 0.660000 (ছোট)
B) 8/11 = 0.727273 (বড়)
C) 3/5 = 0.600000 (ছোট)
D) 3/17 =  (ছোট)


ধরি ,সুদের হার r%
∴ (৫০০×৪×r/১০০)+(৬০০×৫×r/১০০)=৫০০
বা , ২০r +৩০r =৫০০
বা , r = ৫০০/৫০
∴ r =১০


৩ দিনে ১/২৭ অংশ কাজ হলে,
১ অংশ কাজ করতে সময় লাগে = ৩ ÷ ১/২৭ দিন

= ৩ × ২৭ দিন

= ৮১ দিন


১ অংশ কাজ করতে সময় লাগে ৮১ দিন।

∴ ৩ অংশ কাজ করতে সময় লাগে = ৮১ × ৩ দিন = ২৪৩ দিন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটি হলো যথাক্রমে ৭৯ এবং ৬১।

অতএব, তাদের বিয়োগফল হবে (৭৯-৬১) = ১৮
মনে করি ,বৃত্তের ব্যাসার্ধ =r
এবং          ''    ব্যাস    =2r

অতএব, বৃত্তের ক্ষেত্রফল = πr²

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে নতুন ব্যাস
=৩×২r
=৬r

নতুন বৃত্তের ব্যাসার্ধ =৬r/২=৩r

নতুন বৃত্তের ক্ষেত্রফল
= π(৩r)²
= ৯πr²
= ৯× প্রথম বৃত্তের ক্ষেত্রফল
                              

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।



- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় (International Network) ইন্টারনেট।
- প্রথম নেটওয়ার্ক হলো- Advance Research Projects Agency Network (ARPANET) যা ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর চালু করে।
- ১৯৯৪ সালে ARPANET এর পরিবর্তে Internet শব্দটি ব্যবহৃত হয়। আর ৪ জুন, ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়।
- ইন্টারনেটের জনক ভিন্টন গ্রে কার্ফ।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন





- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
- আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
- মোট জনসংখ্যা: ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (২০২৩ সালের শুমারি অনুসারে)
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন/বর্গ কি.মি
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক): ৭৭.৯% (নারী-৮০.১%) (পুরুষ-৭৫.৮%)।
- মাথাপিছু জাতীয় আয় - ২৭৮৪ মার্কিন ডলার

বাংলাদেশে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা:
- সরকার কর্তৃক ঘোষিত আয় যা অতিক্রম করলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
- সাধারণ ব্যক্তি করদাতা : ৩৫০০০০ টাকা,
- মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৪০০০০০ টাকা,
- প্রতিবন্ধি করদাতা : ৪৭৫০০০ টাকা,
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৫০০০০০ টাকা,
- তৃতীয় লিঙ্গ : ৪৭৫০০০ টাকা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0