ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি (মিটার রিডার কাম মেসেঞ্জার) - ২৭.০৯.২০২৪ (59 টি প্রশ্ন )

০.২ × ০.০২ × ০.০০২
= ০.০০০০০৮
২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা  
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ = ১৫০ টাকা

a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - {-1}
= a + 1
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা ১০০
তিন অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯ 
০.১ × ০.০১ × ০.০০১
= ০.০০০০০১
১০৫০ টাকার ৮%
= ১০৫০ টাকার ৮/১০০
= ৮৪ টাকা
১০০ টাকার ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকার ১ মাসের সুদ ৬/(১০০x১২)
১০০০০ টাকার ৯ মাসের সুদ = (৬x১০০০০x৯)/(১০০x১২)
= ৪৫০ টাকা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা ০.০০৭

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২/৫ এর ২৫%
= (২/৫) x (২৫/১০০)
= ১/১০
= ০.১ 
১ ডজন = ১২টি। 

৫৪ টাকায় ডিম পাওয়া যায় = ১২টি
৪৫ টাকায় ডিম পাওয়া যায় = (১২ × ৪৫)/ ৫৪টি
                                 = ১০টি 
৮, ১৩, ২১, ৩৪ ............. এটি একটি ফিবোনাক্কি ধারা।
∴ পরের পদ = ২১ + ৩৪ = ৫৫
দেওয়া আছে, 
বৃত্তের ব্যাস = ৪ ফুট
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা বৃত্তের ব্যাসার্ধ। 

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৪/২ = ২ ফুট
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট।
- সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)।

সহজে মনে রাখার জন্য:
১-১০: (২, ৩, ৫, ৭) [৪টি]
১১-২০: (১১, ১৩, ১৭, ১৯) [৪টি]
২১-৩০: (২৩, ২৯) [২টি]
৩১-৪০: (৩১, ৩৭) [২টি]
৪১-৫০: (৪১, ৪৩, ৪৭) [৩টি]
৫১-৬০: (৫৩, ৫৯) [২টি]
৬১-৭০: (৬১, ৬৭) [২টি]
৭১-৮০: (৭১, ৭৩, ৭৯) [৩টি]
৮১-৯০: (৮৩, ৮৯) [২টি]
৯১-১০০: (৯৭) [১টি]
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ৩ = ৬
৩য় পদ = ৬ + ৫ = ১১
৪র্থ পদ = ১১ + ৭ = ১৮
৫ম পদ =১৮ + ৯ = ২৭
৬ষ্ঠ পদ = ২৭ + ১১ = ৩৮
ধারাটির প্রথম পদ a = ১
সাধারণ অন্তর d = ১
শেষ পদ = ৩০  

আমরা জানি,
১ থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + ১)/২  

∴ ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৩০ × (৩০ + ১)}/২ 
= (৩০ × ৩১)/২ 
= ৯৩০/২ 
= ৪৬৫ 
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩৮১ - ক = ক - ৩০১
বা, ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
∴ ক = ৩৪১
যেকোনো সংখ্যা দ্বারা গুণ করলে ফলাফল সর্বদা হয়।
- যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ বলে।
যেমন -বায়ু, পানি, সমুদ্র স্রোত ও সৌরশক্তি,বায়োগ্যাস ।

- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ বলে।
যেমন -প্রাকৃতিক গ্যাস ও কয়লা ,তেল (ডিজেল) 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কার্বন ,হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়।
- শর্করা বর্নহীন ,গন্ধহীন ,এবং মিষ্টি স্বাদযুক্ত ।
- শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে।
- জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়,সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারনের ফলে উৎপন্ন হয়।

নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই। 
- আধুনিক কম্পিউটার প্রযুক্তির অগ্রগতির পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান - ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি।
- কম্পিউটারের মূল মেমোরি বা প্রাইমারি মেমোরি তৈরি করা হয় একটি বিশেষ পদার্থ দিয়ে, যার নাম সিলিকন।
- ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে উপাদানটি, তা হলো সিলিকন।
- কম্পিউটারের চিপ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন নামক মৌলটিকে।
- সিলিকনের বৈশিষ্ট্যগুলো তাকে করেছে অনন্য: এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী, সহজেই পাওয়া যায়, এবং অন্যান্য উপাদানের সাথে সহজেই মিশ্রিত করা যায়।
- এই কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকন ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- GPT stands for: Generative Pre-trained Transformer. 

- Chat Generative Pre-trained Transformer (ChatGPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়‍্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট।
- স্যাম অল্টম্যান এর প্রতিষ্ঠাতা।
- ওপেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠান (ওপেনএআই) এটি তৈরি করে।
- ১৯৬৮ সালে সালের নভেম্বর মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে উঠে এক দুর্বার আন্দোলন যা উনসত্তের গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ দফা কর্মসুচিতে ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে নিহত হন।
- এরপর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালনের মধ্যে দিয়ে ঢাকায় সর্বস্তরের মুক্তিপাগল জনগ্ণনের অংশগ্রহণের মাধ্যেমে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়।
- এর পর থেকে ২৪ জানুয়ারি প্রতি বছর গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়।
- আইয়ুব খান বিরোধী এ আন্দোলনে নিহত হওয়ায় তৎকালীন আইয়ুব গেট এর নাম পরিবর্তন করে শহিদ আসাদের নামে করা হয় আসাদ গেট।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি দেশের সবচেয়ে বড় একক প্রকল্প।
- এটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
- মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ অর্থ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা ১২০০ মেগা ওয়াট।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম-২৩৫।
- পারমাণবিক জ্বালানি সরবরাহ করছে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান টিভিইএল ফুয়েল কম্পানি।
- টিভিইএল ফুয়েল কম্পানি রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করে।
- সেদিন থেকে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের মর্যাদা পায় বাংলাদেশ। 
- প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান অঙ্গ ও তিনি সরকার প্রধান।
- বাংলাদেশ প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর হাতে।
- জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।
- বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। 
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- সংবিধানের ৬৫(১) অনুযায়ী 'জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলি সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন- ক্ষমতা সংসদের উপর ন্যাস্ত থাকবে।
- বাংলাদেশের জাতীয় সংসদ এককক্ষ বিশিষ্ট।
- এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০ জন,
- যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং
- অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। 
- BJRI (Bangladesh Jute Resarch Institute) ঢাকায় অবস্থিত পাট গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে,
- BPDB, DESCO ও BREB সংস্থাগুলো দেশে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সাথে জড়িত।
- পৃথিবীর বৃহত্তম হ্রদ 'কাস্পিয়ান সাগর' এশিয়া মহাদেশে অবস্থিত।
- এর উত্তরে কাজাখস্তান, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণ পূর্বে তুর্কমেনিস্তান অবস্থিত।
- একে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদও বলা হয়।

- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) হল একটি খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।

- এটি বঙ্গোপসাগরে অবস্থিত। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমদিকে অবস্থিত।

- গঙ্গা খাদ নামেও পরিচিত।

- এটির প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, যেখানে তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি কোণে হেলানো। মহীসোপানের কিনারায় এর গভীরতা প্রায় ১,২০০ মিটার।

- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত সৃষ্টি করে বেঙ্গল ফ্যানে ফেলে। এই ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত হয়েছে।

(উৎস: বাংলাপিডিয়া)


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার।
- বাংলা ভাষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' প্রবর্তন করা হয়।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0