- সূর্যোদয়ের দেশ : জাপান - নিশীথ সূর্যের দেশ / ধীবরের দেশ : নরওয়ে - ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ : ইতালি - হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড - ম্যাপল পাতার দেশ : কানাডা - দক্ষিণের গ্রেট ব্রিটেন : নিউজিল্যান্ড
- ড্রোন হচ্ছে মানুষ ছাড়াই চলে এমন একটি আকাশযান। - ভূমি থেকে একজন ড্রোনকে নিয়ন্ত্রণ করে। - ড্রোন মূলত আকাশসীমা পাহাড়া দেওয়া এবং আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়। - যেমন: কুড়ি (কোলভাষা), পেট (তামিল), চুলা (মুণ্ডারী), কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, টেংরা ইত্যাদি।
আনারস- পর্তুগিজ শব্দ; উকিল- আরবি শব্দ; কাগজ- ফারসি শব্দ ।
৪০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা। ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা। ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ৫)/১০০ টাকা। = ৭ টাকা
৭ টাকায় বিক্রয় করতে হবে ২টি কমলা ১ টাকায় বিক্রয় করতে হবে ২/৭ টি কমলা ৩৫ টাকায় বিক্রয় করতে হবে (২ × ৩৫)/৭ টি কমলা = ১০টি কমলা
- Facebook সামাজিক নেটওয়ার্কিং সাইট। - ২০০৪ সালে মার্ক জাকারবার্গ, ডাসটিন মস্কোভিচ ও হিউজেস মিলে এটি তৈরি করেন । - এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। - ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। - ন্যাটোর বর্তমান সদস্য ৩২ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি । - এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে ) - ন্যাটোভুক্ত ৩২ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া ) - সুইডেন ন্যটোর সর্বশেষ সদস্য। (৭ মার্চ, ২০২৪) - বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর - টোকিও, জাপান। - মেট্রো এলাকাটি জাপানের মোট জনসংখ্যার প্রায় 30% বাস করে।
বিশ্বের দশটি বৃহত্তম মেট্রো এলাকা হল:
টোকিও , জাপান - 36.5 মিলিয়ন দিল্লি , ভারত - 30.1 মিলিয়ন জাকার্তা , ইন্দোনেশিয়া - 29.8 মিলিয়ন সাংহাই , চীন - 26.9 মিলিয়ন ম্যানিলা , ফিলিপাইন - 25.0 মিলিয়ন সিউল , দক্ষিণ কোরিয়া - 24.3 মিলিয়ন কায়রো - 23.5 মিলিয়ন কলকাতা , ভারত - 23.1 মিলিয়ন মুম্বাই , ভারত - 22.3 মিলিয়ন সাও পাওলো - 21.7 মিলিয়ন
- তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। - ১৯১২ সালে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্ব-শাসিত অঞ্চল। - পরবর্তীতে ১৯৫১ সালে চীন তিব্বতের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। - তিব্বতের রাজধানী লাসা। এটি বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। - তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারও প্রবেশ করার অনুমতি না থাকায় এটি নিষিদ্ধ নগরীর তকমা/ পরিচিতি পেয়ে গেছে।
- ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক মুশফিকের। - ১৪৯ ইনিংস লেগেছে তাঁর পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব মুশফিকুর রহিমের। - মুশফিক ছাড়াও বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি (২০৬) করেন। - ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান (২১৭ রান) করেন।
- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়। - এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। - এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়। - অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়। - আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- যথাঃ লোহিত রক্তকণিকা , শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা । - রক্তের উপাদান দুই প্রকার । যথা -রক্তরস ৫৫ % এবং রক্তকণিকা ৪৫%।
- মানবদেহে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। - এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। - লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এর গড় আয়ু ১২০ দিন। - মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো। - পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ। - উল্লেখ্য, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । - ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন । - এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন । - এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে । এই রেখার মান 0o । - এই রেখার সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্যান্য সময় গণনা করা হয় । - পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে ।
- দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)। - এটি ২০০৫ সালে গঠিত হয়। - এটি মূলত রাজশাহী ও রংপুর বিভাগের শহর ও নগরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে । - অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সমগ্র দেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। - এটি ১৯৭৭ সালে গঠিত হয়।
- যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current) বলে। - আমাদেরে দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে। - অর্থাৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম। - প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল। - তখন এর নাম ছিল পানাম নগর। - ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
- বাংলাদেশের রাষ্ট্রপতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৭ (অধ্যাদেশ নং ৫১) জারি করেন। - এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) প্রতিষ্ঠিত হয়। - বাপবিবো ১৯৭৮ সালে কার্যক্রম শুরু করে। - ২০১৩ সালে অধ্যাদেশটি রহিত করা হয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩ জারি করা হয়।
শ্রুতি সীমা: মানুষ যে কম্পাঙ্কের শব্দ শুনতে পায় তার সীমা হলো শ্রুতি সীমা। কম্পাঙ্ক: শব্দের তরঙ্গের কতবার উপরে-নিচে ওঠানামা হয় তাকে কম্পাঙ্ক বলে। ডিবি (Decibel): শব্দের তীব্রতা (loudness) পরিমাপের একক।
- মানুষ সাধারণত ২০ থেকে ২০,০০০ হার্জ (Hz) কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। - ২০ হার্জের কম কম্পাঙ্কের শব্দ আমরা অনুভব করি কিন্তু শুনতে পাই না। - ২০,০০০ হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না।
কিন্তু শব্দের তীব্রতা ১০৫ ডিবি সীমার উপরে হলে: - মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে: তীব্র শব্দের তরঙ্গ কানের ভেতরের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং মস্তিষ্কে শব্দের সংকেত পাঠাতে বাধা দেয়। - বধির করে দিতে পারে: দীর্ঘক্ষণ তীব্র শব্দের সংস্পর্শে থাকলে স্থায়ী বধিরতা হতে পারে।
উদাহরণ: বিমানের ইঞ্জিনের শব্দ: ১২০ ডিবি পর্যন্ত তীব্র হতে পারে। রক কনসার্ট: ১০০ ডিবি পর্যন্ত তীব্র হতে পারে।
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯ ৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১ ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে= ৭৯ - ৬১ = ১৮
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।