বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইন ক্রু; (লেভেল-১) - ১৫.০৭.২০২৩ (60 টি প্রশ্ন )
- সূর্যোদয়ের দেশ :  জাপান
- নিশীথ সূর্যের দেশ / ধীবরের দেশ : নরওয়ে 
- ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ : ইতালি
- হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড
- ম্যাপল পাতার দেশ : কানাডা
- দক্ষিণের গ্রেট ব্রিটেন : নিউজিল্যান্ড
- ড্রোন হচ্ছে মানুষ ছাড়াই চলে এমন একটি আকাশযান।
- ভূমি থেকে একজন ড্রোনকে নিয়ন্ত্রণ করে।
- ড্রোন মূলত আকাশসীমা পাহাড়া দেওয়া এবং আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়।
- যেমন: কুড়ি (কোলভাষা), পেট (তামিল), চুলা (মুণ্ডারী), কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, টেংরা ইত্যাদি।

আনারস- পর্তুগিজ শব্দ;
উকিল- আরবি শব্দ;
কাগজ- ফারসি শব্দ ।
ধরি,
আসল = ৪ টাকা
মুনাফা = ৪ এর ১/৪ = ১ টাকা
মুনাফা-আসল = ৪ + ১ = ৫ টাকা

এখন,
মুনাফা-আসল ৫ টাকা হলে আসল = ৪ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৪/৫ টাকা
মুনাফা-আসল ১২৫০ টাকা হলে আসল = (৪ × ১২৫০)/৫
                                               = ১০০০ টাকা
অপর কোণ = ১৮০° - (৩৫°+৫৫°)
               = ১৮০° - ৯০°
               = ৯০° 
অতএব, ত্রিভুজটি সমকোণী। 
মিতা একটি কাজ করতে পারে ১০ দিনে
মিতা ১ দিনে করতে পারে ১/১০ অংশ।

রিতা ঐ কাজ ১৫ দিনে করতে পারে
রিতা ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।

মিতা ও রিতা একত্রে ১ দিনে করতে পারে,
(১/১০) + (১/১৫)
= (৩ + ২)/৩০
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

মিতা ও রিতা একত্রে ১/৬ অংশ কাজ করতে পারে = ১ দিনে
সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (৬/১)/১ = ৬ দিনে
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা।
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা।
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ৫)/১০০ টাকা।
                                        = ৭ টাকা

৭ টাকায় বিক্রয় করতে হবে ২টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে ২/৭ টি কমলা
৩৫ টাকায় বিক্রয় করতে হবে (২ × ৩৫)/৭ টি কমলা
                                  = ১০টি কমলা
মনেকরি,
২৫ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় = ক টাকা
ক্রয়মূল্য = ২৫ + ক

৩৫ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ক টাকা
ক্রয়মূল্য = ৩৫ - ক

প্রশ্নমতে,
২৫ + ক = ৩৫ - ক
বা, ক + ক = ৩৫ - ২৫
বা, ২ক = ১০
বা, ক = ৫

∴ ক্রয়মূল্য = ২৫ + ৫ = ৩০ টাকা।
x + y = 7 
xy = 10 

এখন
(x - y)2 = (x + y)2 - 4xy 
            = 72 - 4 × 10
            = 49 - 40 
            = 9

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Facebook সামাজিক নেটওয়ার্কিং সাইট।
- ২০০৪ সালে মার্ক জাকারবার্গ, ডাসটিন মস্কোভিচ ও হিউজেস মিলে এটি তৈরি করেন ।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। 
- ন্যাটোর বর্তমান সদস্য ৩২ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩২ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- সুইডেন ন্যটোর সর্বশেষ সদস্য। (৭ মার্চ, ২০২৪)
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

- পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর - টোকিও, জাপান।
- মেট্রো এলাকাটি জাপানের মোট জনসংখ্যার প্রায় 30% বাস করে।

বিশ্বের দশটি বৃহত্তম মেট্রো এলাকা হল:

টোকিও , জাপান - 36.5 মিলিয়ন
দিল্লি , ভারত - 30.1 মিলিয়ন
জাকার্তা , ইন্দোনেশিয়া - 29.8 মিলিয়ন
সাংহাই , চীন - 26.9 মিলিয়ন
ম্যানিলা , ফিলিপাইন - 25.0 মিলিয়ন
সিউল , দক্ষিণ কোরিয়া - 24.3 মিলিয়ন
কায়রো - 23.5 মিলিয়ন
কলকাতা , ভারত - 23.1 মিলিয়ন
মুম্বাই , ভারত - 22.3 মিলিয়ন
সাও পাওলো - 21.7 মিলিয়ন

সোর্সঃ World Population Review
- তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- ১৯১২ সালে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্ব-শাসিত অঞ্চল।
- পরবর্তীতে ১৯৫১ সালে চীন তিব্বতের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।
- তিব্বতের রাজধানী লাসা। এটি বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত।
- তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারও প্রবেশ করার অনুমতি না থাকায় এটি নিষিদ্ধ নগরীর তকমা/ পরিচিতি পেয়ে গেছে।
- ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক মুশফিকের।
- ১৪৯ ইনিংস লেগেছে তাঁর পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে।

- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব মুশফিকুর রহিমের।
- মুশফিক ছাড়াও বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি (২০৬) করেন।
- ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান (২১৭ রান) করেন।
আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ- আহ্বান, নিমন্ত্রণ, আবাহন, সম্বোধন, ভোজে আমন্ত্রণ।
✔মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৪  ডিগ্রি ফারেনহাইট।

✔শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি এবং তখন জ্বর হয়েছে বলে ধরা হয়।
- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।
- এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- মানুষের শরীরে ৩ ধরনের রক্ত কণিকা আছে ।

- যথাঃ লোহিত রক্তকণিকা , শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা ।
- রক্তের উপাদান দুই প্রকার । যথা -রক্তরস ৫৫ % এবং রক্তকণিকা ৪৫%।

- মানবদেহে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এর গড় আয়ু ১২০ দিন।
- মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো।
- পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ।
- উল্লেখ্য, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Adjective, noun এবং Adverb এর পূর্বে Article বসলেও Pronoun এর পূর্বে কখনো Article বসে না।
যেমন: 
- Article + Noun: “The cat is on the roof.” 
- Article + Adjective: “I saw a beautiful sunset.” 
- Article + Adverb: “HE is a very good boy.” 
 
 কিন্তু, Pronoun এর পূর্বে কোন Article বসে না। a he, an he, the he ইত্যাদি কখনই হয় না।
 For example, "He is my friend.(No Article)

- গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে ।
- ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন ।
- এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন ।
- এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে । এই রেখার মান 0o  ।
- এই রেখার সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্যান্য সময় গণনা করা হয় ।
- পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে ।
- দ্যুতি শব্দের সমার্থক শব্দ দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য, কিরণ, শোভা ইত্যাদি।
- অগ্নি  এর সমার্থক শব্দ ঃ অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, শিখা, সর্বভুক, সর্বশুচি, পাবন, বায়ুসখা। দ্যুতি অর্থ প্রভা, দীপ্তি।
- দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)।
- এটি ২০০৫ সালে গঠিত হয়।
- এটি মূলত রাজশাহী ও রংপুর বিভাগের শহর ও নগরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে ।
- অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সমগ্র দেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে।
- এটি ১৯৭৭ সালে গঠিত হয়।
- যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current) বলে।
- আমাদেরে দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে।
- অর্থাৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম।
- প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল।
- তখন এর নাম ছিল পানাম নগর।
- ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
- বাংলাদেশের রাষ্ট্রপতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৭ (অধ্যাদেশ নং ৫১) জারি করেন।
- এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) প্রতিষ্ঠিত হয়।
- বাপবিবো ১৯৭৮ সালে কার্যক্রম শুরু করে।
- ২০১৩ সালে অধ্যাদেশটি রহিত করা হয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩ জারি করা হয়।

সোর্সঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r

∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত,
= ব্যাস : পরিধি
= 2πr : 2r
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
শ্রুতি সীমা: মানুষ যে কম্পাঙ্কের শব্দ শুনতে পায় তার সীমা হলো শ্রুতি সীমা।
কম্পাঙ্ক: শব্দের তরঙ্গের কতবার উপরে-নিচে ওঠানামা হয় তাকে কম্পাঙ্ক বলে।
ডিবি (Decibel): শব্দের তীব্রতা (loudness) পরিমাপের একক।

- মানুষ সাধারণত ২০ থেকে ২০,০০০ হার্জ (Hz) কম্পাঙ্কের শব্দ শুনতে পায়।
- ২০ হার্জের কম কম্পাঙ্কের শব্দ আমরা অনুভব করি কিন্তু শুনতে পাই না।
- ২০,০০০ হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না।

কিন্তু শব্দের তীব্রতা ১০৫ ডিবি সীমার উপরে হলে:
- মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে: তীব্র শব্দের তরঙ্গ কানের ভেতরের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং মস্তিষ্কে শব্দের সংকেত পাঠাতে বাধা দেয়।
- বধির করে দিতে পারে: দীর্ঘক্ষণ তীব্র শব্দের সংস্পর্শে থাকলে স্থায়ী বধিরতা হতে পারে।

উদাহরণ:
বিমানের ইঞ্জিনের শব্দ: ১২০ ডিবি পর্যন্ত তীব্র হতে পারে।
রক কনসার্ট: ১০০ ডিবি পর্যন্ত তীব্র হতে পারে।
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে= ৭৯ - ৬১ = ১৮

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা

আবার,
৪ টি কলার বিক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা

∴ লাভ = (৫/৪) - (৪/৫) টাকা
         = {(২৫ - ১৬)/২০} টাকা
         = ৯/২০ টাকা

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯ × ৫)/(২০ × ৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯ × ৫ × ১০০)/(২০ × ৪) টাকা
                           = ২২৫/৪ টাকা
                           = ৫৬.২৫ টাকা
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0