'Legal Action Worldwide' (LAW) কো দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
Solution
Correct Answer: Option A
- 'Legal Action Worldwide' (LAW) একটি স্বাধীন, অলাভজনক মানবাধিকার সংগঠন যা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হলেন ব্রিটিশ আইনজীবী অ্যান্টোনিয়া মুলভি।
- LAW মূলত যুক্তরাজ্যে ভিত্তিক এবং এটি বিশ্বের বিভিন্ন সংঘাত-প্রভাবিত এবং ভঙ্গুর অঞ্চলে কাজ করে।
- তাদের কাজের মূল লক্ষ্য হলো সৃজনশীল আইনি কৌশল ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা।