নাইট্রোজেনের প্রধান উৎস হল বায়ুমণ্ডল । বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৭৮.০২ ভাগ । রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মাটিতে কিছু পরিমাণ নাইট্রোজেন সংবন্ধন করে এবং উদ্ভিদ ও প্রাণীদেহে সামান্য পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায় ।
- মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। বাতাসের নাইট্রোজেন পানিতে মিশিয়ে মাটিতে শোষিত হওয়ার পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট হিসাবে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। তাই উদ্ভিদ নাইট্রোজেনকে মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে।
বায়ুর উপাদান গুলো হলো-নাইট্রোজেন - ৭৮.০২%
অক্সিজেন - ২০.৭১%
আরগণ - ০.৮০%
জলীয় বাষ্প - ০.৪১%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
অন্যান্য গ্যাস - ০.০২%
ধূলিকণা ও কণিকা - ০.০১%
এইখানে, জলীয় বাষ্প - ০.৪১%