সমন্বয় দাখিলা প্রয়োজন হবে-

A হিসাব কালের শুরুতে

B হিসাব কালের মধ্যবর্তী

C হিসাব কালের শেষে

D সবসময়

Solution

Correct Answer: Option C

- যে দাখিলা বা এন্ট্রির মাধ্যমে কোনো হিসাব কালের শেষ তারিখে প্রাপ্য, প্রদেয় এবং অগ্রিম প্রাপ্ত ও অগ্রিম প্রদত্ত বিভিন্ন প্রদানের আয় ও ব্যয় সংক্রান্ত বিষয়সমূহকে প্রকৃত জাবেদার মাধ্যম হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে।
- সমন্বয় দাখিলা সাধারণত দুই প্রকার।
- যথা: অগ্রিম দফাসমূহ ও বকেয়া দফাসমূহ।
- অগ্রিম দফাসমূহে রয়েছে- অগ্রিম খরচসমূহ ও অনুপার্জিত আয়।
- বকেয়া দফাসমূহের মধ্যে রয়েছে- প্রদেয় খরচসমূহ ও প্রাপ্য আয়সমূহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions