বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (জেনারেল ম্যানাজার) - ২৫.০৩.২০২২ (50 টি প্রশ্ন )
• দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন-এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন।
• দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে।
• ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি।
• ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।
-রংধনু বা রামধনু বা ইন্দ্রধনু হল একটি দৃশ্যমান ধনুকাকৃতি আলোর রেখা যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে ঘটিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায়।
-পূর্বাকাশে রংধনু দেখা যায় না সকালে।
-পশ্চিমাকাশে রংধনু দেখা যায় সকালে।
-আকাশে রংধনু সৃষ্টির কারন বৃষ্টির কণা।রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
-রংধনুর সাত রংয়ের মধ্যে মধ্যম রং সবুজ।
সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ ।সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায় । তৈল চর্বির ক্ষারীয় বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয় ।
পটাশিয়াম সালফেট ,অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি ।পটাশিয়াম সালফেট ,অ্যালুমিনিয়াম সালফেট এবং ২৪ অণু পানির মিশ্রণে তৈরি হয় ফিটকিরি ।ভাইরাস ,ব্যাকটেরিয়া ও প্যারাসাইট প্রতিরোধে ফিটকিরি ব্যবহার করা হয় ।
রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ ১৮৬৯ সালে সর্বপ্রথম মৌল সমূহের একটি বিশেষ তালিকা প্রকাশ করেন ,যা রসায়নে বিজ্ঞানে পর্যায় সারণি নামে খ্যাত ।পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু পর্যায়ক্রমে হাইড্রোজেন ,হিলিয়াম ।লিথিয়াম ,বেরিলিয়াম ।
সোডিয়াম কার্বনেট কে সোডা অ্যাস বলা হয় ।সোডা অ্যাসের ১ অণুর সাথে ১০ অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে ।কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট ।কাপড় পরিষ্কার করতে এটি ব্যবহার হয় ।
তাপমাত্রা বাড়লে কোন মাধ্যমে এর ঘনত্ব কমে যায় ,ফলে শব্দের বেগ বেড়ে যায় ।কেননা কম ঘনত্ব সম্পন্ন কোন মাধ্যমে যে কোন বস্তু বা পদার্থ দ্রুত গমন করতে পারে ।বায়ুর তাপমাত্রা যত বাড়ে বায়ুতে শব্দের বেগও তত বাড়ে .১⁰ C তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ ০.৬ মি /সে মি বৃদ্ধি পায় ।
-বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হল তাপমণ্ডল যা আয়নোস্ফিয়ার, এক্রোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নামক তিনটি স্তরে বিভক্ত। 
-মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বলে। 
-বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে। 
-মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই ট্রপোমন্ডল স্তরে সৃষ্টি হয়।

বায়ুর উপাদান গুলো হলো-
নাইট্রোজেন - ৭৮.০২%
অক্সিজেন - ২০.৭১%
আরগণ - ০.৮০%
জলীয় বাষ্প - ০.৪১%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
অন্যান্য গ্যাস - ০.০২%
ধূলিকণা ও কণিকা - ০.০১%
এইখানে, জলীয় বাষ্প - ০.৪১% যা শতকরা ১ ভাগ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
USB এর পূর্ণরূপ হলো Universal Bus. এটি ১৯৯৮ সাল থেকে ইনটেল। মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে এই বাস ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে । ইউএসবি বাসের ভিত্তিতে এখন কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ তৈরি হচ্ছে ।
নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে। ফারসি 'বাজ' প্রত্যয়টির দক্ষ অর্থে ব্যবহৃত শব্দঃ চাল +বাজ =চালবাজ ,কলম +বাজ =কলমবাজ ।
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যে সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় ,তাকে মিশ্র বা জটিল বাক্য বলে ।

যে-সে, যারা-তারা, যিনি-তিনি , যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও ,যেহেতু-সেহেতু ,যত-তত ,যেমন-তেমন ,যখন-তখন প্রভৃতি সাপেক্ষে যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে ,তাকে জটিল বাক্য বলে।
যেমনঃ ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজে নিজের সাহায্য করে
অহরহ বিশেষ নিয়মে বিসর্গ সন্ধির উদাহরণ। এরূপ- বাচঃ+পতি=বাচস্পতি, ভাঃ+কর=ভাস্কর ইত্যাদি।
মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২) দেহাশ্রয়ী প্রেমের কবি। তিনি বাংলা সাহিত্যে (বিশেষত কবিতায়) সর্বপ্রথম আরবি ও ফারসি শব্দের সার্থক প্রয়োগ/ব্যবহার করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেন এবং সত্যসুন্দর দাস ছদ্ম নামে লিখতেন।
- তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য কাব্য : বিস্মরণী, স্মরগরল ও হেমন্ত গোধূলি।
নীল দর্পণ (১৮৬০) দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবদের নীল চাষিদের উপর বীভৎস অত্যচার অবলম্বনে রচিত নাটক।
- এর ইংরেজি অনুবাদ করেন A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
- উল্লেখযোগ্য চরিত্রঃ গোলক বসু, নবীন মাধব, তোরাপ, বাইচরণ, সাবিত্রী।
- নাটকটিকে Uncle Tom`s Cabin এর সাথে তুলনা করা হয়। 
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় /কখন /কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ,তাই অধিকরণ কারক ।
যেমনঃ দুয়ারে হাঁটি বাঁধা । এখানে যদি প্রশ্ন করা হয় ,কোথায় হাতি বাঁধা? তাহলে উত্তর পাই দুয়ারে।
সুতরাং ,এখানে 'দুয়ার ' অধিকরণ কারক এবং এর সাথে সপ্তমী বিভক্তি (দুয়ার+এ ) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি ।
আরবি শব্দঃ কিয়ামত, ইনসান, নকিব, সালাত, আলেম, নগদ, রায়, কুরআন, ময়না ইত্যাদি।
- 'আকাশ 'শব্দের প্রতিশব্দ ;অম্বর ,অন্তরীক্ষ ,অভ্র,অনন্ত ,আসমান ,গগন ,নীলিমা ,দ্যুলোক ,শূন্য ।
- অশনি অর্থ বজ্র ;
- বিভাবরী অর্থ রাত্রি ;
- নীলাম্ব অর্থ সমুদ্র ।
একের বেশি সংখ্যা বুঝাতে যেসব লগ্নক (রা,এরা,গুলো ,গুলি,দের ,রাজি ,মালা ,সমূহ ) বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় ,সেগুলোকে বচন বলে।অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ/লগ্নক রাজি -বৃক্ষরাজি ,তারকারাজি ,প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ/লগ্নক ঃ সমূহ -বৃক্ষসমূহ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
∎ ক্ষমার যোগ্য - ক্ষমার্হ 
∎ প্রশংসার যোগ্য - প্রশংসার্হ 
∎ স্মরণের  যোগ্য - স্মরণার্হ
∎ ধন্যবাদের যোগ্য - ধন্যবাদার্হ 
∎ অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।
∎ অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
∎ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
∎ অহংকার নেই যার নিরহংকার।
∎ আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
∎ আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।
∎ আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক
∎ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।
∎ ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।
∎ ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।

দেওয়া আছে ,
A={1,2},B={}
∴A×B={1,2}×{}
          ={}



২৫ % বৃদ্ধিতে (১০০+২৫) =১২৫ টাকা

১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
১      "          "          "      ২৫/১২৫
১০০  "         "          "    (২৫×১০০)/১২৫
                                     =২০ টাকা
ধরি সংখ্যাটি =x
∴ x×60%-60=60
বা,(x×60)/100=60+60
বা,3x/5=120
বা,x =(120×5)/3
        =200
সংখ্যাটি =(৮২০+৬৫০)/২
          =১৪৭০/২
          =৭৩৫
রম্বসের ক্ষেত্রফল =১/২×  দুই কর্ণের গুণফল
                          =(১/২ × ৪× ৬ ) বর্গ সে মি
                         =১২ বর্গ সে মি
১১। ১৩,৭৭,৯১,১৪৩
    _______________
১৩।১৩,৭,৯১,১৩
    _______________
৭। ১,৭,৭,১
    __________________
       ১,১,১,১

∴ ১১×১৩×৭=১০০১

অর্থাৎ ২০০২; ১৩, ৭৭, ৯১, ১৪৩ এর ল.সা.গু নয়
১ থেকে ৪০ পর্যন্ত যে সব সংখ্যা বর্গ সংখ্যা সেগুলো হল - ১²,২²,৩² ,৪²,৫²,৬²,৭²,৮²,৯²,১০²,১১²,১২²,১৩²,১৪²,১৫²,১৬²,১৭²,১৮²,১৯²,২০²
বা ,১,৪,৯,১৬,২৫,৩৬,৪৮,৬৪,৮১,১০০,১২১,১৪৪,১৬৯,১৯৬,২২৫,২৫৬,২৮৯,৩২৪,৩৬১,৪০০ (২০ টি)
আবার ,
     ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যা রয়েছে ৪৪০ টি
অতএব ,নির্ণেয় সম্ভব্যতা ২০/৪৪০=১/২২
৩-১=২
৪-২=২
৫-৩=২
৬-৪=২
এখন ২। ৩,৪,৫,৬
            ________________
        ৩।৩,২,৫,৩
            ____________
             ১,২,৫,১
∴ল .সা.গু =২×৩×২×৫=৬০
∴ নির্ণেয় সংখ্যাটি ৬০-২=৫৮
মনে করি ,
    দুধ ও পানির অনুপাত ৫x ও x
প্রশ্নমতে ,
   ৫x-x=৮
বা,৪x=৮
অতএব, x=২

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে ,
 x-y=2 এবং xy =15
আমরা জানি ,(x+y)²=(x-y)²+4xy
                               =(2)²+4.15
                               =4+60
বা,  ,(x+y)²==64
     x+y=8
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0