বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) - ২৩.০২.২০২৪ (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে।
যথা:
(১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)
(২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
(৩) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি)
(৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো)
(৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)
(৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)
i
ব্যাখ্যা (Explanation):
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার।
- এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা দেয়।
- ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯১৭ সালে অটোমানদের কাছ থেকে ব্রিটেন জেরুজালেম দখল করে নেয়।
- পরবর্তীতে ২ নভেম্বর, ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পত্র লেখেন।
- ইতিহাসে এ চিঠিই 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত।
- এ ঘোষণাপত্রের অঙ্গীকার অনুযায়ী ১৪ মে, ১৯৪৮ সালে ফিলিস্তিনে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে।
- Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি।
- প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।

i
ব্যাখ্যা (Explanation):
- ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে।
- এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে।
- স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি।
- ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান ।
- দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়।
- এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।
i
ব্যাখ্যা (Explanation):
- জগদ্দল বিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান।
- রাজা রামপাল একাদশ শতাব্দীতে বিহারটি প্রতিষ্ঠা করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর ।
- এটি অবস্থিত রাজশাহী জেলায় ।
- বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।

- বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । 

- মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।
- এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
- বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
i
ব্যাখ্যা (Explanation):
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান লিখিত, যা ১১টি ভাগে বিভক্ত এবং এর অনুচ্ছেদ ১৫৩।
- এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়।
- ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থবছরের জন্য নিম্নলিখিত মূখ্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন:

- বাজেট প্রস্তাব: 7 লাখ 97 হাজার কোটি টাকা
- অনুদান ছাড়া ঘাটতি: 2 লাখ 56 হাজার কোটি টাকা
- অনুদানসহ সামগ্রিক ঘাটতি: 2 লাখ 51 হাজার 600 কোটি টাকা
- অনুদান প্রাপ্তির লক্ষ্যমাত্রা: 4 হাজার 400 কোটি টাকা
- বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা: 1 লাখ 27 হাজার 200 কোটি টাকা
- বৈদেশিক ঋণ পরিশোধ: 36 হাজার 500 কোটি টাকা
- অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা: 1 লাখ 60 হাজার কোটি টাকা
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: 5 লাখ 41 হাজার কোটি টাকা
- পরিচালন ব্যয়: 5 লাখ 6 হাজার 971 কোটি টাকা
- মূলধন ব্যয়: 37 হাজার 989 কোটি টাকা
- উন্নয়ন ব্যয়: 2 লাখ 81 হাজার 450 কোটি টাকা

- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%
- মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা  6.5%
i
ব্যাখ্যা (Explanation):
- মাশরুম (Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত।
- অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না।
- চীন, কোরিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।
- বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটছে।
- যে সকল ব্যক্তি মাশরুম সংগ্রহ করে খায়, তারা মাইকোফেজিস্টস বা 'মাশরুম খাদক' হিসেবে পরিচিত হন।
- মাশরুম খোঁজার প্রক্রিয়াকে সাধারণতঃ মাশরুমিং বা মাশরুম শিকারী নামে অভিহিত করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) বেলজিয়াম ভিত্তিক পরিচালিত আন্তর্জাতিক লেনদেনের নিরাপদ কোড।
- SWIFT কোড ৮ থেকে ১১ ডিজিটের হয়ে থাকে।
- বিদেশি কোন ব্যাংকের সাথে লেনদেন করতে হলে SWIFT Code এর মাধ্যমে করতে হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তু।
- দুটি ভিন্ন ঘনত্বের কাচের সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়।
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে এটি কাজ করে।
- টেলিফোন, টেলি প্রিন্টার, টেলিভিশন ইত্যাদির আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে।
- তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়।
- এই যন্ত্রে একটি কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ পরিবর্তন করে অন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা তড়িৎ উৎপাদন করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
i
ব্যাখ্যা (Explanation):
দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে।

(1) পিতল [Brass] :- তামা [Cu] 60-80% এবং দস্তা [Zn] 40-20 % -এর মিশ্রিত ধাতু সংকর ।
ব্যবহার : বাসনপত্র, নল, টেলিস্কোপ, মূর্তি, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রের অংশ, জলের কল প্রভৃতি প্রস্তুতিতে পিতলের ব্যবহার হয়  ।

(2) কাঁসা [Bell Metal]:- তামা [Cu] 80% এবং টিন [Sn] 20% -এর মিশ্রিত ধাতু সংকর । 
ব্যবহার : থালা, গ্লাস, মুদ্রা, বাটি, মূর্তি, ঘন্টা প্রভৃতি প্রস্তুতিতে কাঁসার ব্যবহার হয়  ।

(3) ব্রোঞ্জ [Bronze]:- তামা [Cu] 75-90% এবং টিন [Sn] 25-10% -এর মিশ্রিত ধাতু সংকর । 
ব্যবহার : মূর্তি, থালা, যন্ত্রের বিভিন্ন অংশ, বাসনপত্র, মেডেল, মুদ্রা প্রভৃতি প্রস্তুতিতে ব্রোঞ্জের ব্যবহার হয় ।

i
ব্যাখ্যা (Explanation):
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি।
- কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর।
- এটা অনেকটা র‍্যামের মতই কাজ করে।
- প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে।
- কম্পিউটারে পাঠানো কমান্ড এবং স্বল্প সময়ের জন্য ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
- তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।
i
ব্যাখ্যা (Explanation):
- মুজিববর্ষ হলো বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের জন্য ঘোষিত বর্ষ।
- ১২ জানুয়ারি, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিববর্ষ উদযাপনের ঘোষণা (সিদ্ধান্ত) দেয়া হয়।
- আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি, ২০২০ সালে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
- মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত।
- কিন্তু করোনা ভাইরাসের কারণে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
- মহামারি করোনার কারণে মুজিববর্ষের ঘোষিত কর্মসূচি শেষ করতে না পারায় মুজিববর্ষের সময়কাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির মেয়াদ ৩১ মার্চ, ২০২২ সাল পর্যন্ত পুনরায় বর্ধিত করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২:
- এটি বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট।
- এর ধরন নির্ধারণে ফ্রান্সের প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি) প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বিএসসিএল।
- স্যাটেলাইটটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট।
- এটি আবহাওয়া, নজরদারি, এবং নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হবে।

উল্লেখযোগ্য তথ্য:
- ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বাড়িতে, কোনো প্রতিষ্ঠানে বা কলকারখানায় যে তড়িৎ সরবরাহ করে তার পরিমাপ শক্তির একক অনুযায়ী করা হয়।
- এই একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা।
- ১ কিলোওয়াট ঘণ্টা ৩.৬ মেগা জুলের সমান।
- বিশ্বের তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান এ একক ব্যবহার করে তড়িৎ কেনা-বেচা করছে। এজন্য এ একককে বোর্ড অব ট্রেড (B.O.T) বলে।
i
ব্যাখ্যা (Explanation):
মোট সৈন্য = ৯২২০ জন
৯৬ এর বর্গ = ৯২১৬

সৈন্য সরাতে হবে = (৯২২০ - ৯২১৬) জন
                      = ৪ জন
i
ব্যাখ্যা (Explanation):
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ৪ = ৮
৩য় পদ = ৮ + ৫ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৬ = ১৯
৫ম পদ = ১৯ + ৭ = ২৬
৬ষ্ঠ পদ = ২৬ + ৮ = ৩৪
৭ম পদ = ৩৪ + ৯ = ৪৩
i
ব্যাখ্যা (Explanation):
০.৩ = ০.৩
√০.৩ = ০.৫৪৭
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
i
ব্যাখ্যা (Explanation):
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।

প্রশ্নানুসারে,
৭/৫ = ক/১০০
∴ ক = (৭/৫) × ১০০
      = ১৪০
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d

এখানে,
৭তম পদ, ৬০ = a + (৭ - ১)৯
বা, ৬০ = a + ৫৪
∴ a = ৬

১২তম পদ = ৬ + (১২ - ১)৯
= ৬ + ১১ × ৯
= ৬ + ৯৯
= ১০৫
i
ব্যাখ্যা (Explanation):
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের পরিধি = 2πr
i
ব্যাখ্যা (Explanation):
• ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
i
ব্যাখ্যা (Explanation):
a2 + b2
= (a - b)2 + 2ab
= (7)2 + 2 × 60
= 49 + 120
= 169
i
ব্যাখ্যা (Explanation):
২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
= ২ × (৫ × ৫) × (৭ × ৭)
এখানে, ২ জোড়াবিহীন।
∴ ২৪৫০ এর সাথে ২ গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
logx324 = 4
⇒ x4 = 324
⇒ x4 = (3√2)4
∴ x = 3√2
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0