বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারি জেনারেল ম্যানেজার)-১১.০২.২০২৩ (20 টি প্রশ্ন )
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কড়ি ও কোমল’ (১৮৮৬) কাব্যের অন্তর্ভুক্ত ‘প্রাণ’ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, / মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।'
‘Once in a blue moon' (কদাচিৎ/ কখনও না) idiom টির অর্থ- very rarely.
আজ থেকে ১ দিন আগে হলে গতকাল মানে ২২ তারিখ। এভাবে ১৭ দিন আগে গেলে ৬ তারিখ হবে। তার সাথে ১ দিন যোগ হবে। ২৩ - ১৭ = ৬ + আগামী কাল = ৬ + ১ = ৭ তারিখ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই ইউক্রেনের রাজধানীসহ সারা দেশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
১৫ জানুয়ারি, ২০২৩ সালে ইয়েতি এয়ারলাইন্স এর একটি বিমান নেপালের পখুরা বিমান বন্দরে দুর্ঘটনার শিকার হয়।
Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ। এটি প্রযুক্তি বিশ্বে APT29 নামে পরিচিত। আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে, এটি মূলত রুশ গোয়েন্দা সংস্থা কর্তৃক পরিচালিত একটি গ্রুপ, যার প্রতিষ্ঠা ২০০৮ সালে বলে ধারণা করা হয়।
3G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা, মোবাইলে ইটারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা প্রদান করে। তবে 4G তে যে বিশেষ সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browse বলে। Web Browse করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। Web Browse করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়্যার রয়েছে। তার মধ্যে জনপ্রিয় Web Browser সফ্টওয়্যার হচ্ছে মজিলা ফায়ার ফক্স, গুগল ক্রম, সাফারি, নেটস্কেপ ও ইন্টারনেট এক্সপ্লোরার।
যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায় তাকে imperative sentence বলে। এ ধরনের বাক্য সাধারণত verb দিয়ে শুরু হয়। যেমন- Stand up.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Bring to pass (ঘটা) idioim টির অর্থ- Cause to happen.
কোন কিছুর জন্য অর্থ ব্যয় মিটানো অর্থে শূন্যস্থানে afford I cannot afford to pay such high prices- আমি এই ধরনের উচ্চমূল্যের ব্যয় মিটাতে পারছি না।

মনেকরি,

ডিসেম্বর বাদে অন্য মাসে আয় = x টাকা

ডিসেম্বর বাদে অন্য ১১ মাসে আয় = ১১x টাকা


আবার, ডিসেম্বর মাসে আয় = ২x টাকা

মোট আয় = ১১x + ২x = ১৩x টাকা

তাহলে, ডিসেম্বর মাসের আয় সমগ্র বছরের আয় এর=২x/১৩x

=২/১৩ অংশ

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভার নাম কংগ্রেস। এটি দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভা (The House of Representative) এবং উচ্চকক্ষ সিনেট (The Senate) নামে পরিচিত। প্রতিনিধি পরিষদে আসন সংখ্যা ৪৩৫ জন আর সিনেটে আসন সংখ্যা ১০০।
ইউক্রেন ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৬০৩৬২৮ বর্গ কি.মি.। দেশটির রাজধানী কিয়েভ। ২৪ আগস্ট, ১৯৯১ সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) থেকে স্বাধীনতা লাভ করে।
৩-৯ ফেব্রুয়ারি, ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। আর রানার্স আপ হয় নেপাল। এ আসরের সেরা খেলোয়াড়। নির্বাচিত হন শামসুন্নাহার জুনিয়র।
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার এর ২৮(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করবে। ২৯(২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবেন না কিংবা সে ক্ষেত্রে তার প্রতি বৈষম্য নিশ্চয়তাদান। ৩৯ (২ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও প্রদর্শন করা যাবে না। ৩৯(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের এবং ৩৯ (২খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা।
‘মুক্তির গান’ তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। এটি ১৯৯৫ সালে মুক্তি পায়।
পল্লী উন্নয়নের জন্য ড. আখতার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লার কোটবাড়ীতে ১৯৫৯ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কুমিল্লা মডেল' নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নে অবদান রাখায় ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক' লাভ করে।
২০২৩ সালে পুরুষ অস্ট্রেলিয়া ওপেন লন টেনিস চ্যাম্পিয়ন হয় নোভাক জকোভিচ (সার্বিয়া)। আর নারী এককে চ্যাম্পিয়ন হয় আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা ৮৮৫০ মিটার। প্রথম বাংলাদেশি পুরুষ হিসাবে ২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহিম এবং প্রথম নারী হিসাবে ১৯ মে, ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী নারী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। আর এম.এ মুহিত ২১ মে, ২০১১ ও ১৯ মে,২০১২ সালে দুই প্রান্ত দিয়ে দুই বার এভারেস্ট জয় করেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0