বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর)-৩১.১২.২০২১ (60 টি প্রশ্ন )
singular number এর শেষে us থাকলে plural করার সময় us এর স্থলে i হবে অথবা us+es করতে হবে।
singular ----plural
Alumnus---Aluni
Focus---Foci
Genius--Genii/Geniuses
Radius--Radii/Radiuses
Stimulus--Stimuli
সাধারণত verb এর subject এর subject হিসাবে noun ব্যবহৃত হয় ।abstract noun এর শেষে সাধারণত ce,cy,th,ness,ment ,tion,ship ইত্যাদি suffix থাকে ।সুতরাং patience হল noun এবং এটি একটি abstract noun.
Incite এর synonym হচ্ছে Instigate -উস্কানি দেওয়া ।
Urge -তাড়া দেওয়া;
permit -অনুমতি ;
deceive -বিভ্রান্ত করা
Once in a blue moon idiom টির অর্থ very rarely
past continuous tense এ থাকা who যুক্ত interrogative sentence কে who যুক্ত interrogative sentence -কে passive করার নিয়ম -By whom+auxiliary verb +sub+being+verb এর Past participle form+note of interrogation .অর্থাৎ সঠিক passive form টি হচ্ছে -By whom am I being called?
Brochure অর্থ pamphlet ,opening -উদ্বোধন ,bureau-দপ্তর ,censor -সমালোচক ।
enough is enough অর্থ No more be tolerated অর্থাৎ আর নয় ,যথেষ্ট হয়েছে। সাধারণত বক্তার বক্তব্যকে থামিয়ে দেওয়ার জন্য enough is enough 'phrase টি ।
Aircraft ,deer,sheep,swine ,cannon,corps ইত্যাদি শব্দের singular এবং plural form একই হয় । intention ,mouse এবং teach এর plural form হচ্ছে যথাক্রমে Intention,mice ,teaches .
শূন্যস্থানে old enough বসালে বাক্যটির অর্থ যথাযথ হয় ।A seventeen years old is not old enough to vote in an election -সতেরো বছর বয়স নির্বাচনে ভোটের জন্য যথেষ্ট বয়স নয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Masculine gender হল 'Lad' এবং এর Feminine gender হচ্ছে Lad এবং এর Feminine gender হচ্ছে lass .Mare এর masculine gender হচ্ছে horse/stalliion .Pillow হচ্ছে neuter gender এবং pony হচ্ছে common gender .
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন- ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ ।
সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান আলজেবরার সকল সমীকরণ সমূহের সরল করা হয় ।
লজিক্যাল চলক এবং লজিক্যাল অপারেশনসমূহের মাধ্যমে গঠিত গণিতকে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেবরা বলে। এটি যৌক্তিক/লজিক্যাল সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। সত্য এবং মিথ্যাকে যথাক্রমে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়।
- 0 এবং 1 এর বাইরে বুলিয়ান অ্যালজেবরায় অন্য কিছুই ব্যবহৃত হয় না। 
- ১৮৫৪ সালে গণিতিবিদ জর্জ বুল (George Boole) এটি প্রতিষ্ঠা করেন। 
- বুলিয়ান অপারেশন তিনটি। যথা: AND (অ্যান্ড), OR (অর), NOT (নট)।
-বুলিয়ান উপপাদ্য অনুসারে A+0 = A, A.1 = A, A+A' = 1 -এ তিনটি সত্য।

RAPIS শব্দটি সাজালে PARIS বা ফ্রান্সের রাজধানী প্যারিস শহর ।
প্রথমে Synchononus Machine দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয় ।অতপর তা step up transformer এর মাধ্যমে High Voltage -এ পরিণত করা হয় ।পরবর্তীতে High voltage transmission line এর মাধ্যমে তা পরিবহন করা হয় ।তারপর সেই বিদ্যুতকে sub-station এ step down transformation এর মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় ।
- পেনিসিলিন এক ধরনের এনটিবায়োটিক যা পেনিসিলিয়াম ছত্রাক থেকে আবিষ্কৃত হয় ।
- ২৮ সেপ্টেম্বর ,১৯২৮ সালে অণুজীব বিজ্ঞানী আলেকজানডার ফ্লেমিং পেনিসিলিন আবিস্কার করেন ।
- মার্চ , ১৯৪২ সালে মানুষের শরীরের উপযোগী হিসেবে পেনিসিলিন তৈরি করেন জার্মান বংশোদ্ভুত ইংরেজ প্রাণরসায়নবিদ ,আরনেস্‌ট চেইন ।
সোলার সেল হল ইলেক্ট্রনিক্স ডিভাইস যা সরাসরি সূর্য শক্তিকে ইলেক্ট্রিক্যাল শক্তিতে রুপান্তরিত করে। সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ মূলত Direct Current হয়ে থাকে।
বিদ্যুৎ জেনারেটিং স্টেশন থেকে রিসিভিং পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন হয় ।প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত ১১০ কেভি,১৩২ কেভি ,২৩২ কেভি ও ৪০০ কেভি পর্যন্ত আরও বেশ হতে পারে । বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ ৪০০ কেভি ।
ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে DNA. DNA এর অংশবিশেষ জীবের চারিত্রিক বৈশিষ্টের প্রকৃত ধারক ।যাকে জিন বলে ।
- RNA জীবের বৈশিষ্ট নিয়ন্ত্রণ করতে DNA কে বাহক হিসেবে ধারণ করে ।
- ক্রোমোজোম DNA, RNA কে সরাসরি বহন করে পিতা -মাতা থেকে তাদের পরবর্তী বংশধরের মাঝে নিয়ে যায় ।
- কোষ বিভাজনের মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে । এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত বলা হয় ।
NAND গেট একটি বিশেষ ধরনের লজিক গেট যা AND গেটের বিপরীত কাজ করে। এর নাম "NAND" আসলে "NOT AND" এর সংক্ষিপ্ত রূপ।

NAND গেটের একটি অনন্য বৈশিষ্ট্য হলো যখন সব ইনপুট 0 (শূন্য) হয়, তখন আউটপুট 1 (এক) হয়। এটি অন্য কোনো মৌলিক লজিক গেটের ক্ষেত্রে দেখা যায় না।

অন্যান্য গেটগুলির ক্ষেত্রে:
1. AND গেট: সব ইনপুট 0 হলে আউটপুট 0 হয়।
2. OR গেট: সব ইনপুট 0 হলে আউটপুট 0 হয়।
3. XOR গেট: সব ইনপুট 0 হলে আউটপুট 0 হয়।

NAND গেটের এই বৈশিষ্ট্যটি তাকে ডিজিটাল সার্কিট ডিজাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। কারণ, এর মাধ্যমে অন্যান্য সকল প্রকার লজিক গেট তৈরি করা সম্ভব, যা NAND গেটকে একটি সার্বজনীন গেট হিসেবে প্রতিষ্ঠিত করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে তাঞ্জানিয়ে বংশোদ্ভূত ব্রিটিশ লেখক আবদুল রাজাক গুরনাহ ।তাঁর বিখ্যাত উপন্যাস -Paradise ,Desertation ও By the Sea.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে ,বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় ২৫৫৪ মার্কিন ডলার ।
সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি শাসন বিভাগের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী ।
- তিনি সংবিধানের ৪৮(১) নং অনুচ্ছেদ অনুযায়ী ,সংসদ -সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন ।
- তিনি সংবিধান ও আইনবলে তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন ।
- সরকারে যাবতীয় কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদনা করা হয় ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৫ ডিসেম্বর ,১৯৭৩ সালে মোট ৬৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয় । এর মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন ,বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন ।

বর্তমানে খেতাবগুলো হলো:
বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)

গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)


কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয় । Computer -কে দেয়া এ তথ্যই হচ্ছে Input ,Computer কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করার হয় তাকে Input device বলে।
কয়েকটি input device হল -keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light Pen etc .

অন্যদিকে Input থেকে প্রাপ্ত ফলাফলকে output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে input এর outpurtপাওয়া যায় তাকে output device বলে । কয়েকটি output device হল projector ,monitor, printer ও speaker .
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশে-
১৯৫২ সালের ভাষা আন্দোলন ,
১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন ,
১৯৫৬ এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ,
১৯৬২ এর শিক্ষা আন্দোলন ,১
৯৬৬ এর ছয়দফা আন্দোলন ,
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ,
১৯৭১ সালের মহান মুক্তিজুদ্ধ এই সাতটি ঘটনাকে বিবেচনা করে সৈয়দ মাইনুল হোসেন এটি নির্মাণ করেন ।
- এটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত ।
- এর উচ্চতা ১৫০ ফুট .
- ১৬ ডিসেম্বর ,১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৬ নং অনুচ্ছেদ অনুযায়ী ,নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ ,গ্রামাঞ্চলের বিদ্যুতীকরণের ব্যবস্থা ,কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা ,যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমুল রুপান্তর সাধনের জন্য রাস্ত্রীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ,২০২১ সালে জাতীয় প্যারেড স্কয়ারে মহান বিজয় দিবস কুচকাওয়াজ জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ।এতে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ২৩ টি কন্টিজেন্ট এবং যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর্যবেক্ষক দল অংশগ্রহণ করেন।
- পিং পং চীন -যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিস্থাপনে গৃহীত পলিসি .
- ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের কুতনৈতিক সম্পর্ক ছিন্ন হয় ।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দল চীনে সফরে গেলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ।
এফ .আর খান ছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি ও পুরকৌশলী ।তাঁকে structural ইঞ্জিনিয়ারিং এর অন্যতম পথিকৃৎ ভাবা হয় ।তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার এর নকশা প্রণয়ন করেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫ ধারা অনুযায়ী ,প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0