জসীমউদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
Solution
Correct Answer: Option A
জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী' (১৯২৭)। এ কাব্যের ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা ‘কবর’ । এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।
-জসীমউদ্দীন রচিত কাহিনীকাব্য বা গাথাকাব্য নক্সী কাঁথার মাঠ (১৯২৯);
- কাহিনীকাব্য বা গাথাকাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ (১৯৩৪);
- কাব্যগ্রন্থ ‘বালুচর’ (১৯৩০)।