• সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন।
• Bluetooth হলো তারবিহীন personal Area Network, যা ১০ থেকে ১০০ মিটারের দূরত্বে data আদান-প্রদানে ব্যবহৃত হয়। • Bluetooth A Radio wave ব্যবহৃত হয়। এর স্ট্যান্ডার্ড হলো ৮০২.১৫। • ১৯৯৪ সালে Jaap Haartsen এরিকসন কোম্পানিতে কর্মরত থাকাকালে Bluetooth আবিষ্কার করে।
• Linkedin হলো পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় ওয়েবসাইট। • ২০০২ সালে রেইড হফম্যান, এরিক লি, অ্যালেন ব্রু Linkedin প্রতিষ্ঠা করেন। এটি ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। • এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। উল্লেখ্য, Linkedin Corporation এর মূল সংস্থা হলো মাইক্রোসফট কর্পোরেশন।
• তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য Function key ব্যবহার করা হয়। • Function key ১২টি। Key : Function F1 : Help F2 : Renames Icon, File, Folder F3 : Open a Search feature F4 : Repeat last action F5 : Refresh page or document F6 : Move the cursor to the address bar F7 : Spell check and grammar F8 : Enter the windows startup menu F9 : Refresh a document F10 : Activate the menu bar F11 : Enter and Exit full screen mode in all modern internet browser F12 : Open the save as window.
• Optical Character Reader (OCR), Optical Mark Reader (OMR), Magnetic Ink Character (MICR) এবং Scanner কম্পিউটারের ইনপুট ডিভাইস। • এগুলোর মধ্যে OCR এর সহায়তায় কম্পিউটারে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়া যায়। যেমন: চিঠির পিন, বিদ্যুৎ বিল, ইন্সুরেন্স প্রিমিয়াম ইত্যাদি কম্পিউটারের OCR এর সাহায্য সম্পাদনযোগ্য রূপ পরিবর্তন করা যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়। • ১১ ফেব্রুয়ারি, ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগের আনুষ্ঠানিক নামকরণ করেন COVID 19 • ১১ মার্চ, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রোগটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করতে গিয়ে Pandemic শব্দটি ব্যবহার করে। • Epidemic (মহামারি) শব্দটি ব্যবহৃত হয় কোন রোগের প্রাদুর্ভাব যখন অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। অন্যদিকে কোন রোগ যখন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে তখন তা Pandemic (অতিমারি)। COVID-19 বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে।
• টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরে অবস্থিত। এটি স্থানীয়ভাবে 'না বুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত। • এটি ১০ জুলাই, ২০০০ সালে 'রামসার সাইট' হিসাবে স্বীকৃতি পায়। অন্যদিকে, সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়। • ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহা ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।
• পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীজগতের বৈচিত্র্য রক্ষায় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে Convention OR Biological Diversity (CBD) চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ১৯৯৩ সালে কার্যকর হয়। • এ চুক্তিটিকে বাস্তবায়নের জন্য কানাডার মন্ট্রিলে UN CBD (Convention on Biological Diversity সদর দপ্তর/ অফিস স্থাপন করা হয়।
• জুম একটি ভিডিও টেলিকনফারেন্সিং সফটওয়্যার প্রোগ্রাম। • এটি ২১ এপ্রিল, ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানজোসে অবস্থিত। • এর প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। এটি ক্লাউড ভিত্তিক পিয়ার টু পিয়ার সফটওয়্যার প্লাটফর্মের মাধ্যমে ভিডিও টেলিফোন এবং অনলাইন চ্যাট পরিষেবা দিয়ে থাকে।
• ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে বিজয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে মীর জাফরের পুত্র নাজিম উদ-দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসান। • এ সময়ে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে ২৬ লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইড আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায় অর্থাৎ দেওয়ানি লাভ করে। • রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুন্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। • দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের। • অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলোআনা।
• প্রাচীনকালে বাংলা নামে কোন অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। • বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। • এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট-বড় ১৬টি জনপদের কথা জানা যায়। • তাদের মধ্যে অন্যতম হলো পুন্ড্র। পুন্ড্র নামে একটি জাতি বর্তমানে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ জনপদ গড়ে তুলেছিল। • পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। • এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। • ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন। • প্রাচীন গৌড় জনপদ ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে। • আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল জনপদের বিস্তৃতি ছিল। • বঙ্গ বর্তমানের ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, বগুড়া, পাবনা, ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ এবং ময়মনসিংহের কিছু অংশ নিয়ে গড়ে ওঠে।
• সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' (১৯৮১) অবলম্বনে 'গেরিলা' নামে চলচ্চিত্রায়িত করেন নাসিরউদ্দিন ইউসুফ। • এটি ২০১১ সালে মুক্তি পায়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ও জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। - পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে। - এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। - নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়। - এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। - সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) এবং - সৈয়দ নজরুল ইসলাম কে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু অনুপস্থিতে অস্থা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) নিযুক্ত করা হয়। - তাজউদ্দিন আহমদকে মুজিব নগর সরকারের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। - ক্যাপ্টেন এম. মনসুর ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
This is a fact. Fact
(সভা/ প্রকৃত ঘটনা) এর পূর্বে true বসে না।
This এর পরে singular verb বসে এবং be
verb এর পরে singular noun থাকলে তার
পূর্বে a/an বসে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।