বন অধিদপ্তর পদের নাম (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ১১.০৮.২০২৩ (70 টি প্রশ্ন )
ক ও খ একত্রে ১ দিনে কাজ করতে পারে =১/১২ অংশ কাজ

ক ১ দিনে করতে পারে ১/২০ অংশ কাজ
খ ১ দিনে করতে পারে {(১/১২০)- (১/২০)} অংশ কাজ
                          = (৫-৩)/৬০ অংশ কাজ
                          = ১/৩০ অংশ কাজ

খ ১/৩০ অংশ কাজ করে ১ দিনে
খ  ১ অংশ      কাজ করে (৩০×১) দিনে
                              = ৩০ দিনে
রম্বসের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমান নয়।
মনে করি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, √x+20 = 52
⇒√x+20=25
⇒√x=25-20
⇒√x=5
⇒x=52
⇒x=25
৭+২=৯ অর্থাৎ ৭২,৩ দ্বারা বিভাজ্য
৮+৭=১৫ অর্থাৎ ৮৭ ,৩ বিভাজ্য
৬+৩=৯ অর্থাৎ ৬৩,৩ দ্বারা বিভাজ্য
এখানে কোনটিই মৌলিক সংখ্যা নয় ।
x + (1/x)= 5
এখন,  {x/(x² + x + 1)} 
= {x/(x² + x + 1)} 
= x/(5x+x)
= x/6x
= 1/6

ab = {(a+b)/2}2 - {(a-b)/2}2 

    = (5/2)2 - (3/2)2 

    = {(25-9)/4} 

    = 16/4 

    = 4
মোট = গণিতে পাস +বাংলায় পাস -উভয় বিষয়ে পাস +উভয় বিষয়ে ফেল
বা, ১০০%=৮০% +৭০%-৬০% +ফেল
বা, ১০০%=৯০%+ফেল
বা, ফেল =১০০%-৯০%
           =১০%
দেওয়া আছে, (a + 1/a) = 3

 ∴ (a2 + 1/a2 ) = (a + 1/a)2 - 2.a.(1/a)
                      = 32 - 2
                      = 9 - 2
                      = 7
পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর
∴পিতা ও মাতার মোট বয়স ৩৬×২ ) = ৭২ বছর

  পিতা ,মাতা ও মেয়ের বয়সের গড় ১৯ বছর
∴ পিতা ,মাতা ও মেয়ের মোট বয়স (১৯×৩) = ৫৭ বছর

∴ মেয়ের বয়স (৭২-৫৭) বছর = ১৫ বছর



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে, a/b = 4
              বা, a = 4b

এখন, a+2b = 12
বা , 4b+2b = 12
বা , 6b = 12
    ∴ b = 2

∴ a = 4×2 = 8
৩৫ জন শ্রমিকের লাগে ১৬ দিন
১ জন শ্রমিকের লাগে ১৬×৩৫ দিন
∴২৮ জন শ্রমিকের লাগে (১৬×৩৫)/২৮
                                =২০ দিন
প্রশ্নমতে, লাভ হয় = ৯০-৭৫ =১৫ টাকা
এখন,৭৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
অতএব, ১ টাকায় লাভ হয় = ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৭৫×১০০)/৭৫ = ২০ টাকা
দেওয়া আছে, a = 3, b = 2
  ∴ (a + b)3 = (3+2)3 = 125 
১০% ক্ষতিতে, 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য  ১  টাকা হলে ক্রয়মূল্য (১০০/৯০) টাকা 
বিক্রয়মূল্য ২৭০ টাকা হলে ক্রয়মূল্য {(১০০×২৭০)/৯০} টাকা 
                                         = ৩০০ টাকা
• সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন।
• Bluetooth হলো তারবিহীন personal Area Network, যা ১০ থেকে ১০০ মিটারের দূরত্বে data আদান-প্রদানে ব্যবহৃত হয়।
• Bluetooth A Radio wave ব্যবহৃত হয়। এর স্ট্যান্ডার্ড হলো ৮০২.১৫।
• ১৯৯৪ সালে Jaap Haartsen এরিকসন কোম্পানিতে কর্মরত থাকাকালে Bluetooth আবিষ্কার করে।
• Linkedin হলো পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় ওয়েবসাইট।
•  ২০০২ সালে রেইড হফম্যান, এরিক লি,  অ্যালেন ব্রু Linkedin প্রতিষ্ঠা করেন। এটি ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
•  এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। উল্লেখ্য, Linkedin Corporation এর মূল সংস্থা হলো মাইক্রোসফট কর্পোরেশন।
• তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য Function key ব্যবহার করা হয়।
• Function key ১২টি।
Key : Function
F1  : Help
F2  : Renames Icon, File, Folder
F3  : Open a Search feature
F4  : Repeat last action
F5  : Refresh page or document
F6  : Move the cursor to the address bar
F7  : Spell check and grammar
F8  : Enter the windows startup menu
F9  : Refresh a document
F10 : Activate the menu bar
F11 : Enter and Exit full screen mode in all modern internet browser
F12 : Open the save as window. 
• Optical Character Reader (OCR), Optical Mark Reader (OMR), Magnetic Ink Character (MICR) এবং Scanner কম্পিউটারের ইনপুট ডিভাইস।
•  এগুলোর মধ্যে OCR এর সহায়তায় কম্পিউটারে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়া যায়। যেমন: চিঠির পিন, বিদ্যুৎ বিল, ইন্সুরেন্স প্রিমিয়াম ইত্যাদি কম্পিউটারের OCR এর সাহায্য সম্পাদনযোগ্য রূপ পরিবর্তন করা যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
•  ১১ ফেব্রুয়ারি, ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগের আনুষ্ঠানিক নামকরণ করেন COVID 19
•  ১১ মার্চ, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রোগটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করতে গিয়ে Pandemic শব্দটি ব্যবহার করে।
•  Epidemic (মহামারি) শব্দটি ব্যবহৃত হয় কোন রোগের প্রাদুর্ভাব যখন অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। অন্যদিকে কোন রোগ যখন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে তখন তা Pandemic (অতিমারি)। COVID-19 বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে।
• টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরে অবস্থিত। এটি স্থানীয়ভাবে 'না বুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত।
• এটি ১০ জুলাই, ২০০০ সালে 'রামসার সাইট' হিসাবে স্বীকৃতি পায়। অন্যদিকে, সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়।
• ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহা ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।
• ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস।
•  ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করে।
• পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীজগতের বৈচিত্র্য রক্ষায় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে Convention OR Biological Diversity (CBD) চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ১৯৯৩ সালে কার্যকর হয়।
• এ চুক্তিটিকে বাস্তবায়নের জন্য কানাডার মন্ট্রিলে UN CBD (Convention on Biological Diversity সদর দপ্তর/ অফিস স্থাপন করা হয়।
• জুম একটি ভিডিও টেলিকনফারেন্সিং সফটওয়্যার প্রোগ্রাম।
•  এটি ২১ এপ্রিল, ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানজোসে অবস্থিত।
•  এর প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। এটি ক্লাউড ভিত্তিক পিয়ার টু পিয়ার সফটওয়্যার প্লাটফর্মের মাধ্যমে ভিডিও টেলিফোন এবং অনলাইন চ্যাট পরিষেবা দিয়ে থাকে।
• ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে বিজয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে মীর জাফরের পুত্র নাজিম উদ-দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসান।
• এ সময়ে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে ২৬ লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইড আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায় অর্থাৎ দেওয়ানি লাভ করে।
• রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুন্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে।
• দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের।
• অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলোআনা।
• প্রাচীনকালে বাংলা নামে কোন অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
• বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ।
• এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট-বড় ১৬টি জনপদের কথা জানা যায়।
• তাদের মধ্যে অন্যতম হলো পুন্ড্র। পুন্ড্র  নামে একটি জাতি বর্তমানে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ জনপদ গড়ে তুলেছিল।
• পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত।
• এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
• ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন।
• প্রাচীন গৌড় জনপদ ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে।
• আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল জনপদের বিস্তৃতি ছিল।
• বঙ্গ বর্তমানের ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, বগুড়া, পাবনা, ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ এবং ময়মনসিংহের কিছু অংশ নিয়ে গড়ে ওঠে।
• সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' (১৯৮১) অবলম্বনে 'গেরিলা' নামে চলচ্চিত্রায়িত করেন নাসিরউদ্দিন ইউসুফ।
• এটি ২০১১ সালে মুক্তি পায়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ও জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
- এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। 
- নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
- এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) এবং
- সৈয়দ নজরুল ইসলাম কে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু অনুপস্থিতে অস্থা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) নিযুক্ত করা হয়।
- তাজউদ্দিন আহমদকে মুজিব নগর সরকারের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
- ক্যাপ্টেন এম. মনসুর ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
This is a fact. Fact (সভা/ প্রকৃত ঘটনা) এর পূর্বে true বসে না। This এর পরে singular verb বসে এবং be verb এর পরে singular noun থাকলে তার পূর্বে a/an বসে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0