সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ । সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদ্গুলোকে সমস্যমান পদ বলে সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ) কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ) কে বলা বলা হয় উত্তরপদ বা পর পদ ।
যে প্রক্রিয়া ব্যাবহার করে একটি DNA অণুর অসংখ্য প্রতিলিপি তৈরি করা হয়, তাকে Polymerase Chain Reaction (PCR) বলে। এ প্রক্রিয়ায় সূচকীয় হারে একটি DNA অণুর অনেকগুলো প্রতিলিপি তৈরি করে DNA-কে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ ও নিরূপণ করা হয়। ১৯৮৩ সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস এ প্রযুক্তি উদ্ভাবন করেন।
মহাস্থবীর শিলভদ্র নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন। শীলভদ্র ছিলেন সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক যিনি বাংলার বাইরে এরূপ দুর্লভ সম্মান অর্জন করেন। বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন। - ৪১৩ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গোটা এশিয়াতেই এককালে ছিল সবচেয়ে সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান – কিন্তু দ্বাদশ শতাব্দীতে তুর্কী সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়। - বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এটি, আর ইতালির বোলোনিয়াতে যখন ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে, নালন্দার বয়স তখনই সাড়ে ছশো বছর। - ৮০০ বছরের পর এই বিশ্ববিদ্যালয় পুনর্জন্ম হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরে ৫ জন নারীসহ ১৫ জন শিক্ষার্থী নিয়ে আবার শুরু হয়।বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর অমর্ত্য সেন এখন তার আচার্যের পদে আসীন।
দৃশ্যমান বর্ণালি বা দৃশ্য বর্ণালি বা আলোক বর্ণালি হচ্ছে তড়িচ্চুম্বকীয় বর্ণালীর সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান অর্থাৎ যা মানুষের চোখ চিহ্নিত করতে পারে। এই তরঙ্গ দৈর্ঘ্য সীমার তড়িচ্চুম্বকীয বিকিরণকে দৃশ্যমান আলো বা শুধু আলো বলে অভিহিত করা হয়। এই তরঙ্গ দৈর্ঘ্য ৪০০০-৮০০০ (A) পর্যন্ত বিস্তৃত।
বর্ণালীর সাতটি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশী আর বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে এদের ক্রম বেগুনী <নীল < আসমানী < সবুজ < হ্লুদ <কমলা < লাল।
বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ,বিষাদ),জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য -গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় ,তাই যতি বা ছেদ চিহ্ন।
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১২ টি যথাঃ - কমা, - সেমিকোলন, - দাড়ি, - প্রশ্নবোধক চিহ্ন, - বিস্ময় চিহ্ন ও সম্বোধন চিহ্ন, - কোলন, - কোলন ড্যাস, - ড্যাস, - হাইফেন, - উদ্ধরণ চিহ্ন, - ইলেক বা লোপ চিহ্ন এবং - ব্রাকেট বা বন্ধনী চিহ্ন।
" বাঙ্গালীর ইতিহাস" - বইটির লেখক - নীহাররঞ্জন রায়। - বইটি প্রকাশিত হয় ১৯৪৯ সালে। - গ্রন্থটিতে মোট ১৫টি অধ্যায় আছে। - এই বইটি রচনার জন্য তিনি ১৯৫০ সালে "রবীন্দ্র" পুরস্কার লাভ করেন। - তার উল্লেখযোগ্য সাহিত্য হলোঃ বাংলার নদ - নদী, রবীন্দ্র সাহিত্যের ভুমিকা ইত্যাদি।
প্রদত্ত বাক্যে only শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে ।কারণ , adverb সাধারণত noun/pronoun বাদে বাক্যের অন্যান্য parts of speech কে modify করে। এখানে only শব্দটি বাক্যের adjective 'two ' কে modify করেছে ।
অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ কক্সবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন। বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। - বাংলাদেশ সরকার ৩১ আগস্ট, ২০২০ এর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প বাতিল করেছে।
৮ ডিসেম্বর, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির জন্য পূর্ব বেলারুশে রাশিয়া ,ইউক্রেন ও বেলারুশের নেতারা 'বেলাভেজা' চুক্তিতে স্বাক্ষর করেন ।
- পরবর্তীতে ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবশিষ্ট ১২ টি দেশ 'আলমা আতা প্রটোকল চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে না থাকার ঘোষণা দেয়.
- ২৫ ডিসেম্বর, ১৯৯১ সালে মস্কোর ক্রেমলিনে সোভিয়েত ইউনিয়নের পতাকা শেষ বারের মতো উড়ে.
- ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে সুপ্রিম সোভিয়েত কাউন্সিল সোভিয়েত ইউনিয়নের পতনের /বিলুপ্তির পক্ষে ভোট দিলে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ,যার ফলে বিশ্বের বুকে ১৫ টি দেশের অভ্যুদয় হয় ।
- উল্লেখ্য ,৩০ ডিসেম্বর ,১৯২২ সালে Union Soviet Socialist Republics গঠিত হয় ।
প্রদত্ত বাক্যটিতে home শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ , adverb সবসময় verb -কে modify করে।verb কে কোথায় ,কখন,কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা মূলত adverb .
Aristotle তার Poetics গ্রন্থে epic poetry ,tragedy ,comedy ইত্যাদি poetic tradition এর কথা বলেছেন ।সেই হিসেবে occult কোন poetic comedy এর আওতায় পড়ে না ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
দেওয়া আছে , x+y=6 xy=? এখানে, x =1,2,3,4,5 কিংবা y=1,2,3,4,5 বসালে x+y=6 শর্ত সিদ্ধ করে এখন , x=1,y=5 হলে x =1×5=5 x=2 ,y=4 " xy=2×4=8 x=3,y=3 " xy =3×3=9 অতএব, xy এর সর্বোচ্চ মান হবে =3×3 =9
কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরুপ বোঝাতে since/for ব্যবহৃত হয় ।সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয় .যেমন ঃ be ,have,see,know ইত্যাদি ।
Personal pronoun এর সাথে self/selves যুক্ত হয়ে যে pronoun গঠিত হয় তাকে reflexive pronoun বলে ।এ noun দ্বারা subject এবং object একই ব্যক্তিকে বোঝায় । যেমন: myself, himself, ourselves, themselves.
ব্রীহি অর্থ ধান ।বহুব্রীহি অর্থ -বহু ধান আছে যার ।যে সমাসের সমস্তপদ পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় ,তাই বহুব্রীহি সমাস । বহুব্রীহি সমাসে সাধারণত যার ,যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয় । যেমন - দিগ অম্বর যার = দিগম্বর। পদত্ত উদাহরণে 'দিক' বা 'অম্বর' (বস্ত্র / আকাশ) এর কোনটিই না বুঝিয়ে দেবতা মহাদেবকে বোঝানো হয়েছে। - এরুপ, অল্প প্রাণ যার =অল্পপ্রাণ ;দশ আনন যার =দশানন ।
দেওয়া আছে , x-7y+5=0......(i) এবং 2x-3y+7=0 ......(ii) (i) নং হতে পাই ,x=7y-5 ......(iii) অতএব, (ii) নং এ x =7y-5 বসিয়ে পাই , 2(7y-5)-3y+7=0 বা,14y -10-3y+7=0 বা,11y-3=0 বা,11y=3 বা, y =3/11 অতএব , (iii) নং এ y এর মান বসিয়ে পাই , x =7.(3/11) -5 =(21-55)/11 =-34/11 অতএব ,(x,y) =(-34/11,3/11)
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে এ, ঐ,ও,ঔ কারের পর এ,ঐ স্থানে যথাক্রমে অয়,আয়, এবং ও,ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমনঃ - গৈ+অক (ঐ+অ=আয়্+অ)=গায়ক; - নৈ+অক=নায়ক।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোম ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ।এ সম্মেলনে সিদ্ধান্ত অনুযায়ী , ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয় .১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।