কর্মসংস্থান ব্যাংক (ডাটা এন্ট্রি অপারেটের) - ০১.০৪.২০২২ (45 টি প্রশ্ন )
পাম অর্থাৎ হাটের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বা পামপিসি বলা হয় ।একে পকেট পিসি বা Personal Digital Assistance (PDA)-ও বলা হয়।
MODEM শব্ধটি Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ। Modulator ডিজিটাল সিগনালকে এনালগে ডেটায় রূপান্তর করে আর Demodulator এর এনালগ সিগনালকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে। Modem এর মাধ্যমে কোন Data-কে স্থানান্তরের কাজ করা হয়। এছাড়া এটি কম্পিউটার ও রাউটার এবং অন্যান্য ডিভাইসগুলিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার অনুমতি দেয়।
সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের সান্‌ফ্রান্সিস্কো এবং সান্‌হোসে এই দুই শহরের মাঝামাঝি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, যা ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। ১৯৯৫ সালের পর থেকে এই সিলিকন ভ্যালির জনপ্রিয়তার সূত্রপাত। সিলিকন ভ্যালি ইন্টারনেট এবং উচ্চ প্রযুক্তি ব্যবসার সূতিকাগার।
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার হল প্রথম মিডিয়া প্লেয়ার এবং মিডিয়া লাইব্রেরি অ্যাপ্লিকেশন যা মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ব্যক্তিগত কম্পিউটারে, সেইসাথে পকেট পিসি এবং উইন্ডোজ মোবাইল-ভিত্তিক ডিভাইসগুলিতে অডিও, ভিডিও চালানো এবং ছবি দেখার জন্য মাইক্রোসফ্ট দ্বারা তৈরি করা হয়েছিল।
যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ২ এবং ০ ও ১ ব্যবহার করে সকল সংখ্যা লেখা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
Giga byte স্টোরেজ ডিভাইস সমূহের ধারণ ক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রেফিক্স গিগার অর্থ ১০। সুতরাং ১ গিগাবাইট হয় - ১০০০০০০০০০ বাইট।
-MICR হলো Magnetic Ink Character Recognition। “MICR” শব্দটিকে কখনো কখনো “micker” বলা হয়। এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয়। MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
-MICR চেকের ব্যবহার ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসে।
Program রচনার ক্ষেত্রে পরিকল্পিত এবং সুশৃংখলভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। Program রচনার অন্যতম ধাপ হলো Algorithm. এটি যেকোন সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি।
NLP এর পূর্ণরূপ হলো Natural Language Processing. পঞ্চম প্রজন্মের প্রোগ্রামের ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা বা Natural Language-কে ব্যবহারের চেষ্টা চলছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য মোস্তফা জব্বার ১৯৮৮ সালে বিজয় সফটওয়্যার তৈরি করেন।
কাগজের উপর প্রিন্ট যুক্ত Output-কে Hard copy বলে। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল বিভিন্ন ফাইলকে সফট কপি বলে।
পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browse বলে। Web Browse করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। Web Browse করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়্যার রয়েছে। তার মধ্যে জনপ্রিয় Web Browser সফ্টওয়্যার হচ্ছে মজিলা ফায়ার ফক্স, গুগল ক্রম, সাফারি, নেটস্কেপ ও ইন্টারনেট এক্সপ্লোরার।
স্প্রেডশিট প্রোগ্রামে রো ও কলামের সাহায্যে গঠিত শিটকে ওয়ার্কশিট বলে। Worksheet - উলম্ব রেখার সাহায্যে যে ভাগ করা হয় ,তাকে বলা হয় কলাম এবং অনুভূমিক রেখার সাহায্য যে ভাগগুলো করা হয় তাকে বলা হয় সারি ।গাণিতিক তথ্যসমূহকে চিত্রের মাধ্যমে সহজভাবে পরিবেশন করাই হচ্ছে চার্ট । মাইক্রোসফট এক্সেল শিটে কাজ করার পর এটিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয় ।সংরক্ষিত এ ফাইলকে Work book বলে।
টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট এর শব্দগত বিশ্লেষণ করলে তাকে International Network এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পাওয়া যায়। প্রথম নেটওয়ার্ক হলো Advance Research Projects Agency Network (ARPANET) যা ১৯৬৯ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর চালু করে। ১৯৯৪ সালে ARPANET এর পরিবর্তে Internet শব্দটি ব্যবহৃত হয়।
যখন Hard Disk ড্রাইভে কোনো তথ্য বারবার সংরক্ষণ করা হয়, তখন তথ্যগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে ড্রাইভের বিভিন্ন অংশে জমা হয়। এতে সেই বিচ্ছিন্ন ফাইলগুলোকে খুঁজে বের করে কাজ করাতে প্রসেসরের বেশি সময় লাগে। এ অবস্থায় ডিস্কের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য Disk Defragmentation কমান্ডটি ব্যবহার করা হয়। এটি ছোট ছোট তথ্যগুলোর মাঝের ফাঁকা অংশগুলো দূর করে বা পুনর্বিন্যস্ত করে কম্পিউটারের কাজের গতি বাড়ায়।
৪৩ হতে ৬০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা ৪ টি (৪৩,৪৭,৫৩,৫৭)

          ৩ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
অতএব, ১  "   "      "          ১/৩ টাকা

আবার , ২ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
             ১  "     "       "             ১/২ টাকা

অতএব, লাভ =বিক্রয়মূল্য- ক্রয়মূল্য
                    =(১/২)-(১/৩)
                    =(৩-২)/৬
                    =১/৬ টাকা


১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১        "         "     "  (১×৩)/৬ টাকা
১০০ "       "        " (৩×১০০)/৬ =৫০ টাকা


দেওয়া আছে ,
 গাড়ির বেগঃ ট্রেনের এর বেগ ঃ বাসের বেগ =5:9:4
এবং এদের গড়বেগ =72
অতএব, এদের মোট বেগ =72×3=216
তাহলে,গাড়ির বেগ =5/(5+9+4)×216
                             =(5/18)×216
                             =60 km/h
ট্রেন এর বেগ =9/(5+9+4) ×216
                    =(9/18)×216
                    =108 km/h
অতএব, গাড়ি ও ট্রেন এর গড় বেগ =(60+108)/2
                                                   =168/2 km/h
                                                    =84 km/h
মনে করি ,
         বড় সংখ্যাটি =x
         এবং ছোট =y
অতএব,x+y=৫0........i
           x=y=৬........ii
(i) +(ii)  
    বা, ২x=৫৬
      বা,x=২৮

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে ,
       x=√3+√2
অতএব, 1/x =1 /(√3+√2 )
                   =(√3-√2 )/ (√3+√2 )(√3-√2 )
                   =(√3-√2)/3-2
                   =(√3-√2)/1
                   =√3-√2
অতএব, x+1/x=√3+√2 +√3-√2
                       =2√3
এখন ,x²+1/x² =(  x+1/x)²-2.x.1/x
                      =(2√3)²-2
                      =12-2
                      =10
এখানে ,
     বৃত্তের ব্যাস =২ সে মি
     ব্যাসার্ধ  r =২/২ =১ সে মি
তাহলে, বৃত্তের ক্ষেত্রফল =πr²
                              =π×(১)²
                              =π×১
                              =π বর্গ সে মি
মনে করি , ৩য় সংখ্যাটি x
প্রশ্নমতে ,(১৫+৮+x)/৩ =১৬
          বা, ২৩+x=৪৮
         বা, x=৪৮-২৩
         বা,x=২৫
ক্রয়মূল্য =(১০০/৮০)×৪৮- =৬০০ টাকা
শতকরা নম্বর পেল =(২০০/৫০০)×১০০ =৪০%
মনে করি ,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১x ও ৪x
প্রশ্নমতে, ৪x=১৬
            বা,x=১৬/৪
    অতএব,x=৪
অতএব পিতার বয়স =৪×১১=৪৪ বছর।


spectrum (বর্ণালি ) এর plural form হচ্ছে spectra.
'No sooner had......than' conjunction টি সব সময় জোড়া আকারে বসে।No sooner had we reached the exam hall than the door closed =আমরা পরিক্ষার কেন্দ্রে পৌছাতে না পৌঁছাতেই দরজাটি বন্ধ হয়ে গেল ।
Malfeasance =কুকর্ম=Official misconduct
Malefactor =অপকারী
Maltreatment =অসদাচরণ
Maladministration =দুঃশাসন


Who যুক্ত interrogative sentence -কে passive করার নিয়ম ঃ Who+auxiliary verb (tense অনুযায়ী ) +subject+v3+by+?

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Comparative sentence এ থাকা affirmative sentence কে negative sentence -এ রুপান্তর করার নিয়ম ঃ দ্বিতীয় subject+verb+not+so/as+positive degree+ad +প্রথম subject .
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0