বাংলাদেশ নির্বাচন কমিশন (কম্পিউটার অপারেটর) - ০৭.০৪.২০২৩ (80 টি প্রশ্ন )
Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে 'Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। এর মূলনীতি Leaving no one behind. SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
১৫-২১ জুন, ২০২২ সালে অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬(১) ধারা অনুযায়ী বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
Chat Generative Pre-trained Transformer (ChatGPT) হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (ওপেনএআই) এটি তৈরি করে
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) হচ্ছে ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তি নির্ভর একটি অত্যাধুনিক তথ্যসেবা কেন্দ্র। ১১ নভেম্বর, ২০১০ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়। এর উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দেয়া।
প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি 'হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এ নদীটি পার্বত্য খাগড়াছড়ি জেলার দক্ষিণ পূর্ব অংশের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ বা Representation of the People's Order (RPO) ১৯৭২ সালে প্রবর্তন করা হয়। এটি জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত একটি আইন।
ইউনিয়ন পরিষদ ১ জন চেয়ারমান ও ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়। ১৩ জন সদস্যের মধ্যে ৯ জন সাধারণ আসনের সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য। চেয়ারম্যান, সাধারণ আসনের সদস্যগণ এবং সংরক্ষিত আসনের সদস্য সবাই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে এই কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হলো: Joystick, Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR Light pen etc.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এর দৈর্ঘ্য ১৮ কি.মি। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত।
ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে অবস্থিত ব্রিটিশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর ও রানীর সাবেক বাসভবন হোয়াইট হল নামে পরিচিত। ১৬২২ সালে আইনিগো জোনস এর পরিকল্পায় এটি নির্মিত হয়। নির্মাণের পর এর নামকরণ করা হয় বানকুইটিং হাউস। ১৮৯৭ সালে বানকুইটিং হাউসটি হোয়াইট হল নাম ধারণ করে। ১৯০৫ সালের পর থেকে হোয়াইট হল ব্রিটিশ সরকারের কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয়।
বাংলাদেশের সংবিধানের ১২২ (২) অনুচ্ছেদের (খ)-তে বলা হয়েছে কোন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী হবেন, যদি তার বয়স ১৮ বৎসরের কম না হয়।
দহগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত। এর আয়তন ২২.৬৮ বর্গ কি. মি.। ১ আগস্ট, ২০১৫ সালে বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬০টি স্টিমহল বিনিময় হলেও দহগ্রাম সিটমহলটি বিনিময় সম্ভব হয়নি। ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গরপোত ভারতের অংশ হওয়ার কথা ছিল আর বিনিময়ে বাংলাদেশ পাবে দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের ২.৬৪ বর্গমাইল এলাকা। কিন্তু চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে দহগ্রাম বাংলাদেশের অধীনে আর দক্ষিণ বেরুবাড়ি ভারতের অধীনে আছে। ভারত-বাংলাদেশ (১৯৯২) চুক্তি অনুসারে ভারত, দহগ্রাম-আঙ্গরপোতা বাসীদের জন্য বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ১৭৮ × ৮৫ মিটার আয়তনের একটি ভূমি বাংলাদেশকে ইজারা হিসেবে দেয় যা বর্তমানে তিনবিঘা করিডোর হিসেবে খ্যাত।
- গণতন্ত্রের ইংরেজি পরিভাষা Democracy শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Demokratia থেকে।
- আর Demokratia শব্দটির উৎপত্তি হয়েছে Demos (জনগণ) আর Kratos (শাসন ক্ষমতা) থেকে।
- বুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন অর্থাৎ সরকার বা শাসন ব্যবস্থা যখন সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে পরিচালিত হয়। তাকে গণতন্ত্র বলে।
- গণতন্ত্রের প্রথম সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। এজন্য গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। খ্রিষ্টপূর্ব ৫ম শতকে সলোন (Solon) এথেন্সে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। এজন্য তাকে 'গণতন্ত্রের জনক' বলা হয়।
- আর ১৫ জুন, ১২১৫ সালে ম্যাগনা কার্টা (Magna Carta) চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয়। এটি এখনো প্রাচীনতম গণতন্ত্র হিসেবে প্রচলিত আছে।

এখানে, ১২ + ৫ = ১৪৪ + ২৫

                         = ১৬৯

                          = ১৩

যা পীথাগোরাসের উপপাদ্য সিদ্ধ করে।

 

মনেকরি, ৪র্থ সমানুপাতী = x

∴ ৩:৫ = ১৫ : x

⇒ ৩/৫ = ১৫/x

⇒ ৩x=১৫  × ৫

⇒ x = ২৫

ক্রয়মূল্য = ১০০/৭৫ × ৭৫০ = ১০০০ টাকা

∴১৫% লাভে বিক্রয়মূল্য=১১৫/১০০ x ১০০০

= ১১৫০ টাকা



আমরা জানি,

2(a2+ b2) = (a + b)2 + (a-b)2

⇒2a²+2b²=12² +4²

= 144 +16

= 160

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়। তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুলাই, ২০২০ জুন, ২০২৫ পর্যন্ত।
পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ঘোষণা করেন। জাতির জনক একে 'পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন।

'ছয় দফা'র দাবিসমূহ হলো:
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ।
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা। ছয়দফা কর্মসূচির তিনটি স্বতন্ত্র বিষয় হলো প্রথম ১ ও ২ রাষ্ট্রের প্রশাসনিক, ৩, ৪ ও ৫ অর্থনৈতিক এবং ৬ সামরিক কাঠামো।
- যে শক্তি বার বার ব্যবহার করা যায় এবং ব্যবহারের পর নিঃশেষ হয় না তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।
- সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রস্রোত, পারমাণবিক শক্তি প্রভৃতি হতে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়।
- কারণ এ শক্তির উৎস অফুরন্ত এবং একবার ব্যবহারের পর শক্তি নিঃশেষ হয় না।
বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি। এর আয়তন ১৮.১১৫ হেক্টর বা ১৮১.১৫ বর্গ কি.মি.। এটি সিলেট ও মৌলভীবাজারে অবস্থিত।
- INTERPOL (ইন্টারপোল) হল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা
- INTERPOLE এর বর্তমান প্রেসিডেন্ড নাম - আহমেদ নাসের আল রাইসি, সংযুক্ত আরব আমিরাত
- এর বর্তমান সদস্য ১৯৬টি।
- এর সদর দপ্তর ফ্রান্সের লিওনে অবস্থিত।
- INTERPOL সদর দপ্তরের ভবনটি "INTERPOL House" নামে পরিচিত
- এটি ১৯২৩ সালে আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন (আইসিপিসি) নামে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ INTERPOLE এর সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালে।
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে।
Allow এবং permit শব্দ দুটো অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। তবে allow থেকে permit শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে formal english এ ব্যবহার হয়।
'কোনো কিছু নিয়ে চিন্তা করা অর্থে phrasal verb হিসেবে came up with বসে। She came up with a new ideas for increasing sales পণ্যের বিক্রি বাড়াতে সে নতুন একটি ধারণা নিয়ে চিন্তা করল।
'সামহে প্রতীক্ষা করা অর্থে look forward to ব্যবহৃত হয় এবং পরবর্তী verb এর সাথে ing যুক্ত হয়। I am looking forward to hearing free you আমি তোমার মুক্তির খবর শোনার প্রতীক্ষা করছি।
'কোনো কিছু সত্ত্বেও' অর্থ প্রকাশ করতে despite/ in spite of Despite loosing the first match, our team has won the would cup- প্রথম ম্যাচ হেরে যাওয়া সত্ত্বেও আমাদের টিম বিশ্বকাপে জয়লাভ করেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'কোনো কিছুর সরবরাহ/মজুত ফুরিয়ে যাওয়া অর্থে phrasal verb হিসেবে run out of বসে। Sorry I'm late My car ran out of petrol- দুঃখিত আমি দেরি করে ফেলেছি। আমার গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছিল।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0