কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) [জুনিয়র অডিটরঃ এলডিএ কাম-টাইপিস্ট] - ০১.০৪.২০২২ (68 টি প্রশ্ন )
125(√5)2x=1
বা, (√5)2x=1 /125
বা, (5¹/²)2x=5⁻³
বা, 5x = 5⁻³ 
∴ x=-3


দেওয়া আছে ,
কোণ তিনটির অনুপাত =৩ঃ৪ঃ৫
অনুপাতে ত্রয়ের যোগফল =৩+৪+৫ =১২
অতএব ,১ম কোণ =(৩/১২) ×১৮০⁰=৪৫⁰
             ২য় কোণ =(৪/১২)×১৮০⁰=৬০⁰
             ৩য় "        =(৫/১২)×১৮০⁰=৭৫⁰
দেওয়া আছে,
   x²+y²=25
 এবং xy =12
অতএব,(x=y)²=x²+2xy+y²
                      =x²+y²+2xy
                      =25+2.12
                       =25+24
 বা, (x+y)²=49 =72
 ∴ x+y=7


দাঁড়ের গতিবেগ +স্রোতের গতিবেগ =১৫ কি মি /ঘণ্টা
দাঁড়ের গতিবেগ -স্রোতের গতিবেগ = ৫ কি মি /ঘণ্টা
____________________________________
  [বিয়োগ করে]   ২(স্রোতের গতিবেগ) = ১০ কি মি /ঘণ্টা
                      ∴ স্রোতের গতিবেগ = ৫ কি মি /ঘণ্টা


আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার হলে -
দৈর্ঘ্য ২x মিটার ;
ক্ষেত্রফল =(x×২x) বর্গমিটার
শর্তমতে ,(x×২x) ) =৩২
বা,২x²=৩২
বা,x²=১৬
∴x=৪
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য (২×৪) =৮ মিটার
১ একর =৪৮৪০ বর্গ গজ
অতএব ,১ একর ৫% =৪৮৪০×(৫/১০০)
                                =২৪২ বর্গ গজ
দেওয়া আছে -  {x+(1/x)}=2
অতএব,{x-(1/x)}² ={x+(1/x)}²-4.x.1/x
                          =(2)²-4
                          =4-4
                           =0
দেওয়া আছে,
a+b=4
বা, (a+b)³ =(4)³
                =64
রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ১৮০⁰
ABCD রম্বসের ∠A+∠D=১৮০⁰
 ∴ ∠D=১৮০⁰-∠A
     =(১৮০⁰-৬০⁰ )
     =১২০⁰

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে ,
2x=3y+5
বা,2x-3y=5
বা,2(2x-3y)=2×5
বা, 4x-6y=10
আমরা জানি,
i) তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল অবশ্যই জোড় হবে । এজন্য ২ দ্বারা বিভাজ্য ।যেমনঃ ২×৩×৪ =২৪ যা ২ দ্বারা বিভাজ্য ।
ii) আবার ,তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য হব। কারণ পরপর তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে অবশ্যই একটি ৩ এর গুণিতক থাকবে । যেমনঃ
২×৩×৪ =২৪ যা ৩ দ্বারা বিভাজ্য ।
অতএব, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা ৩×২=৬ দ্বারা বিভাজ্য।


মনে করি ,অপর সংখ্যাটি =x
আমরা জানি ,
   দুটি সংখ্যার গুণফল =ল.সা.গু ×গ.সা.গু
বা একটি সংখ্যা × অপর সংখ্যা =৭৭০০×১১
বা             ২৭৫×x                   =৭৭০০×১১
বা,                  x                      =(৭৭০০×১১)/২৭৫
                                              =৩০৮
n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা =ⁿC₂-n
                                            =⁵C₂-5
                                            =(5!/2!3!)-5
                                            =(120/2×6)-5
                                             =10-5
                                              =5


মনে করি ,
   প্রথম বিজোড় সংখ্যাটি  =x
   অতএব ,পরবর্তী "     " =x+২
প্রশ্নমতে ,৫x+৩(x+২)=৬২
           বা, ৫x+৩x+৬=৬২
           বা,৮x=৬২-৬
           বা,৮x=56
           ∴ x=৭
 ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশচন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
- এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। 
- জুলিও কুরি শান্তি পদক প্রবর্তিত হয় ১৯৫০ সালে থেকে। 
- এ ঐতিহাসিক দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আত্মপ্রকাশ করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান জুলিও কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ। 
- এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৬ সালে প্রবর্তিত হয় ‘বঙ্গবন্ধু শান্তি পদক’।

সংবিধানের,
৮৭ (১) ধারা অনুযায়ী, প্রত্যেক অর্থ -বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারে অনুমিত আয় ও ব্যয় সংবলিত একটি বিবৃতি (এই ভাগে 'বার্ষিক আর্থিক বিবৃতি ' নামে অভিহিত ) সংসদে উপস্থাপিত হবে।
৮৭ (২) বার্ষিক আর্থিক বিবৃতিকে পৃথক পৃথকভাবে
    - (ক) এই সংবিধানের দ্বারা অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রুপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ এবং
    - (খ) সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে। এই রুপে প্রস্তাবিত অন্যান্য ব্যয়নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদর্শিত হতে এবং অন্যান্য ব্যয় হতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে ।
সংবিধানে ৬৬(১) অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার নূন্যতম পঁচিশ বছর বয়স হওয়ার কথা উল্লেখ আছে।
বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর ।
- এটি ভারত মহাসাগরের উত্তরে প্রায় ৫⁰ হতে ২২⁰ দক্ষিণ অক্ষাংশ এবং পশ্চিমে প্রায় ৮০⁰ হতে ৯৫⁰ পূর্ব দাঘ্রিমার মধ্যে অবস্থিত ।
- এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কি মি ।
- বঙ্গোপসাগরের নিচের ভূমিরুপের কয়েকটি বৈশিষ্ট হলঃ
   ∎ Swatch of no Ground (গঙ্গাখাত ) নামে গভীর গিরিখাত ,
   ∎ Ninety East Ridge (৯০⁰ পূর্ব শৈলশিরা ),
   ∎ মায়ানমার ও চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্র খাত এবং কতিপয় নিমজ্জিত চরাভূমি ।
হামবুর্গ জার্মানির বৃহত্তম সমুদ্রবন্দর ।এটি উত্তর সাগরের মোহনা থেকে ১১০ কি মি ।অভ্যন্তরে এলবে নদীর তীরে অবস্থিত ।বন্দরটিকে জার্মানির 'গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড ' নামে অভিহিত করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Notable human diseases caused by RNA viruses include the common cold, influenza, SARS, MERS, COVID-19, Dengue Virus, hepatitis C, hepatitis E, West Nile fever, Ebola virus disease, rabies, polio, mumps, and measles.
টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেটের মাইলস্টোন অর্জন করেছেন যা সর্বকালের সেরা রেকর্ড। আর ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৫৩৪ টি যা ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট কোন এক বোলারের। তিনি ওয়ানডে আর টেস্ট ক্রিকেট মিলিয়ে ১৩৩৪ উইকেটের মালিক যা ক্রিকেট বিশ্বে প্রথম।
বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি (পিয়ার টু পিয়ার ) লেনদেন করা হয় ।

ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন) ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা । ২০০৮ সালে জাপানের সাতোশি নাকামোতো এ মুদ্রা উদ্ভাবন করেন এবং ২০০৯ সাল থেকে এর প্রচলন শুরু হয় । এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম দেশ যারা ২০২১ সালে বিটকয়েনকে অর্থনৈতিক লেনদেনের জন্য সরকারিভাবে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় ।
পণ্য ও পরিষেবার মূল্য বৃদ্ধি ও টাকার ক্রয়ক্ষমতা হ্রাসকে মুদ্রাস্ফীতি বলে। অর্থের ক্রয় ক্ষমতার বিপরীত পণ্য ও পরিষেবার দামের এই বৃদ্ধি দীর্ঘ সময়ের পরিমাপ করা হয়। সবসময় মূদ্রাস্ফীতি শতাংশ ভিত্তিক প্রকাশ করা হয়ে থাকে।মুদ্রাস্ফীতি প্রধানত দুটি কারণে হয়ে থাকে: ১) চাহিদা জনিত এবং ২) মূল্য জনিত। 
Top 10 Countries with the Highest Inflation Rates (Trading Economics Jan 2022)
Venezuela — 1198.0%
Sudan — 340.0%
Lebanon — 201.0%
Syria — 139.0%
Suriname — 63.3%
Zimbabwe — 60.7%
Argentina — 51.2%
Turkey — 36.1%
Iran — 35.2%
Ethiopia — 33.0%
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- দক্ষিণ সুদান হল  সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়।
- জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়
- ২০২১ সালে কোভিড-১৯ এর কারণে হয়নি, সেটি ২০২২ সালে হয়েছে ২০-২৫ জুন, রুয়ান্ডাতে। 

জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২২ নভেম্বর ,১৯৬৫ সালে United Nations Development Program (UNDP) প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত ।
- সংস্থাটি শীর্ষপদ প্রশাসক (Administrator ).
- এর বর্তমান প্রধান Achim Steinier.
- UNDP এর নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৬টি।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করছে।
- ১৯৯০ সাল থেকে UNDP ‘মানব উন্নয়ন রিপোর্ট’ প্রকাশ করে আসছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর), ২০২১ ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন ২০২১ শীর্ষক তালিকা প্রকাশিত হয়। এতে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে প্রথম হলেন ম্যাকেঞ্জি স্কট ও ৪৩তম প্রভাবশালী নারী শেখ হাসিনা।
প্রসূন শব্দের সমার্থকঃ পুষ্প, ফুল, মুকুল, কুসুম।
বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় ,তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান ।
- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় ,তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে ।
যেমনঃ শশকের ন্যায় ব্যস্ত =শশব্যস্ত । প্রদত্ত উদাহরণে শশক '(খরগোশ ) বিশেষ্য পদ এবং 'ব্যস্ত ' বিশেষণ পদ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বুঝাই তাই উভয়লিঙ্গ ।'মানুষ মরণশীল ' বাক্যে 'মানুষ ' শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বুঝায় ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0