মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ১৩.০৫.২০২২ (70 টি প্রশ্ন )
কিছু গুরুত্তপুর্ণ দিবসঃ
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
১৯৯৯ সালে ইংল্যান্ডে ৭ম বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ মে, ১৯৯৯ সালে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নাম ডায়েট ।আর এর নিম্নকক্ষ ও উচ্চকক্ষের নাম যথাক্রমে হাউস অব রিপ্রেজেনটেটিভস ও হাউস অব কাউন্সিলরস ।
GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। 
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য। 
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। 
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। 
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
- সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।

Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর .৬ ডিসেম্বর ,১৯৭১ সালে মুক্তি ও মিত্রবাহিনী যৌথ আক্রমণে পাকিস্তান হানাদার বাহিনী এই জেলা থেকে পালিয়ে যায় ।
১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহন করে মেহেরপুর জেলার মুজিবনগরে।আর তাই ১৭ এপ্রিল বাংলাদেশে পালিত হয় মুজিবনগর দিবস হিসেবে।
বাংলাদেশ পরমাণু কৃষি ইন্সটিটিউট উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম । 
আরো কিছু উন্নত জাতের ধানের নাম -মালা, দুলাভোগ, সুফলা, চান্দিনা, বিপ্লব এবং বিনা ১১ ,১২,১৩,১৪ ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় জয় করেন। বাংলার ধন-সম্পদ, আবহাওয়া, প্রকৃতি, প্রভৃতি দেখে অভিভূত হয়ে তিনি বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’।
২১ ফেব্রুয়ারি ,১৯৫২ সালে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' আমি কি ভুলিতে পারি ' গানটি রচনা করেন আবদুল গাফফার চৌধুরী ।গানটির প্রথম সুরকার আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহ্মুদ।হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি ' সাহিত্য সংকলনে গানটি প্রথম প্রকাশিত হয় .১৯৫৪ সালের প্রভাত ফেরীতে গানটি প্রথম গাওয়া হয় .১৯৬৯ সালে জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে গানটি প্রথম ব্যবহার করা হয় । গানটি মোট ১২ টি ভাষায় গাওয়া হয় ।
ডাকবিভাগ নিয়ে গুরুত্তপুর্ণ তথ্যঃ
● বাংলা‌দে‌শে প্রথম ডাক‌টি‌কিট প্রকা‌শিত হয় ~ ২৯ জুলাই ১৯৭১
● বাংলা‌দে‌শের প্রথম ডাক টি‌কিট এর ডিজাইনার ~ বিমান ম‌ল্লিক।
● বি‌শ্বের যে দে‌শের সা‌থে বাংলা‌দেশের ডাক যোগা‌যোগ নেই ~ ইসরাইল।
● বাংলা‌দেশ ডাক বিভাগ কর্তৃক প্রকা‌শিত ত্রৈমা‌সিক পত্রিকার নাম ~ ডাক প্রবাহ।
● বাংলা‌দেশ ডাক বিভা‌গের ম‌নোগ্রা‌মে লেখা থা‌কে ~ সেবাই আদর্শ।
● বাংলা‌দেশ ডাক বিভাগ নিয়‌ন্ত্রিত হয় ~ ১৯৯৮ সা‌লের পোস্ট অ‌ফিস আইন দ্বারা।
● বাংলা‌দেশ ডাক বিভাগ কর্তৃক ব্যবহৃত পোস্টকার্ড এর প‌রিমাপ ~ ৫.৫x৩.২৫ ই‌ঞ্চি।
● ‘‌ফিলা‌টে‌লি’ বল‌তে বোঝায় ~ ডাকটি‌কিট সংগ্রহ ও অধ্যয়ন সম্প‌র্কিত বিদ্যা।
● উপমহা‌দে‌শে প্রথম ডাক‌টি‌কিট চালু হয় ~ ১ অ‌ক্টোবর ১৮৫৪।
● প্রথম ডাক‌টি‌কিট প্রকাশ করে যে সরকার ~ মু‌জিবনগর সরকার।
● স্বাধীনতার পর প,থম স্মারক ডাক‌টি‌কিট প্রকা‌শিত হয় ~ ২১ ফেব্রুয়া‌রি ১৯৭২।
● স্বাধীনতার প্রথম ডাক‌টি‌কি‌টে ছ‌বি ছিল ~ শহীদ মিনা‌রের।
● ১৯৭২ সা‌লের বিজয় দিব‌সের ডাক‌টি‌কিটের ডিজাইনার ছি‌লেন ~ কে জি মোস্তফা।
● সাতজন বীর‌শ্রেষ্ঠের স্মর‌ণে প্রথম ডাক টি‌কিট প্রকা‌শিত হয় ~ ১৬ ডি‌সেম্বর ১৯৮২
● সাতজন বীর‌শ্রে‌ষ্ঠের স্মর‌ণে প্রথম ডাক টি‌কিট এর ডিজাইনার ছি‌লেন ~ আহমেদ এফ ক‌রিম।
● বাংলা‌দে‌শে প্রথম ডাকঘর স্থাপন করা হয় ~ ১৪ এ‌প্রিল ১৯৭১, চুয়াডাঙ্গা।
● বাংলা‌দে‌শের একমাত্র পোস্টাল একা‌ডেমী অব‌স্থিত ~ রাজশাহী জেলায়, (প্রতিষ্ঠা ১৯৮৬)
● জি‌পিও ~ ৪ টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী)
● স্বাধীনতার পর প্রথম পোস্টকার্ড প্রকাশ করা হয় ~ ১৮ এ‌প্রিল ১৯৭২।
● স্বাধীনতার পর প্রথম খাম কথত্রপ্রকাশ করা হয় ~ ১৯ জুলাই ১৯৭২।
● বাংলা‌দেশ ডাক বিভাগের প্রধান কর্মকর্তার পদবী ~ মহাপ‌রিচালক।
● ডাকঘ‌রে একাউন্ট খু‌লে টাকা জমাদা‌ন ও উঠা‌নোর পদ্ধ‌তি‌কে বলা হয় ~ ডাকঘর সঞ্চয় ব্যাংক।

- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।
- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। 
- বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর-এ উদ্‌যাপন করা হয়,
- আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদ্‌যাপন করা হয়।
- বাংলাদেশে শিশু দিবস পালন করা ১৭ মার্চ।

বঙ্গবন্ধুর স্মরণে রাষ্ট্রীয় দিবসসমূহঃ
» ১ মার্চ : জাতীয় বীমা দিবস : ১ মার্চ ১৯৬০ একটি বীমা কোম্পানিতে যোগদান করেন।

» ৭ মার্চ : ঐতিহাসিক দিবস : ৭ মার্চ ১৯৭১ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন।

» ১৭ মার্চ : জাতীয় শিশু দিবস : ১৭ মার্চ ১৯২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

» ৩ এপ্রিল : জাতীয় চলচ্চিত্র দিবস : ৩ এপ্রিল ১৯৫৭ চলচ্চিত্র আইন পাশ করান ।

» ৪ জুন : জাতীয় চা দিবস : ৪ জুন ১৯৫৭ বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দেন।

» ৯ আগস্ট : জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস : ৯ আগস্ট ১৯৭৫ রাষ্ট্রীয় মালিকানায় জ্বালানি কার্যক্রম উদ্বোধন করেন।

» ১৫ আগস্ট : জাতীয় শোক দিবস : ১৫ আগস্ট ১৯৭৫ বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন।

৩৩-১৯=১৪
৫১-৩৩=১৮
৭৩-৫১=২২
পরবর্তী সংখ্যা =৭৩+২৬=৯৯ 
y টাকায় পাওয়া যায় x টি আম
১ "          "          " x/y  "
x  "        "        " (x×x)/y "
                        =x²/y টি আম
১৮ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ টি গরু
১     "      "         "       "          " ৪/১৮ "
৪৫ "      "       "           "          "(৪× ৪৫)/১৮ "
                                             =১০ টি গরু


এখানে,
১৫০<১৬৫      ৩৩/৫০ বড়
৩৬৩<৪০০     ৮/১১ বড়
১৩৬<১২১       ৮/১১ বড়

অতএব ,সুতরাং ৮/১১ সবচেয়ে বড়

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রথম বৃত্তের ব্যাসার্ধ ৩r হলে ক্ষেত্রফল = π(৩r)²=৯πr²
দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 2r হলে ক্ষেত্রফল=π(২r)²=৪πr²
প্রথম বৃত্তের ক্ষেত্রফল/দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল =৯πr²/৪πr²=৯/৪
প্রথম বৃত্তের ক্ষেত্রফলঃদ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল =৯ঃ৪


দেওয়া আছে ,
আসল =১০,০০০ টাকা
 সুদের হার =৬ টাকা
সময় =৯ মাস =৯/১২ বছর
সুদ =কত?
আমরা জানি ,
         সুদ =(আসল × সুদের হার × সময় ) /১০০
               =(১০০০০×৬×৯)/(১০০×১২)
                =৪৫০ টাকা
মনে করি ,একক স্থানীয় অংক x
 এবং দশক স্থানীয় অঙ্ক  (9-x)
অতএব, সংখ্যাটি  =10(9-x) +x =90-9x
                            =9x+9
শর্তমতে , (90-9x)-9+9x+9
             বা,81-9x=9x+9
             বা, 18x =72
অতএব , x =4
সুতরাং সংখ্যাটি =90-9x =90-9×4
                                      =54


মনে করি ,আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =x
                     "                 প্রস্থ =y
প্রশ্নমতে ,2(x+y)=১৮
              বা,(x+y)=৯......(i)
             এবং xy=২০
এখন , (x-y)²=(x+y)²-4xy
                    =৯²-৪.২০
                    =৮১-৮০
বা, (x-y)²=১
বা,(x-y)=1 ......(ii)
(i) +(ii) বা, ২x=10
            বা,x =৫
অতএব, (ii)
              বা, ৫+y=৯
               বা, y =৪
অতএব, দৈর্ঘ্য ৫ মি ও প্রস্থ ৪ মি
১ম রাশি =4(x+y)
              =2×2×(x+y)
২য় রাশি =10(x-y)
               =2×5×(x-y)
৩য় রাশি = 12(x²-y²)
             =2×2×3×(x+y)(x-y)
অতএব ,গ.সা.গু =2


দেওয়া আছে,
পিতা,মাতা ও কন্যার গড় বয়স =৩০ বছর
"        "        ও     "    মোট   " ৩×৩০ বছর
                                          =৯০ বছর
আবার
      মাতা ও কন্যার গড় বয়স =২৫ বছর
অতএব , "     "       মোট "      =২×২৫ বছর
                                             =৫০ বছর
তাহলে পিতার বয়স ৯০-৫০ =৪০ বছর
ভাজক =ভাগফল ×১০
বা,০.৫ =ভাগফল ×১০
অতএব, ভাগফল =0.৫/১০ =০.০৫

অতএব ,ভাজ্য =ভাজক × ভাগফল
                       =০.৫×০.০৫
                      =o.০২৫
অপর কোণটির মান  =১৮০⁰-(৯০+৫০)⁰
                               =১৮০⁰-১৪০⁰=৪০⁰
১ থেক ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৪টি(২,৩, ৫, ৭)
অনুপাত রাশি দুটির সমষ্টি  =৩+৭=১০
অতএব ,চালের পরিমাণ ১০০×(৭/১০)% =৭০%


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে ,a+b=17
              এবংab =60
অতএব ,(a-b)²=(a+b)²-4ab
                      =(17)²-4.60
                      =289-140
বা, (a-b)²=49
বা a-b=7
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0