কিছু গুরুত্তপুর্ণ দিবসঃ - আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর - আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর - বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর - The International Day of Forests : 21 March - বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর - আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর - জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
১৯৯৯ সালে ইংল্যান্ডে ৭ম বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ মে, ১৯৯৯ সালে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর .৬ ডিসেম্বর ,১৯৭১ সালে মুক্তি ও মিত্রবাহিনী যৌথ আক্রমণে পাকিস্তান হানাদার বাহিনী এই জেলা থেকে পালিয়ে যায় ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
২১ ফেব্রুয়ারি ,১৯৫২ সালে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' আমি কি ভুলিতে পারি ' গানটি রচনা করেন আবদুল গাফফার চৌধুরী ।গানটির প্রথম সুরকার আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহ্মুদ।হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি ' সাহিত্য সংকলনে গানটি প্রথম প্রকাশিত হয় .১৯৫৪ সালের প্রভাত ফেরীতে গানটি প্রথম গাওয়া হয় .১৯৬৯ সালে জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে গানটি প্রথম ব্যবহার করা হয় । গানটি মোট ১২ টি ভাষায় গাওয়া হয় ।
- বাংলাদেশের রাষ্ট্রীয়/জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। - এছাড়া বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার - এ.এন. সাহা। - বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং - বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল।
- বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর-এ উদ্যাপন করা হয়,
- আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদ্যাপন করা হয়।
- বাংলাদেশে শিশু দিবস পালন করা ১৭ মার্চ।
বঙ্গবন্ধুর স্মরণে রাষ্ট্রীয় দিবসসমূহঃ » ১ মার্চ : জাতীয় বীমা দিবস : ১ মার্চ ১৯৬০ একটি বীমা কোম্পানিতে যোগদান করেন।
» ৭ মার্চ : ঐতিহাসিক দিবস : ৭ মার্চ ১৯৭১ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন।
» ১৭ মার্চ : জাতীয় শিশু দিবস : ১৭ মার্চ ১৯২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
» ৩ এপ্রিল : জাতীয় চলচ্চিত্র দিবস : ৩ এপ্রিল ১৯৫৭ চলচ্চিত্র আইন পাশ করান ।
» ৪ জুন : জাতীয় চা দিবস : ৪ জুন ১৯৫৭ বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দেন।
» ৯ আগস্ট : জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস : ৯ আগস্ট ১৯৭৫ রাষ্ট্রীয় মালিকানায় জ্বালানি কার্যক্রম উদ্বোধন করেন।
» ১৫ আগস্ট : জাতীয় শোক দিবস : ১৫ আগস্ট ১৯৭৫ বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন।
মনে করি ,আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =x " প্রস্থ =y প্রশ্নমতে ,2(x+y)=১৮ বা,(x+y)=৯......(i) এবং xy=২০ এখন , (x-y)²=(x+y)²-4xy =৯²-৪.২০ =৮১-৮০ বা, (x-y)²=১ বা,(x-y)=1 ......(ii) (i) +(ii) বা, ২x=10 বা,x =৫ অতএব, (ii) বা, ৫+y=৯ বা, y =৪ অতএব, দৈর্ঘ্য ৫ মি ও প্রস্থ ৪ মি
দেওয়া আছে, পিতা,মাতা ও কন্যার গড় বয়স =৩০ বছর " " ও " মোট " ৩×৩০ বছর =৯০ বছর আবার মাতা ও কন্যার গড় বয়স =২৫ বছর অতএব , " " মোট " =২×২৫ বছর =৫০ বছর তাহলে পিতার বয়স ৯০-৫০ =৪০ বছর
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।