মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)(কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ৪.০৩.২০২২ (80 টি প্রশ্ন )
গুরুত্তপুর্ণ কিছু দেশের মুদ্রার নামঃ
ইকুয়েডরের মুদ্রা : সুক্রে
মিয়ানমারের মুদ্রা : কিয়াট
তুরস্কের মুদ্রা : লিরা
ফিলিপাইনের মুদ্রা : পেসো
ব্রাজিলের মুদ্রা : রিয়েল
মালয়েশিয়ার মুদ্রা : রিঙ্গিত
থাইল্যান্ডের মুদ্রা : বাথ 
ভিয়েতনামের মুদ্রা : ডং
স্যাটেলাইট স্টেট হল প্রতিবেশী বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্র ।দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানকে স্যাটেলাইট রাষ্ট্র বলে মনে করা হয় ।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমানের ছন্দনাম 'ভীমরুল'।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
- সমরেশ বসুর ছদ্মনাম কালকূট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম প্রবোধকুমার।
- রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম।
- অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
'দিয়েগো গার্সিয়া ' যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ ।এটি ভারত মহাসাগরে অবস্থিত ।বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কাজ থেকে লিজ নিয়ে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করছে ।
হোয়াইট হল হলো লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ১৫৩০ থেকে ১৬৯৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের সম্রাটের রাজকীয় বাসভবন ছিল।
- হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান প্রশাসনিক দপ্তরের নাম।

BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- এর বর্তমান সদস্য ১০ (ব্রাজিল,রাশিয়া,ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব)
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
- ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয় .
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে.
জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ হাইকোর্টের রিট করেন। এ রিটের বিপরীতে ১০ মার্চ , ২০২০ সালে হাইকোর্ট 'জয় বাংলা ' কে জাতীয় স্লোগান করার জন্য নির্দেশ ডে ।হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য ২০ ফেব্রুয়ারি ,২০২২ সালে মন্ত্রিসভা জাতীয় স্লোগান হিসেবে 'জয় বাংলা'র ' অনুমোদন দেয় । আর ২ মার্চ ,২০২২ সালে প্রজ্ঞাপন জারি করে ।এ প্রজ্ঞাপনে বলা হয় ,মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী , সাংবিধানিক পদাধিকারীরা দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি ,স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা /কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে 'জয় বাংলা ' স্লোগান উচ্চারণ করবেন ।আর সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা -সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকরা ও ছাত্র - ছাত্রীরা 'জয় বাংলা' স্লোগান উচ্চারণ করবেন ।
একমাত্র উত্তরা ইপিজেড কৃষিভিত্তিক ,যা উত্তর বঙ্গের নীলফামারীতে অবস্থিত । এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বাংলাদেশে চালুকৃত সরকারী ইপিজেডের সংখ্যা ৮টি ও বেসকারি-২টি( রাঙ্গউনিয়া,চট্টগ্রাম,এবং কোরিয়ান EPZ)। 
এগুলো হলো: 
১। আদমজী ইপিজেড,সিদ্ধিরগঞ্জ,নারায়নগঞ্জ।
২। চট্টগ্রাম ইপিজেড,দক্ষিন হালিশহর,চট্টগ্রাম।
৩। কুমিল-ইপিজেড ।
৪। ঢাকা ইপিজেড, সাভার ,ঢাকা।
৫। ঈশ্বরদ্বী ইপিজেড,ঈশ্বরদ্বী, পাবনা।
৬। কর্ণফুলি ইপিজেড,উত্তর পতেঙ্গা,চট্টগ্রাম ।
৭। মংলা ইপিজেড,মংলা,বাগেরহাট।
৮।উত্তরা ইপিজেড, সোনারায়,নীলফামারী
বাংলাদেশ সংবিধানের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, 'সুপ্রিম কোর্ট' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অভিভাবক । এর দুটি ডিভিশন রয়েছে । যথাঃ অপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ক্লিপবোর্ড হল স্বল্প-মেয়াদী ডাটা স্টোরেজ । এটা র‍্যামের একটা বিশেষ অংশ। Cut, Copy এর জন্য যে ডাটা সিলেক্ট করা হয় সেটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে ক্লিপবোর্ডের মাধ্যমে র‍্যামে সংরক্ষিত হয়। তারপর ইচ্ছা করলে যেকোন জায়গায় স্থানান্তর করা যায়।
-OCR-এর পুর্ণরূপ হলো Optical Character Reader। এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সবধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।

- ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে। বাংলা ভাষার ওসিআর এখনোও তেমন উন্নত হয়নি।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩০ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩০ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুরস্ক ও আলবেনিয়া )
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হল 'কার্টাগেনা প্রটোকল '। 
- ১৯৯৯ সালে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটি ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 
- কিন্তু চুক্তিটি ২৯ জানুয়ারি ,২০০০ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় ।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

১৪৯২ সালে কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন। পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে। 
- পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার । 
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।
- দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল । 
- ১৯৮১ সালে ফ্রান্স প্রথম খালটি খনন কাজ আরম্ভ করে। প্রকৌশলগত ক্রুটির কারণে ফান্স খাল খনন কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ১৯০৪ সালে আমেরিকা খালটির খনন আরম্ভ করে এবং ১৯১৪ সালে সমাপ্ত করে। 
-  পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।
 - এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি’ বলা হয়।

প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশের স্বাধীন দেশ ১৪টি। এর মধ্যে নাউরু ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর রাজধানী ইয়ারেন। 
- তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলকে - মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। 
- মতান্তরে অস্ট্রেলিয়াকেও ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। 
- এ অঞ্চলের দেশসমূহ- অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাস, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, নিউজিল্যান্দ, পালাউ, পাপুয়া নিউগিনি, সামুয়া, সলমাণ দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াটু, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য।

অন্যদিকে, কিউবা ক্যারিবীয় দ্বিপপুঞ্জের একটি দেশ। আর কেনিয়া আফ্রিকা মহাদেশের এবং পানামা মধ্যে আমেরিকার একটি দেশ। 

১৯৪৭ সালের আবহাওয়া কনভেনশনের প্রেক্ষিতে ৫ অক্টোবর ,১৯৪৮ সালে International Union for Conservation of Nature প্রতিষ্ঠিত হয় ।এর সদর দপ্তর সুইজারল্যান্ড গ্লান্ডে অবস্থিত ।সংস্থাটির কাজ হল প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ।
১৩ এপ্রিল ২০১৩ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রুহুল আমীনের নেতৃত্বে একদল গবেষক এটি চালু করেন।
সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যা সংক্ষেপে সিটিবিটি নামে পরিচিত। এটি সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
ব্যাপক মাত্রায় মানুষ ও মনুষ্য নির্মিত স্থাপনা নিমিষে গুড়িয়ে দিতে পারে এমন পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রকে WMD নামে অভিহিত করা হয় ।আর্চবিশপ কসমো গর্ডন ল্যাং ১৯৩৭ সালে প্রথম WMD সম্পর্কে ধারণা দেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ থেকে ১৯২৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোতে ব্যাপক বিনিয়োগের ফলে অর্থনীতিতে অকল্পনীয় ঊর্ধ্বগতিতে উন্নয়ন ঘটতে থাকে ।কিন্তু ২৯ আগস্ট , ১৯২৯ সালে পুঁজিবাজারে হঠাৎ দরপতনের পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে যে অর্থনৈতিক মহামন্দা শুরু হয় তা ইতিহাসে কাল মঙ্গলবার নামে পরিচিতি লাভ করে ।মহামন্দার কারণে সারা বিশ্বের অর্থনীতি ভেঙে পড়ে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত স্থায়ী ছিল।
-2+(-2)-{-2(2)}-2
=-2-2+4-2
=-2


মনে করি ,
       সংখ্যাটি =x
প্রশ্নমতে ,
           ২১x-x=৪২০
       বা,২০x=৪২০
        বা,x=২১
অতএব ,সংখ্যাটি =২১
বাহুর সংখ্যা ৩৬০⁰/৪৫⁰ =৮
মনে করি
          বর্গক্ষেত্রটির একবাহু x
 অতএব,         পরিসীমা   ৪x

প্রশ্নমতে ,৪x=৪০
        বা,    x=১০
অতএব ,
             ক্ষেত্রফল =(বাহু )²
                            =(১০)²
                             =১০০
আয়তক্ষেত্রটির প্রস্থ =দৈর্ঘ্য /৩=৪৮/৩ মিটার
অতএব,
      আয়তক্ষেত্রটির পরিসীমা =২(দৈর্ঘ্য +প্রস্থ )
                                            =২(৪৮+১৬ )
                                            =১২৮ মিটার


প্রথম বৃত্তের ব্যাসার্ধ ৩r হলে ক্ষেত্রফল
=π(৩r)²=৯πr²
দ্বিতীয়  বৃত্তের ব্যাসার্ধ ২r হলে ক্ষেত্রফল
=π(২r)²=8πr²
প্রথম বৃত্তের ক্ষেত্রফল /দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল =৯πr²/8πr²=৯/৪
প্রথম বৃত্তের ক্ষেত্রফল ঃ দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল =৯ঃ৪


Total =n(A)+n(B)-Both+None
বা,30=18+14-Both+5
বা,30=37-Both
বা,Both=37-30
বা,Both=7 জন

অতএব , উভয়টি খেলে 7 জন
৯ জন খেলোয়াড় থেকে ৬ জনকে নির্বাচন করা যায়
          = ⁹C₆ উপায়ে
          = 9.8.7.6!/6!(9-6)!
          =  9.8.7.6!/6!.3!
          =  9.8.7.6!/6!.3!
          = (9.8.7)/(3.2.1)
          = 84 উপায়ে


আমরা জানি ,জুলাই মাস =৩১ দিন
১ দিনের বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে মি
৩১  "  মোট "        পরিমাণ =(০.৬৫× ৩১) সে মি
                                         =২০.১৫ সে মি


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬ জন ছাত্র ৬ পৃষ্ঠা লিখে ৬ মিনিটে
৬  "        "   ১     "     "    ৬/৬ "
১      "   "     ১ "        "    (৬×৬)/৬ "
                                     =৬ মিনিটে
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0