- মানুষের হাড় বা অস্থির চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে যেমন Orthopedics বলা হয়, ঠিক তেমনি মানসিক স্বাস্থ্য বা মনের চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে Psychiatry বলা হয়। - অর্থাৎ, Orthopedic শব্দটি যেমন হাড় বা Bone-এর সাথে সম্পর্কিত, তেমনি Psychiatry শব্দটি মন বা Mind-এর সাথে সম্পর্কিত। - মানুষের মনের বিভিন্ন সমস্যা, আবেগ, আচরণ এবং মানসিক রোগের চিকিৎসা ও গবেষণাই হলো সাইকিয়াট্রি বা মনোরোগবিদ্যা। - অন্যদিকে, চামড়া বা Skin-এর চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে Dermatology বলা হয়। - শিশুদের (Child) চিকিৎসার সাথে সম্পর্কিত বিদ্যাকে Pediatrics বলা হয়। - হৃদপিণ্ড বা Heart-এর চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে Cardiology বলা হয়।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো: - ‘দ্যুলোক’ শব্দটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। - বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে, যে সন্ধি নির্দিষ্ট কোনো নিয়ম বা সূত্র মেনে চলে না, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। - ‘দ্যুলোক’ শব্দের অর্থ হলো আকাশ বা স্বর্গলোক। - সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এর সন্ধি বিচ্ছেদ হলো: দিব্ + লোক = দ্যুলোক। এখানে 'দিব্' (দিব) শব্দের অর্থ স্বর্গ বা দিন, এবং 'লোক' শব্দের অর্থ ভুবন বা জগত।
• উদাহরণ: অন্যান্য কিছু নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো: - আ + চর্য = আশ্চর্য - পর + পর = পরস্পর - গো + পদ = গোষ্পদ - এক +াদশ = একাদশ
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা: - দ্যূ + লোক: এটি ভুল, কারণ 'দ্যূ' কোনো মূল শব্দ বা ধাতু নয় যা থেকে দ্যুলোক শব্দটি গঠিত হয়েছে। - দ্যুল্ + লোক: এটিও ব্যাকরণগতভাবে সঠিক নয়। সন্ধির নিয়মে 'দ্যুল্' বলতে কোনো পদ বা শব্দাংশ এখানে প্রযুক্ত হয় না।
নোট: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী, নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো মুখস্থ রাখা জরুরি কারণ এগুলো সাধারণ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধির সূত্র মানে না।
- ইংরেজি গ্রামারে Able শব্দটি একটি Adjective, যার অর্থ সক্ষম বা যোগ্য। - Enable শব্দটি Verb হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ সক্ষম করা বা সামর্থ্য প্রদান করা। - Unable শব্দটি Adjective, যার অর্থ অক্ষম; এটি Able-এর বিপরীত শব্দ। - Disable শব্দটিও Verb, কিন্তু এর অর্থ অকার্যকর বা অক্ষম করা, যা Enable-এর বিপরীত। - Ability শব্দটি Noun, যার অর্থ ক্ষমতা বা সামর্থ্য।
- ডাক্তার ডাকা অর্থে সাধারণত ইংরেজিতে 'Call in' গ্রুপ ভার্বটি বা phrase-টি ব্যবহৃত হয়। - নির্দিষ্ট করে কাউকে বা সাহায্যর জন্য কাউকে ডাকার ক্ষেত্রে 'Call in' বেশি উপযুক্ত। - ডাক্তার একজন পেশাজীবী (professional person) বা সাধারণ বিশেষ্য (common noun), তাই এর আগে একটি Article (a/the) বসাতে হয়। - সাধারণত অনির্দিষ্ট কোনো ডাক্তারকে ডাকার ক্ষেত্রে 'a doctor' ব্যবহৃত হয়। - তাই ব্যাকরণগতভাবে এবং অর্থগতভাবে সঠিক বাক্যটি হলো – Call in a doctor.
- বাংলা বাক্যে পদের সঠিক প্রয়োগ ও গঠনশৈলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ্য পদের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত বিশেষণ বা প্রত্যয় যোগ করতে হয়। - 'সংশয়' একটি বিশেষ্য পদ। এর সাথে উপযুক্ত প্রত্যয় যোগ করে বিশেষণ গঠন করতে হয় যা পরবর্তী বিশেষ্য বা বাক্যের অর্থকে সঠিকভাবে প্রকাশ করে। - ব্যাকরণগতভাবে 'সংশয়পূর্ণ' শব্দটি ভুল এবং 'সংশয়াপূর্ণ' শব্দটি ব্যাকরণসিদ্ধ নয়। সঠিক শব্দটি হলো 'সংশয়ময়' অথবা 'সংশয়াকুল'।
• সঠিক উত্তর বিশ্লেষণের উদাহরণ: 'জীবন' শব্দটি একটি ভাববাচক বিশেষ্য। যখন আমরা জীবনের এমন অবস্থার কথা বলি যেখানে সন্দেহ বা অনিশ্চয়তা বিরাজ করছে, তখন 'সংশয়' এর সাথে 'ময়' প্রত্যয় যুক্ত হয়ে 'সংশয়ময়' গঠিত হয়। যেমন: "আকাশ মেঘময়" (মেঘপূর্ণ নয়, মেঘ দ্বারা আচ্ছন্ন ভাব বোঝাতে)। ঠিক তেমনি "জীবন সংশয়ময়" (সংশয় দ্বারা আচ্ছন্ন)।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা: - তাহার জীবন সংশয়পূর্ণ: 'সংশয়' শব্দের সাথে সাধারণত 'পূর্ণ' প্রত্যয় যুক্ত হয় না। 'পূর্ণ' সাধারণত এমন বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় যা কোনো পাত্র বা স্থান ভরাট করে (যেমন: জলপূর্ণ কলস)। কিন্তু সংশয় একটি মানসিক অবস্থা, তাই এর ক্ষেত্রে 'ময়' (আচ্ছন্ন অর্থে) বা 'অাপন্ন' বেশি মানানসই। ব্যাকরণগতভাবে 'সংশয়পূর্ণ' প্রয়োগটি অশুদ্ধ। - তাহার জীবন সংশয়াপূর্ণ: 'সংশয়াপূর্ণ' শব্দটি সন্ধি বা সমাস কোনো নিয়মেই গঠিত হয় না। এটি একটি ভুল শব্দগঠন। - কোনোটিই নয়: যেহেতু 'তাহার জীবন সংশয়ময়' বাক্যটি শুদ্ধ, তাই এই অপশনটি সঠিক নয়।
নোট: বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম ও শব্দগঠন অনুসারে মানসিক অবস্থা বা ভাববাচক বিশেষ্যের গভীরতা বোঝাতে অধিকাংশ ক্ষেত্রে 'ময়' প্রত্যয় ব্যবহৃত হয় (যেমন: আনন্দময়, বিষাদময়, সংশয়ময়)। অন্যদিকে, 'সংশয়াপন্ন' শব্দটি দিয়েও শুদ্ধ বাক্য গঠন করা যায় (যেমন: তাহার জীবন এখন সংশয়াপন্ন), তবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'সংশয়ময়' সর্বাপেক্ষা সঠিক।
- Inimical শব্দটির অর্থ হলো ক্ষতিকর, বিরোধী বা প্রতিকূল অবস্থা, যা Hostile বা Unfriendly-এর সমার্থক । - প্রদত্ত অপশনগুলোর মধ্যে Hostile (শত্রুতাপূর্ণ) এবং Angry (রাগান্বিত) শব্দগুলো Inimical-এর সমার্থক বা কাছাকাছি অর্থ প্রকাশ করে। - Indifferent মানে হচ্ছে উদাসীন বা নিস্পৃহ, যার সাথে বন্ধুভাবাপন্ন বা শত্রুভাবাপন্ন হওয়ার সরাসরি সম্পর্ক নেই। - অন্যদিকে Friendly শব্দটির অর্থ হলো বন্ধুত্বপূর্ণ বা অনুকূল, যা Inimical-এর অর্থের সম্পূর্ণ বিপরীত। - তাই, সঠিক এন্টোনিম বা বিপরীতার্থক শব্দটি হলো Friendly।
- Sustainable Development Goal (SDG)-এর মোট লক্ষ্য বা গোল সংখ্যা হলো ১৭টি। - এটি ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) অনুমোদিত হয়, যার মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা। - এসডিজির এই ১৭টি লক্ষ্যের অধীনে ১৬৯টি সুনির্দিষ্ট সহযোগী লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করা হয়েছে। - এর লক্ষ্যগুলোর মধ্যে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং লিঙ্গ সমতা অন্যতম প্রধান বিষয়। - ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG-এর ধারণা প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP মূলত এই লক্ষ্যগুলো অর্জনের স্কোর কিপার হিসেবে দায়িত্ব পালন করে। - পূর্ববর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG-এর মেয়াদ শেষ হওয়ার পর ২০১৫ সালে এই নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়।
- বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। পৃথিবীর সব ভাষায়ই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। তখন বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে ভাব বিনিময়ের জন্য একটি মার্জিত ও সর্বজনগ্রাহ্য ভাষার প্রয়োজন হয়ে পড়ে। তাকে প্রমিত ভাষা বা উচ্চকক্ষ বা শিষ্ট ভাষা বলে। কালক্রমে এই ভাষারূপটি বা প্রমিত ভাষাটি সাহিত্য রচনার ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। - বাংলা ভাষার এই লিখিত রূপের দুটি প্রধান রীতি রয়েছে: সাধু রীতি এবং চলিত রীতি। - সাধু রীতি: বাংলা গদ্যের যে রূপটি অপেক্ষাকৃত গুরুগম্ভীর, তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করে, তাকে সাধু রীতি বলে। এই রীতিতে সংস্কৃত বা তৎসম শব্দের ব্যবহার অনেক বেশি লক্ষ্য করা যায়। তৎসম মানে ‘তার সমান’ অর্থাৎ সংস্কৃতের সমান। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দই তৎসম শব্দ। সাধু ভাষায় এদের প্রাধান্য থাকে।
উদাহরণ: - সাধু: "মস্তক" (তৎসম শব্দ) - *তাহার মস্তকে আঘাত লাগিল।* - চলিত: "মাথা" (তদ্ভব শব্দ) - *তার মাথায় আঘাত লাগল।* এখানে 'মস্তক' শব্দটি তৎসম এবং এটি সাধু রীতিতে ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে, 'মাথা' শব্দটি তদ্ভব এবং এটি চলিত রীতিতে অধিক ব্যবহৃত।
ভুল অপশনগুলোর ব্যাখ্যা: - চলিত রীতি: এই রীতিতে তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি হয়। এখানে তৎসম শব্দের ব্যবহার কম এবং ক্রিয়া ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাই এটি ভুল উত্তর। - মিশ্র রীতি: সাধু ও চলিত ভাষার মিশ্রণকে ‘গুরুচণ্ডালী দোষ’ বলা হয়, যা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। এটি কোনো স্বীকৃত বা আদর্শ রীতি নয়। - আঞ্চলিক রীতি: এটি বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষা বা কথ্য রূপ। একে উপভাষাও বলা হয়। এতে আঞ্চলিক শব্দের আধিক্য থাকে, তৎসম শব্দের ব্যবহার সুনির্দিষ্ট নয় এবং স্থানভেদে ভিন্ন হয়।
গুরুত্বপূর্ণ নোট: - সাধু রীতির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে সংস্কৃত বা তৎসম শব্দের প্রয়োগ বেশি। - সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় (যেমন: *তাহারা* খেলাইতেছে)। - পক্ষান্তরে, চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় (যেমন: *তারা* খেলছে)।
- NAM-এর পূর্ণরূপ হলো Non-Aligned Movement বা জোট নিরপেক্ষ আন্দোলন। - এই সংস্থার কোনো স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই। - এর কার্যক্রম পরিচালিত হয় চেয়ারম্যান বা সভাপতির নিজ দেশে, যিনি বর্তমানে সংস্থার নেতৃত্বে থাকেন। - প্রতি বছর সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এর সমন্বয় ব্যুরোর বৈঠক অনুষ্ঠিত হয়। - বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২০টি। - এর প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালে বেলগ্রেডে অনুষ্ঠিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC) প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর। - সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৭টি এবং বর্তমানে ৮টি। - সার্কভুক্ত দেশগুলো হলো – বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান (২০০৭ সালে যোগ দেয়)। - সার্ক গঠনের মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।
- এখানে turned over শব্দটির অর্থ হচ্ছে উল্টে যাওয়া বা capsized। - বাক্যটির অর্থ হলো: ক্যাপ্টেন নৌকাটি ত্যাগ করেছিলেন কারণ এটি উল্টে গিয়েছিল। - নৌকা বা জাহাজ যখন পানিতে উল্টে যায়, তখন সেটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জীবন বাঁচাতে তা ত্যাগ করতে হয়। - অন্য অপশনগুলোর অর্থ এখানে প্রাসঙ্গিক নয়, যেমন turned up অর্থ উপস্থিত হওয়া বা খুঁজে পাওয়া। - Tuned down বা turned bottom শব্দগুলো নৌকা সংক্রান্ত কোনো সঠিকPhrasal Verb বা অর্থ তৈরি করে না।
কম্পিউটারে Function Key হলো সাধারণত কিবোর্ডের উপরের সারিতে অবস্থিত F1 থেকে F12 পর্যন্ত চিহ্নিত বিশেষ বোতামগুলো, যা নির্দিষ্ট কিছু কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়।
- মাইক্রোসফট অফিসে (যেমন: Word, Excel) কোনো ফাইল বা ডকুমেন্টকে নতুন করে সংরক্ষণ করার জন্য 'Save As' উইন্ডো চালু করতে F12 কী (Key) ব্যবহার করা হয়। - F1 সাধারণত সাহায্য বা Help মেনু চালু করার জন্য ব্যবহৃত হয়। - F2 কোনো নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করার কাজে লাগে। - F5 উইন্ডো রিফ্রেশ (Refresh) করতে বা স্লাইড শো শুরু করতে ব্যবহৃত হয়। - F6 ব্রাউজারের অ্যাড্রেস বারে কার্সর নিয়ে যেতে সাহায্য করে। - F8 সাধারণত উইন্ডোজ চালু হওয়ার সময় 'বুট মেনু' বা 'সেফ মোড' (Safe Mode) চালু করতে ব্যবহৃত হয়। - F10 সক্রিয় অ্যাপ্লিকেশনের মেনু বার (Menu Bar) সক্রিয় করতে ব্যবহৃত হয়।
এখন, ৪র্থ পদের সমীকরণ (iii) থেকে $a$ এর মান বসিয়ে পাই, $a + 3d = 16$ বা, $-5 + 3d = 16$ বা, $3d = 16 + 5$ [পক্ষান্তর করে] বা, $3d = 21$ বা, $d = 21/3$ $\therefore d = 7$
এখন, সমীকরণ (i) এ $a$ ও $d$ এর মান বসিয়ে পাই, $p = a + d$ বা, $p = -5 + 7$ $\therefore p = 2$
আবার, সমীকরণ (ii) এ $a$ ও $d$ এর মান বসিয়ে পাই, $q = a + 2d$ বা, $q = -5 + 2 \times 7$ বা, $q = -5 + 14$ $\therefore q = 9$
সুতরাং, নির্ণেয় মান $p = 2$ এবং $q = 9$।
বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক): যেহেতু, $-5, p, q, 16$ সমান্তর অনুক্রমে আছে, তাই এদের সাধারণ অন্তর সমান হবে। অর্থাৎ, ২য় পদ - ১ম পদ = ৩য় পদ - ২য় পদ = ৪র্থ পদ - ৩য় পদ।
আমরা জানি, (x + y)² = (x - y)² + 4xy বা, (x + y)² = (2)² + 4 × 24 [মান বসিয়ে] বা, (x + y)² = 4 + 96 বা, (x + y)² = 100 বা, x + y = ±√100 বা, x + y = ±10 যেহেতু প্রশ্নে x এর ধনাত্মক মান চাওয়া হয়েছে এবং x ও y এর গুণফল ধনাত্মক (24), তাই আমরা x + y = 10 ধরে পাই।
সুতরাং, x + y = 10 ............(ii)
এখন, সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই, x - y = 2 x + y = 10 ---------------- 2x = 12 বা, x = 12 / 2 বা, x = 6
সঠিক উত্তর: 6
শর্টকাট বা বিকল্প সমাধান (Mental Math): এমন দুটি সংখ্যা চিন্তা করতে হবে যাদের গুণফল 24 এবং বিয়োগফল 2। আমরা জানি, 4 × 6 = 24 (কিন্তু 6 - 4 = 2) 8 × 3 = 24 (কিন্তু 8 - 3 = 5) 12 × 2 = 24 (কিন্তু 12 - 2 = 10)
এখানে দেখা যাচ্ছে, সংখ্যা দুটি হলো 6 এবং 4, কারণ 6 × 4 = 24 এবং 6 - 4 = 2। যেহেতু প্রশ্নে বিয়োগফল (x - y) দেওয়া আছে, তাই বড় সংখ্যাটি অবশ্যই x হবে। সুতরাং, x = 6।
- এখানে শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'works' যার অর্থ সাহিত্যিক রচনাবলি। - শেক্সপিয়ার একজন বিখ্যাত লেখক ছিলেন এবং তার সামগ্রিক সাহিত্যকর্মকে বোঝাতে works শব্দটি ব্যবহার করা হয়। - ইংরেজি গ্রামার অনুযায়ী, 'Most of the' ফ্রেজটির পর যদি কাউন্টেবল নাউন (Countable Noun) আসে, তবে তা অবশ্যই Plural বা বহুবচন হতে হবে। - অপশনগুলোর মধ্যে 'poem' এবং 'play' সিঙ্গুলার বা একবচন, তাই এগুলো সঠিক নয়; সঠিক হতো যদি এগুলো plural (poems/plays) থাকত। - অন্যদিকে Drama শব্দটি সাধারণত একটি জনরা বা সাহিত্যের ধরণ বোঝায়, নির্দিষ্ট কোনো বই বা রচনা বোঝাতে এটি সরাসরি বহুবচনে ব্যবহার কম হয়। - তাই সবদিক বিবেচনায় Works শব্দটিই এখানে সবচেয়ে উপযুক্ত, যা দ্বারা শেক্সপিয়ারের সকল নাটক, কবিতা ও অন্যান্য লেখার সমষ্টিকে বোঝানো হয়েছে।
- ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক রকেট হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে এই সংঘাতের সূচনা করে। - এই হামলাটি অপারেশন আল-আকসা ফ্লাড নামে পরিচিত ছিল। - এর জবাবে ইসরায়েল গাজায় অপারেশন আয়রন সোর্ডস নামে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। - এই দিনটি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ইতিহাসে একটি অন্যতম রক্তক্ষয়ী ও গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত। - সংঘাতটি ২০২৩ সালে শুরু হলেও এর রেশ ২০২৪ সালেও অব্যাহত রয়েছে।
- প্রদত্ত বাক্যে 'Much' শব্দটি একটি Determiner হিসেবে ব্যবহৃত হয়েছে। - Determiner হলো এমন শব্দ যা কোনো Noun-এর পূর্বে বসে সেই Noun-এর সংখ্যা, পরিমাণ বা নির্দিষ্টতা নির্দেশ করে। - এখানে 'Much' শব্দটি 'Time' (সময়) নামক Noun-টির পূর্বে বসে তার পরিমাণ বোঝাচ্ছে। - Uncountable Noun (যা গণনা করা যায় না, যেমন- Time, Water) এর পূর্বে সাধারণত Much ব্যবহৃত হয়। - অন্যদিকে, 'Will' হলো Auxiliary verb, 'Take' হলো Main verb এবং 'Time' হলো Noun।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কোনো জেলার সাথেই ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। - তাই সঠিক উত্তরটি খুলনা হবে, রাজশাহী নয় (রাজশাহীর সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে)। - বাংলাদেশের সর্বমোট ৮টি বিভাগের মধ্যে ৬টি বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ আছে। - ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই এমন দুটি বিভাগ হলো বরিশাল ও ঢাকা (বৃহত্তর অর্থে এবং কিছু সূত্র অনুযায়ী খুলনা বিভাগেরও উল্লেখ পাওয়া যায়, তবে খুলনা জেলার সাথে সীমান্ত নেই)। - অপশনে থাকা সাতক্ষীরা, যশোর এবং রাজশাহী জেলাগুলোর সাথে ভারতের প্রত্যক্ষ সীমান্ত সংযোগ রয়েছে। - রাজশাহী জেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত বিদ্যমান। - খুলনা জেলাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি সম্পূর্ণভাবে সুন্দরবন এবং উপকূলীয় এলাকা দ্বারা বেষ্টিত, যার কোনো অংশ ভারতের সাথে সরাসরি যুক্ত নয়।
- গারো, মনিপুরি এবং সাঁওতাল হলো বাংলাদেশের স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। - অন্যদিকে, রোহিঙ্গা হলো মিয়ানমারের আরাকান রাজ্যের একটি জাতিগোষ্ঠী। - মিয়ানমার সরকারের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, তাই তারা বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়। - বাংলাদেশের সংবিধান অনুযায়ী গারো, মনিপুরি, চাকমা ইত্যাদি জাতিগোষ্ঠীকে 'ক্ষুদ্র নৃগোষ্ঠী' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- ৮ আগস্ট ২০২৪ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। - এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে মোট নারী উপদেষ্টা রয়েছেন ৪ জন। উপদেষ্টা পরিষদের নারী সদস্যরা হলেন- সৈয়দা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফরিদা আখতার এবং বিদ্যা অমৃত খান। - সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। - নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। - শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। - ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
- Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি, যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে।
- চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এর মূল চালিকাশক্তি হলো AI, যা অটোমেশন এবং ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে শিল্পখাতে আমূল পরিবর্তন আনছে।
- ডিজিটাল ডিভাইস (Digital Device) বা স্মার্টফোন এবং কম্পিউটারের মতো যন্ত্রগুলো AI ব্যবহার করে ফেস রিকগনিশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা ব্যক্তিগত রিকমেন্ডেশনের মতো সুবিধা প্রদান করে।
- ক্লাউড সার্ভার (Cloud Server) বিপুল পরিমাণ ডেটা জমা রাখার ও প্রসেস করার ক্ষমতা দেয়, যা জটিল AI অ্যালগরিদম চালানোর জন্য অত্যন্ত জরুরি।
- এছাড়া Machine to Machine (M2M) যোগাযোগ এবং Internet of Things (IoT) প্রযুক্তির কার্যকারিতাও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গভীরভাবে নির্ভরশীল।
- মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক প্রত্যঙ্গ বলা হয়। - এই বাক প্রত্যঙ্গগুলোকে একত্রিতভাবে বাগযন্ত্র বা বায়ুযন্ত্র বলা হয়। - বাগযন্ত্রের প্রধান কাজ দুটি- শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা, তবে এগুলো ভাষার ধ্বনি সৃষ্টিতেও ভূমিকা রাখে। - বাগযন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে- ফুসফুস, স্বরতন্ত্রী বা শ্বসনযন্ত্র, গলনালি, জিভ, আলজিভ, দাঁত, ঠোঁট, নাক, তালু ও মাড়ি ইত্যাদি। - প্রশ্নানুযায়ী, শ্বসযন্ত্র, ফুসফুস ও দাঁত সবগুলোই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত, তাই সঠিক উত্তর হবে 'উপরের সবকটি'।
- ইংরেজি গ্রামার অনুযায়ী 'jeans' (জিনস) শব্দটি সবসময় বহুবচন বা Plural Noun হিসেবে ব্যবহৃত হয় কারণ এর দুটি পা থাকে। - যখন নির্দিষ্ট সংখ্যা (যেমন- two, three) উল্লেখ করা হয়, তখন 'pair' শব্দটিকেও বহুবচন করতে হয়, অর্থাৎ 'pairs' হবে। - বাক্যে 'Two' থাকার কারণে 'pair' এর সাথে 's' যুক্ত হয়ে 'pairs' হয়েছে। - তাই সঠিক গঠনটি হবে "pairs of jeans"।
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ, যেকোনো তিনটি বাহু $a, b, c$ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে যদি— ১. $a + b > c$ ২. $b + c > a$ ৩. $c + a > b$ হয়।
অপশন ৩ (২, ৪, ৭): ছোট দুটি বাহুর সমষ্টি = $2 + 4 = 6$ তৃতীয় বাহু = $7$ এখানে, $6 < 7$ যেহেতু দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তাই ত্রিভুজ গঠন করা যাবে না।
অপশন ৪ (৩, ৪, ৬): $3 + 4 = 7 > 6$ (সত্য) $4 + 6 = 10 > 3$ (সত্য) $6 + 3 = 9 > 4$ (সত্য) $\therefore$ ত্রিভুজ গঠন করা সম্ভব। সুতরাং, ২, ৪, ৭ বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
শর্টকাট টেকনিক: প্রদত্ত তিনটি বাহুর মধ্যে সবচেয়ে ছোট দুটি বাহু যোগ করে দেখব, যোগফল তৃতীয় (সবচেয়ে বড়) বাহুটির চেয়ে বড় কিনা। যদি যোগফল বড় হয়, তবে ত্রিভুজ আঁকা যাবে। আর যদি যোগফল তৃতীয় বাহুর সমান বা ছোট হয়, তবে ত্রিভুজ আঁকা যাবে না।
এখানে, অপশন ৩-এ ছোট দুই বাহু ২ এবং ৪। এদের যোগফল ($2 + 4 = 6$), যা সবচেয়ে বড় বাহু ৭ অপেক্ষা ছোট। তাই এটি দিয়েই ত্রিভুজ হবে না।
- বাংলা ব্যাকরণে ‘ণ-ত্ব ও ষ-ত্ব বিধান’ ধ্বনিতত্ত্ব (Phonology) অংশে আলোচিত হয়। - ‘ণ-ত্ব বিধান’ হলো তৎসম শব্দে ‘ণ’ (মূর্ছন্য ণ) ব্যবহারের নিয়ম। - ‘ষ-ত্ব বিধান’ হলো তৎসম শব্দে ‘ষ’ (মূর্ছন্য ষ) ব্যবহারের নিয়ম। - যেহেতু 'ণ' বা 'ষ' এক প্রকার ধ্বনি বা বর্ণ, তাই এদের ব্যবহারের নিয়ম ধ্বনিতত্ত্বের অন্তর্গত হওয়াই যুক্তিযুক্ত। ধ্বনিতত্ত্বে ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন এবং ণ-ত্ব ও ষ-ত্ব বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। - NCTB-এর পাঠ্যপুস্তক ও বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ধ্বনিতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা: - বাক্যতত্ত্ব (Syntax): এই অংশে বাক্যের গঠন, পদের ক্রম এবং বাক্যের বিভিন্ন উপাদানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। যেমন- বাগধারা বা এক কথায় প্রকাশ বাক্যতত্ত্বের বিষয়। - রূপতত্ত্ব (Morphology): একে শব্দতত্ত্বও বলা হয়। এই অংশে শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, সমাস এবং পদ প্রকরণ নিয়ে আলোচনা করা হয়।
- HTTPS এর পূর্ণরূপ হলো Hypertext Transfer Protocol Secure। - এটি ইন্টারনেটে নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল বা নিয়ম। - এই প্রোটোকলটি ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে তথ্যের আদান-প্রদানকে এনক্রিপ্ট (Encrypt) করে সুরক্ষিত রাখে। - ফলে হ্যাকার বা তৃতীয় কোনো পক্ষ সহজে এই তথ্য চুরি বা পরিবর্তন করতে পারে না। - আধুনিক সব অনলাইন ব্যাংকিং এবং ই-কমার্স সাইটে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে HTTPS ব্যবহার করা অত্যাবশ্যক।
‘লাপাতা’ শব্দের ‘লা’ উপসর্গটি আরবি ভাষা থেকে এসেছে। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলোর মধ্যে আরবি উপসর্গের সংখ্যা নেহাত কম নয়। আরবি 'লা' (لا) শব্দের সাধারণ অর্থ হলো 'না' বা 'নেই'। বিশেষ্য বা বিশেষণের আগে বসে এটি সাধারণত অভাব বা নেতিবাচক অর্থ প্রকাশ করে।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো: * বাংলা ভাষায় ব্যবহৃত প্রধান কয়েকটি আরবি উপসর্গ হলো: ‘আম’, ‘খাস’, ‘লা’, ‘গর’ ইত্যাদি। * ‘লা’ উপসর্গটি যে শব্দের আগে যুক্ত হয়, সেই শব্দের অর্থকে এটি নেতিবাচক করে তোলে বা কোনো কিছুর অনুপস্থিতি বোঝায়।
উদাহরণ: * লাজওয়াব: যার কোনো জবাব নেই। * লাওয়ারিশ: যার কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী নেই। * লাপাত্তা: যার কোনো পাত্তা বা খোঁজ নেই। * লাখেয়াজ: যার কোনো খেয়াজ বা খাজনা দিতে হয় না (নিষ্কর)।
ভুল অপশনগুলোর ব্যাখ্যা: * ফারসি: ফারসি ভাষার উল্লেখযোগ্য উপসর্গগুলো হলো— ‘কার’, ‘দর’, ‘না’, ‘নিম’, ‘ফি’, ‘ব’, ‘বে’, ‘বর’, ‘বদ্’ ইত্যাদি। ‘লা’ ফারসি উপসর্গ নয়। * ইংরেজি: ইংরেজি উপসর্গগুলো হলো— ‘ফুল’, ‘হাফ’, ‘হেড’, ‘সাব’ ইত্যাদি। * চীনা: বাংলা ব্যাকরণে চীনা উপসর্গের ব্যবহার নেই বললেই চলে। চীনা ভাষা থেকে আসা কিছু শব্দ (যেমন: চা, চিনি) থাকলেও উপসর্গ হিসেবে এর প্রয়োগ নেই।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ‘Some time’ শব্দগুচ্ছটি noun phrase; যার অর্থ ‘কিছু সময়’। - প্রদত্ত বাক্যের অর্থ দাঁড়ায় ‘আমি রোগীর সাথে কিছু সময় ব্যয় করেছি’। - অন্যদিকে, Sometimes একটি adverb; যার অর্থ ‘মাঝে মাঝে’। - Sometime একটি adverb; যার অর্থ ‘অনির্দিষ্ট কোনো সময়ে’। - এবং Some times বলতে বোঝায় ‘কতিপয় বার’ বা ‘কয়েকবার’। - বাক্যে অর্থের সামঞ্জস্য রক্ষার্থে শূন্যস্থানে তাই সঠিক উত্তর হবে some time।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।