বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ১৮.০৩.২০২২ (75 টি প্রশ্ন )
কোন কাজ পূর্ব থেকে আরম্ভ করে বর্তমান সময়ে চলছে বোঝাতে present perfect continuous tense এর ব্যবহার । structure :sub+have been/has been +v1+ing +বাকি অংশ ।
সাধারণত দুইটি principal clause যদি and,but,or ইত্যাদি conjunction দ্বারা যুক্ত হয় ,তাহলে তাকে compound sentence বলে । Compound sentence এ ব্যবহৃত conjunction এর উভয় পাশেই একই tense এ structure হয়ে থাকে ।




Vital Information Resources Under Seize (VIRUS) এক ধরনের প্রোগ্রাম (Software) যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। এই Program কিছু নির্দেশ বহন করে যা Computer এর CPU কর্তৃক গ্রহণ করে Computer-কে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। ১৯৭১ সালে বব থমাস প্রথম Computer Virus তৈরি করেন আর ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন Virus নামকরণ করেন। ভিয়েনা, জেরুজালেম, সিআইএইচ, অ্যানা কুর্নিকোভা কম্পিউটার ভাইরাস।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে। যেমনঃ MS Word, MS Excel, Photoshop, Notepad etc.
সিস্টেম সফটওয়্যার একটি কম্পিউটার সফটওয়্যার যেটার নকশা করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য। এটি একটি অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের সকল অংশকে একত্রে কাজ করায়। যেমন ডেটা আদান প্রদান, আউটপুট তৈরী এবং প্রদর্শন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Program তৈরির জন্য ব্যবহৃত নিয়ম-কানুন ও সংকেতগুলোকে একত্রে programming Language বলে ।BASIC,COBOL, FORTRAN,PASCAL,C++ Java হচ্ছে তৃতীয় প্রজন্মের উচ্চ স্তরের ভাষা ।আর ওরাকল ডেটাবেজ সফটওয়্যার ।অন্যদিকে ,Internet -এ প্রতিটি কম্পিউটারের জন্য একটি number (identity ) থাকে ,যা internet protocol address নামে পরিচিত ।আমেরিকার internet assigned number authority নামক প্রতিস্থান এটি প্রদান করে থাকে ।IP Address এ দুটি অংশ থাকে i.Network ID ও User ID বা Host ID.
- কম্পিউটিংয়ে, একটি হাইপারলিংক (ইংরেজি: Hyperlink) হল উপাত্তের একটি রেফারেন্স বা ইঙ্গিত যা পাঠক সরাসরি ক্লিক করে বা মাউস রাখার দ্বারা অনুসরণ করতে পারে। একটি নথির একটি সম্পূর্ণ নথিতে অথবা একটি নির্দিষ্ট উপাদানে একটি হাইপারলিংক পয়েন্ট করে। হাইপারটেক্সট হল লেখাসহ হাইপারলিংক।

- হাইপারটেক্সক্ট রেফারেন্স(href) href এট্রিবিউট নিদের্শ করে যে ইউজার ক্লিক করে কোথায় যাবে।Hypertext reference হতে পারে Internal, Local, Global ।

সম্পূর্ণ স্বয়ংক্রিভাবে মানুষ এবং কম্পিউটার এর মধ্যে পার্থক্য যাচাইকরণ প্রক্রিয়া হলো- Completely Automated Public Turning Test to Tell Computers and Humans Apart (CAPTCHA). ওয়েবসাইটের সুরক্ষার জন্য ও স্প্যামিং রোধ করার জন্য একজন মানুষ সহজেই CAPTCHA বুঝতে পারে, কিন্তু Robot তা পারে না।


Ms-Excel বর্তমান সময়ে জনপ্রিয় Spread Sheet software .এটি হিসাব -নিকাশের কাজ করার জন্য ব্যবহার করা হয় .১৯৮৫ সালে মাইক্রোসফট কোম্পানি Ms-Excel এর ১ম সংস্ক্ররণ বাজারে নিয়ে আসে।
Solid State Drive (SSD) হল কম্পিউটারে ব্যবহৃত নতুন প্রজন্মের Storage device (Memory ) ।এটি একই রকমভাবে হার্ড ডিস্ক ড্রাইভের মতো কম্পিউটারে ডাটাগুলিকে স্টোর করে রাখে ।SSD মূলত কম্পিউটারে এক ধরনের ফ্ল্যাশ স্টোরেজ ব্যবস্থা ,যার মূল কাজ হল তথ্য সংরক্ষণ করা ।

একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত তখন তাকে নেটওয়ার্ক বলে ।কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা একে অপরের সাথে ফাইল ,প্রোগ্রাম ও স্টোরেজ শেয়ার করতে পারে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'প্রিন্ট ভিউ মোড' অপশনে একটা ডকুমেন্ট প্রিন্ট হলে কেমন দেখাবে সেটা আগে থেকে দেখা যায় তারপর একমাত্রা 'প্রিন্ট ভিউ মোড' থেকে প্রিন্ট করা যায়।
Ctrl + V = Paste
Ctrl + I = Italic
Ctrl + B = Bold

অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। যা শুধু ইলাস্ট্রেটর নামেই বেশি পরিচিত। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অনতম। বর্তমানে অ্যাডোবি আরেকটি অন্যতম প্লাটফর্ম ফিগমাকে ক্রয় করে নিয়েছে।
ফেসবুক- Social media
স্কাইপ- voice calling app
গুগল মিট- voice calling app

ইনপুট পেরিফেরালঃ মাউস,কি-বোর্ড,ওয়েব ক্যাম,মাইক্রোফোন।
আউটপুট পেরিফেরালঃ মনিটর,প্রজেক্টর,প্রিন্টার,স্পীকার ইত্যাদি।
United Nations Environment Programme (UNEP) ২০০৪ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' চালুর ঘোষণা দেয়। পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সাল থেকে সংস্থাটি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চার ক্যাটাগরিতে (নীতিনির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ) পুরস্কার প্রদান করে আসছে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৭ আগস্ট, ১৯০৫ সালে কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটি প্রথম গীত হয়েছিল । ৭ সেপ্টেম্বর,১৯০৫ সালে রবীন্দ্রনাথ স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয় ।একই বছরে বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল ।পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতান স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয় .২৫ চরণ বিশিষ্ট এই গানের /কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ , ১৯৭১ সালে ঘোষণা করা হয় ।জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী , কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0