প্রাণিসম্পদ অধিদপ্তর (অফিস সহ. কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) – ১৮.০৩.২০২৩ (70 টি প্রশ্ন )
আমরা জানি,
I=Pnr/100
 = (২০০০×১×১২)/১০০
 =২৪০
 

ab= 4 × 3 =12
আমরা জানি, 
১+২+৩+..................+n={n(n+1)}/2
∴১+২+৩+..................+১০০ =  {১০০(১০০+১)}/২
                                         =(১০০ × ১০১)/২
                                         =৫০৫০

- যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক ক্রমান্বয়ে বারবার বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, তাদের আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলা হয়।
- আবৃত অঙ্কগুলো বারবার উপস্থিতি বোঝানোর জন্য তাদের ওপর (.) চিহ্ন (আবৃত বা পৌনঃপুনিক বিন্দু) ব্যবহার করা হয়। যেমন: ৩.৩৩৩৩... = ৩.৩.
মনে করি, পুত্রের বয়স = x বছর
∴পিতার বয়স = ৩x বছর
প্রশ্নমতে, ৩x = ৪৮
         ⇒ x=১৬
অপশন গুলোর মধ্যে ৩ মৌলিক সংখ্যা।
১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট
দেওয়া আছে, x = 4
∴x4= 44 = 256
১২ এর ২৫% = ১২ × (২৫/১০০) =৩


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬৪ এর বর্গমূল = √৬৪ = ±৮
বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ = ৩৬০º
১০° কোণের পূরক কোণ = ৯০°- ১০ ° = ৮০ °
'By any means' Phrase- টির অর্থ যে কোনো মূল্যে। By any means he will do the work -যে কোন মূল্যে সে কাজটি করবে।
কৰ্ণ = √(8২ + ৩২)= √(১৬ +৯) = √২৫ = ৫

সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ ৬০° 

0.2 × 0.2 =0.04
‘Call in question ( সন্দেহ) idiom-টির অর্থ- doubt.
শূন্যস্থানে at large ( স্বাধীনভাবে/ মুক্তভাবে) idiom-টি বসালে বাক্যটি যথাযথ হয়। Birds fly at large in the sky- পাখিরা মুক্তভাবে আকাশে ওড়ে।
শূন্যস্থানে brave (সাহসী/নিৰ্ভীক) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে। কারণ article এর পরে adjective + noun বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
‘কোনো কিছুর জন্য/দরুন' অর্থ প্রকাশ করতে conjunction হিসেবে because of / because উভয়ই ব্যবহৃত হয়। Phrase এর পূর্বে because of এবং clause এর পূর্বে because বসে। সুতরাং শূন্যস্থানে because of বসবে।
'কোনো কিছুর প্রতি ঘৃণা/ বিতৃষ্ণা' অর্থ প্রকাশ করতে abbhorance এর পরে preposition হিসেবে of বসে। He has abbhorance of war- তার যুদ্ধের প্রতি ঘৃণা আছে।
Freedom ( স্বাধীনতা) এর synonym হচ্ছে emancipation ( স্বাধীনতা)।
সাধারণত adjective এর সাথে ly যুক্ত করলে adverb হয়। সুতরাং slow এর adverb হচ্ছে slowly.
Cats and dogs ( মুষলধারে/প্রচুর পরিমাণে) idiom - heavy.
কোনো বাক্যে sub + wish/fancy থাকলে সাধারণত দ্বিতীয় বাক্যে sub + V2 অথবা sub + would/could + v বসে। তবে, unreal past বুঝাতে to be verb থাকলে তা সর্বদাই were হয়।
সময়, দূরত্ব এবং পরিমাপের সমষ্টিগুলোকে দেখতে plural এর মতো মনে হলেও এরা singular verb গ্রহণ করে।
‘কোনো কিছু খেয়ে বেঁচে থাকা" অর্থে live এর পরে preposition হিসেবে on বসে। The cow live on gras- গরু ঘাস খেয়ে বেঁচে থাকে।
Commence (শুরু করা) অর্থ- start. End/Finish/final- শেষ/চূড়ান্ত
একটি জিনিসের পরিবর্তে অন্য জিনিস বোঝাতে instead of এবং in lieu of উভয়ই ব্যবহৃত হয়। তবে instead of সাধারণত বাক্যের শুরুতে বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অতীতকালে সংঘটিত দুটি কাজ before দ্বারা যুক্ত হলে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite হয়। The patient had died before the doctor came- ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0