ঔষধ প্রশাসন অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ২৬-০৪-২০২৪ (69 টি প্রশ্ন )
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৫(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক - ১) = ৫ × ৩ক
বা, ক - ১ = ১৫
বা, ক = ১৬
∴ ক = ৪

সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
∴ সংখ্যা তিনটির গড় = (৩ + ৪ + ৫)/৩
                          = ১২/৩
                          = ৪
০.১ × ০.০১ × ০.০০১
= ০.০০০০০১
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) = ৪৫০ টাকা
ভাজক  = ০.৫
ভাগফল = ০.৫/১০ = ০.০৫

ভাজ্য = ভাজক × ভাগফল
        = ০.৫ × ০.০৫
         = ০.০২৫ 
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ কাঠা = ১.৬৫ শতক
- ১ লিটার =১০০০ মিলিলিটার। 
ধরি,
বৃহত্তম কোণ = x°
ক্ষুদ্রতম কোণ = (x - 5)° 

প্রশ্নমতে,
x + (x - 5) = 90 
বা, 2x - 5 = 90 
বা, 2x = 95 
∴ x = 47.5 

∴ ক্ষুদ্রতম কোণ = (47.5 - 5)°
                    = 42.5° 
3n ÷ 3n - 1

= 3n- n + 1

= 31

= 3 
০.০৭ এর ৩%
= ০.০৭ এর (৩/১০০) 
= ০.২১/১০০ 
= ০.২১%
logx324 = 4
বা, x4 = 324
বা, (x2)2 = (9 × 2)2
বা, x2 = 9 × 2
বা, x = √(9 × 2)
 ∴ x = 3√2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
  ক - ক এর ৪০% = ৩০
বা, ক - ক এর (৪০/১০০) = ৩০
বা, ক - (৪০ক/১০০) = ৩০
বা, (১০০ক - ৪০ক /১০০) = ৩০
বা, ৬০ক = ৩০০০
বা, ক = ৩০০০/৬০
  ∴ ক = ৫০
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট।
- সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)। 

- ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ৮টি। 
ধরি,
বিক্রয়মূল্য = x টাকা
সুতরাং, ক্রয়মূল্য = 2x টাকা
∴ ক্ষতি = (2x - x) = x টাকা

এখন,
2x টাকায় ক্ষতি হয় = x টাকা
1 টাকায় ক্ষতি হয় = x/2x টাকা
100 টাকায় ক্ষতি হয় = (x × 100)/2x টাকা
                          = 50 টাকা

∴ ক্ষতির পরিমাণ = 50% 
১ম পদ = ৮ 
২য় পদ = ৮ + ৫ = ১৩ 
৩য় পদ = ১৩ + ৮ = ২১ 
৪র্থ পদ = ২১ + ১১ = ৩২ 

∴ পরবর্তী পদ = ৩২ + ১৪ = ৪৬ 
১/২ এর ক% = ৩/৫
বা, ১/২ এর ক/১০০ = ৩/৫
বা, ক/২০০ = ৩/৫
বা, ক = (২০০ × ৩)/৫
 ∴ ক = ১২০
x+ 1/x3
= (x+ 1/x)3 - 3.x.1/x.(x+ 1/x) 
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0 
• Buck (পুরুষ) - স্ত্রীলিঙ্গ: Doe
- Buck: পুরুষ হরিণ বা খরগোশ
- Doe: স্ত্রী হরিণ বা খরগোশ

• Sow (স্ত্রী) - পুরুষলিঙ্গ: Boar
- Sow: স্ত্রী শূকর
- Boar: পুরুষ শূকর

• Hunter (পুরুষ/লিঙ্গভেদহীন) - স্ত্রীলিঙ্গ: Huntress
- Hunter: পুরুষ বা যে কেউ শিকার করে
- Huntress: স্ত্রী শিকারি

• Baron (পুরুষ) - স্ত্রীলিঙ্গ: Baroness
- Baron: একজন পুরুষ পদবীধারী ব্যক্তি (বিশেষত ব্রিটিশ অভিজাতদের মধ্যে)
- Baroness: একজন নারী পদবীধারী বা Baron's স্ত্রী। 
- "Lifebuoy" হল একটি সঠিক শব্দ।
- যা সাধারণত এক ধরণের ভাসমান রিং বা সরঞ্জাম বোঝাতে ব্যবহৃত হয়, যা জলে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে ব্যবহৃত হয়।
- এটি জরুরি পরিস্থিতিতে উদ্ধার করার জন্য ডিজাইন করা একটি গুরুত্বপূর্ণ সামগ্রী।
- "He is not in good health" বাক্যটি সঠিক।
- কারণ "in good health" একটি সাধারণ ইংরেজি অভিব্যক্তি, যা বোঝায় যে কেউ শারীরিক বা মানসিকভাবে সুস্থ নয়।
- এখানে "in" Preposition টি ব্যবহার করা হয় স্বাস্থ্যের অবস্থাকে বোঝাতে। 
একটি Sentence বা বাক্যের প্রধানত দুইটি অংশ থাকে:

১) Subject: বাক্যের যে অংশটি কাজটি সম্পাদন করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। এটি সাধারণত কর্তা বা কার্যনির্বাহী অংশ হয়।
- উদাহরণ: "He is reading a book" বাক্যে "He" হল Subject।

২) Predicate: বাক্যের যে অংশটি Subject-এর সম্পর্কে কিছু বলে বা কাজটি সম্পন্ন হওয়ার প্রক্রিয়া বর্ণনা করে।
- উদাহরণ: "He is reading a book" বাক্যে "is reading a book" হল Predicate।

সুতরাং, একটি Sentence প্রধানত এই দুইটি অংশ নিয়ে গঠিত: Subject এবং Predicate।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে ।
- যেমন: girl, book, cow, table, country, man, chair, doctor, pencil, boy, girl, teacher, student, city, king, student, table, pen, cow, sheep, fish, river, flower ইত্যাদি। 
By and Large ( প্রধানত/অধিকাংশ) idiom-টির অর্থ Mostly.
- Sheep অর্থ ভেড়া; মেষ। 

- কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন- Sheep, Dear, Deer, Corps, Offspring, Hovercraft, Spacecraft, Series, Dozen, Species, Aircraft, Public, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।
- কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝাতে since/for ব্যবহৃত হয়।
- তবে নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে for বসে।
- সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয়।
- যেমন: be, have, see, know ইত্যাদি।
- It has been raining since morning- সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
• যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে ।

- Pirate (noun) - জলদস্যু; জলদস্যুর জাহাজ।
- Pirate হচ্ছে common noun, কারণ এটি জলদস্যুদের সাধারণ নাম নির্দেশ করছে।

অন্য বিকল্পগুলো:
- Starve: একটি ক্রিয়া (verb), যা ক্ষুধার্ত হওয়া বোঝায়।
- Rougery: একটি বিমূর্ত noun (abstract noun), যা দুষ্টুমি বা অসৎ কাজ বোঝায়।
- Human:  adjective মানুষ বা মনুষ্যজাতি সম্বন্ধীয়; মানবিক; মানুষি।
- "His building is adjacent to mine" বাক্যটি সঠিক।
- কারণ "adjacent" শব্দের সাথে preposition হিসেবে "to" ব্যবহার করা হয়।
- "Adjacent to" মানে হচ্ছে কাছাকাছি বা সংলগ্ন।
- এই বাক্যে বলা হয়েছে, তার ভবনটি আমার ভবনের কাছে।
- Infinitive, gerund, verbal Noun, clause অথবা phrase কোন বাক্যের subject হিসেবে বসলে verb টি singular হয়।
- Telling lies is a great sin-মিথ্যা বলা মহা পাপ।
শুদ্ধ বাক্য: It is a fact. Fact (সত্য/ প্রকৃত ঘটনা) এর পূর্বে true বসে না। 
শুদ্ধ বানান- Psychology (মনোবিজ্ঞান)।  
Noun: Shortness (সংক্ষিপ্ততা)
Verb: Shorten (সংক্ষিপ্ত করা)
Adjective: Short (সংক্ষিপ্ত)
Adverb: Shortly (সংক্ষেপে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Solicit (মিনতি করা বা আবেদন করা) অর্থ seek (খোঁজা/ আবেদন করা)।

অন্যদিকে, 
Legal- বৈধ,
give- দেওয়া,
bright- উজ্জ্বল।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0