- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি - ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার - ১ মিটার = ১০০ সেন্টিমিটার - ১ গজ = ০.৯১৪৪ মিটার - ১ মাইল = ১৬০৯ মিটার - ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার - ১ কিলোমিটার = ০.৬২১ মাইল - ১ কাঠা = ৭২০ বর্গফুট - ১ কাঠা = ১.৬৫ শতক - ১ লিটার =১০০০ মিলিলিটার।
• Buck (পুরুষ) - স্ত্রীলিঙ্গ: Doe - Buck: পুরুষ হরিণ বা খরগোশ - Doe: স্ত্রী হরিণ বা খরগোশ
• Sow (স্ত্রী) - পুরুষলিঙ্গ: Boar - Sow: স্ত্রী শূকর - Boar: পুরুষ শূকর
• Hunter (পুরুষ/লিঙ্গভেদহীন) - স্ত্রীলিঙ্গ: Huntress - Hunter: পুরুষ বা যে কেউ শিকার করে - Huntress: স্ত্রী শিকারি
• Baron (পুরুষ) - স্ত্রীলিঙ্গ: Baroness - Baron: একজন পুরুষ পদবীধারী ব্যক্তি (বিশেষত ব্রিটিশ অভিজাতদের মধ্যে) - Baroness: একজন নারী পদবীধারী বা Baron's স্ত্রী।
- "Lifebuoy" হল একটি সঠিক শব্দ। - যা সাধারণত এক ধরণের ভাসমান রিং বা সরঞ্জাম বোঝাতে ব্যবহৃত হয়, যা জলে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে ব্যবহৃত হয়। - এটি জরুরি পরিস্থিতিতে উদ্ধার করার জন্য ডিজাইন করা একটি গুরুত্বপূর্ণ সামগ্রী।
- "He is not in good health" বাক্যটি সঠিক। - কারণ "in good health" একটি সাধারণ ইংরেজি অভিব্যক্তি, যা বোঝায় যে কেউ শারীরিক বা মানসিকভাবে সুস্থ নয়। - এখানে "in" Preposition টি ব্যবহার করা হয় স্বাস্থ্যের অবস্থাকে বোঝাতে।
১) Subject: বাক্যের যে অংশটি কাজটি সম্পাদন করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। এটি সাধারণত কর্তা বা কার্যনির্বাহী অংশ হয়। - উদাহরণ: "He is reading a book" বাক্যে "He" হল Subject।
২) Predicate: বাক্যের যে অংশটি Subject-এর সম্পর্কে কিছু বলে বা কাজটি সম্পন্ন হওয়ার প্রক্রিয়া বর্ণনা করে। - উদাহরণ: "He is reading a book" বাক্যে "is reading a book" হল Predicate।
সুতরাং, একটি Sentence প্রধানত এই দুইটি অংশ নিয়ে গঠিত: Subject এবং Predicate।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । - যেমন: girl, book, cow, table, country, man, chair, doctor, pencil, boy, girl, teacher, student, city, king, student, table, pen, cow, sheep, fish, river, flower ইত্যাদি।
- কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। - যেমন- Sheep, Dear, Deer, Corps, Offspring, Hovercraft, Spacecraft, Series, Dozen, Species, Aircraft, Public, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।
- কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝাতে since/for ব্যবহৃত হয়। - তবে নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে for বসে। - সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয়। - যেমন: be, have, see, know ইত্যাদি। - It has been raining since morning- সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
• যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে ।
- Pirate (noun) - জলদস্যু; জলদস্যুর জাহাজ। - Pirate হচ্ছে common noun, কারণ এটি জলদস্যুদের সাধারণ নাম নির্দেশ করছে।
অন্য বিকল্পগুলো: - Starve: একটি ক্রিয়া (verb), যা ক্ষুধার্ত হওয়া বোঝায়। - Rougery: একটি বিমূর্ত noun (abstract noun), যা দুষ্টুমি বা অসৎ কাজ বোঝায়। - Human: adjective মানুষ বা মনুষ্যজাতি সম্বন্ধীয়; মানবিক; মানুষি।
- "His building is adjacent to mine" বাক্যটি সঠিক। - কারণ "adjacent" শব্দের সাথে preposition হিসেবে "to" ব্যবহার করা হয়। - "Adjacent to" মানে হচ্ছে কাছাকাছি বা সংলগ্ন। - এই বাক্যে বলা হয়েছে, তার ভবনটি আমার ভবনের কাছে।
- Infinitive, gerund, verbal Noun, clause অথবা phrase কোন বাক্যের subject হিসেবে বসলে verb টি singular হয়। - Telling lies is a great sin-মিথ্যা বলা মহা পাপ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।