মন্ত্রিপরিষদ বিভাগ (কম্পিউটার অপারেটর ও বিভিন্ন পদ) - ১০.০৩.২০২৩ (70 টি প্রশ্ন )

মনেকরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,x/2-x/3 = 17 

⇒ 3x-2x/6 = 17 
⇒ x/6 = 17 
⇒x = 102

 


: জনসংখ্যার ঘনত্ব = ৪০০০/৪ = ১০০০ জন
125(√5)2x = 1
⇒(√5)2x =1/125
⇒ (5 1/2 )2x = 5 -3 
⇒ x = -3

ক্ষতি = ৫০- ৪৬ = ৪ টাকা

তাহলে শতকরা ক্ষতি = ৪/৫০ × ১০০%
=৮%

দৈর্ঘ্য = ক্ষেত্রফল/প্রস্থ = ৭২৯ / ২২.৫ = ৩২.৪ মিটার

ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ৩০% +৩০% + (৩০ × ৩০)/১০০ %

=৩০% +৩০% +৯%

= ৬৯%

 


অতিভুজ = √ (ভূমি + লম্ব  ) 
 = √(১২ ২ + ৫০ )
= √(১৪৪+২৫০০)
= √২৬৪৪
= ৫১.৪২ সে.মি. (প্রায়)
4x-4 = 16
⇒4x-4 = 4
⇒ x-4 = 2 
⇒ x = 6

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

দেওয়া আছে,
a + b = √16 = 4

এবং ab = 1
∴  (a-b)2 = (a + b) -4ab

             = 4 2 - 4.1

             = 16-4
             = 12

 

 

দেওয়া আছে, 
a+(1/a) =2 
∴  a2 + (1/a)= {a+(1/a)}2 - 2.a.(1/a)
                         = 22 - 2 
                         = 4 - 2 
                         = 2 


 মনেকরি, ১টি বইয়ের দাম x টাকা

প্রশ্নমতে, x + (8× ৫০) + (১২×১৫) = ৫০০

⇒x + ২০০+ ১৮০ = ৫০০

⇒x + ৩৮০ = ৫০০

⇒x = ৫০০- ৩৮০

⇒ x = ১২০

 


দেওয়া আছে, 
4x+xy = 26 .....(i) 
2x+3y = 16 .....(ii) 
(i) × 3 - (ii) × 2 ⇒

12x+6y = 78 
4x + 6y = 38 
(-)  (-)     (-)
--------------------
8x = 40 
⇒ x = 5
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে ৮ জানুয়ারি, ১৯৭২ সালে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বেলা ১টা ৪১ মিনিটে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। বঙ্গবন্ধু এই স্বদেশ প্রত্যাবর্তনকে অন্ধকার হতে আলোর পথে যাত্রা' হিসেবে আখ্যায়িত করেন।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ: অবনী, অদিতি, বসুমতী, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অখিল, ভূ, ভূলোক, ভুবন, ভূতল, উর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত্য, দুনিয়া, জাহান, ধরণি, ধরাধাম। ভূধর অর্থ পর্বত।
অপশন (ক)-তে compartive বানানটি ভুল, যার শুদ্ধরূপ- comparative (তুলনামূলক)।
৪৮ (১) ধারা অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।
৪৮ (৪) ধারা অনুয়ায়ী, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক না হন
(খ) সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন
(গ) কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন।
Noun : Ability (সামর্থ্য) Verb : Enable ( সমর্থ করা) Adjective : Able ( সক্ষম ) Adverb : Ably (সক্ষমভাবে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

-১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম মুজিব নগর সরকার গঠিত হয় । 
-এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ ১১ এপ্রিল, ১৯৭১ থেকে ১২ জানুয়ারি, ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - রাষ্ট্রপতি 
- সৈয়দ নজরুল ইসলাম - অস্থায়ী রাষ্ট্রপতি 
- তাজউদ্দিন আহমদ - প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা 
- ক্যাপ্টেন এম মনসুর আলী - অর্ত, বাণিজ্য, শিল্প ও যোগাযোগমন্ত্রী

২৬ মার্চ, ১৯৭১ সালে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণাটি ছিল ইংরেজি ভাষায়, যার বাংলা অনুবাদ- ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন ..... চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এটি ২৬ তারিখে ইপিআর এর ট্রান্সমিটার ও টেলিগ্রাম এর মাধ্যমে প্রচার করা হয়।
Each, someone, anyone সবসময় singular pronoun হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ অপশন গুলোর মধ্যে কোনো plural pronoun নেই।
কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। এটি সর্বপ্রথম শুরু হয় ভারতে।
- শূন্যস্থানে are বসালে বাক্যটি grammatically সঠিক হবে। - Relative pronoun এর antecedent অনুযায়ী verb নির্ধারিত হয়। - Relative pronoun এর পূর্বে you থাকায় verb হিসেবে are বসবে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
• সাধারণত verb কে modify কারী word-টি হলো adverb.
• এখানে alone (একাকী) word-টি বাক্যের verb ‘live' কে modify করছে বলে এটি adverb।
• Bring to book (তিরস্কার করা ) idiom-টির অর্থ- Rebuke ( তিরস্কার করা)।
• দিন ও রাত্রির সন্ধিক্ষণ - গোধূলি;
• অহের (দিনের) পূর্বভাগ- পূর্বাহ্ন;
• দিনের সায় (অবসান) ভাগ- সায়াহ্ন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0